নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজমুল

নাজমুল ইসলাম মকবুল

নাজমুল ইসলাম মকবুল

জীবন একটা.......................

নাজমুল ইসলাম মকবুল › বিস্তারিত পোস্টঃ

চুদুরবুদুর

১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:১১



চুদুরবুদুর

নাজমুল ইসলাম মকবুল



চুদুরবুদুর করছে যারা দেশটা নিয়ে

উস্টা মার কররে নিপাত

কর কুপোকাত

জালেম শয়তান হায়েনাদের।

যারা আজ দেশটা নিয়ে

ছিনিমিনি শুধুই খেলে

দেশের ওই ভুখা নাংগা অসহায়ের

মুখের খাবার কাইড়া নিয়ে

ফুর্তি করে আমোদ করে।

টুটি চেপে ধররে ওদের

যারা আজ প্রতিবাদী মানুষগুলো

ধরে নিয়ে ভরে জেলে।

যারা আজ তলাবিহীন ঝুড়ি বানায়

দেশটা আমার

করে শুধু ভিনদেশীদের তাবেদারী

অত্যাচার আর নির্যাতনের ষ্টিম রোলার

চালিয়ে শুধু করে তারা খবরদারী।

তাদের জ্বালা যন্ত্রনাতে দিবানিশি কাঁদে শুধু

আমার দেশের পুরুষ নারী।

মজলুমেরা জালেম শাহীর জুলুম থেকে

বাঁচতে করে খোদার কাছে আহাজারি।

চুদুরবুদুর করে ওরা দেশটা আমার

রসাতলে নিয়ে গেলো

দেশটা যেন পাইছে তারা হাতের খলই

যেমন খুশি তেমন করে মারে আছাড়

জনগনের পিটটা এবার ঠেকে গেছে চার দেয়ালে

যেথায় পাবে যখন পাবে ভন্ড ওসব লুটেরাদের

আর দেরী নয় দ্রুত এবং অতি দ্রুত

ওদের নষ্ট গাল কপাল আর চোখে মুখে

পায়ের জুতো খুলে দিয়ে

মার ছুড়ে মার মার ছুড়ে মার।।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:১৮

সেমিবস বলেছেন:

২| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:৪১

বাধা মানিনা বলেছেন: সাব্বাশ...চালিয়ে যান ভাই। ফেইস বুকে আপনার নাম সহ শেয়ার না করে পারলাম না।

৩| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৮

বাধা মানিনা বলেছেন: চুদুরবুদুর চইল ত ন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.