![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিলেট লেখক ফোরাম’র নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
যে সমাজে গুণীজনের কদর নেই সে সমাজে গুণী তৈরী হয়না
সিলেট লেখক ফোরাম’র নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে আলোচনা সভা, রতœগর্ভা মা-বাবা সম্মাননা ও সাহিত্য আড্ডা গত ৮ জুলাই সোমবার বিকেলে সিলেটের লালটেক, কামালবাজারস্থ আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ফোরাম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি এমপাওয়ারম্যান্ট এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি (ইএইচডিএস) এর চেয়ারপার্সন, স্কলার্স হোম এর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোছাম্মাৎ বদরুন্নেসা বলেন, হযরত শাহজালালের সিলেট নানা কারনে ঐতিহ্যের দাবীদার। এখানে জন্ম নিয়েছেন দেশের বরেণ্য কবি সাহিত্যিক সাংবাদিক এবং রাজনীতিবিদ। দেশের বর্তমান প্রোপটে সিলেট লেখক ফোরামের আজকের ব্যতিক্রমধর্মী সাহিত্য আড্ডা ও রতœগর্ভা মা-বাবা সম্মাননা আমাকে অনুপ্রাণিত করেছে। সাহিত্য চর্চায় ফোরামের বিভিন্ন গুরুত্বপুর্ণ সাহিত্য আড্ডা সিলেটের সাহিত্যাঙ্গনে মাইলফলক হয়ে থাকবে। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুণীজনদের সম্মান আমাদেরই করতে হবে। যে সমাজে গুণীজনের কদর নেই সে সমাজে গুণী তৈরী হয়না।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলে এবারে ফোরামের প হতে সিলেট বিভাগের সম্মাননাপ্র্প্তা রত্মগর্ভা আটজন মা-বাবা হলেন, মৌলভী বাজারের কুলাউড়ার মোক্তার হোসেন (ডা: ফয়ছল) ও নুরজাহান বেগম (মরনোত্তর), সিলেটের বিশ্বনাথ উপজেলার হাজী মোঃ আব্দুল মছব্বির ও হাজী মোছাঃ আপ্তাবান বেগম, সুনামগঞ্জের জগন্নাথপুরের হবিবপুর গ্রামের আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম হীরা ও নুরুন নাহার কামালী এবং আলহাজ্ব মোঃ মনতাজ আলী ও মোছাঃ মমতাজ বেগম। তাদেরকে সংগঠনের প থেকে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ ও ফোরাম নেতৃবৃন্দ।
ফোরামের সিনিয়র সহ সভাপতি লেখক সাংবাদিক এডভোকেট জিয়াউর রহিম শাহিন এর প্রাঞ্জল সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কামাল বাজার আলীম মাদরাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা একেএম মনোওর আলী, প্রবীণ সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী, দেশবরেণ্য কবি মুকুল চৌধুরী, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ আব্দুল মনাফ, সাপ্তাহিক আমাদের সিলেট সম্পাদক ও প্রকাশক ডাঃ মিফতাহুল হোসেন সুইট, ইসলামী ব্যাংকের এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও বিশ্বনাথ শাখা ব্যবস্থাপক মোঃ আবুল খায়ের, শিাবিদ অধ্যাপক আব্দুর রহীম, এডভোকেট কবি আব্দুল মুকিত অপি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা: শামসুল ইসলাম, সমন্নিত উৎপাদক ও ব্যবসায়ী সমিতি বিশ্বনাথ উপজেলা সভাপতি মোঃ মধু মিয়া, সমাজসেবী ফারুক আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব তাহির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক প্রদীপ কুমার চৌধুরী, সহকারী প্রধান শিক মাস্টার আজম আলী, শিক অজিত কুমার শীল, মোঃ গোফরান হোসেন, মোঃ মনিরুজ্জামান, বড়তলা দাখিল মাদরাসার সিনিয়র শিক তৌফিক চৌধুরী, তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক মোঃ মাশুক আহমদ, গণসঙ্গীতশিল্পী মিছবাহ উদ্দিন, সংগঠনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. ফখর উদ্দিন, জগন্নাথপুর ডিগ্রি কলেজের ছাত্র সৈয়দ সাকাল আবেদীন প্রমূখ।
বিদ্যালয়ের ছাত্র মোঃ শানুর আলীর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের কার্যনির্বাহী পরিষদ সদস্য লেখক সাংবাদিক কাজী শফিকুল ইসলাম।
প্যারডী গান ও আবৃত্তি পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রী ছাদিকা জাহান মনি ও রেজোয়ানা আক্তার শাপলা।
শুরুতেই অতিথি ও সম্মাননাপ্রাপ্ত মা-বাবাদের ফুল দিয়ে বরণ করেন ফোরাম নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।
বক্তারা এবং সম্মাননাপ্রাপ্ত গর্বিত মা-বাবারা তাদের অনুভুতি ব্যক্ত করে বলেন, ফোরামের ব্যক্তিক্রমধর্মী এ আয়োজনে আমরা গর্বিত এবং সম্মানিত। সিলেটের প্রথম সারির কবি সাহিত্যিক সাংবাদিক এবং বরেণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাদেরকে এ বিরল সম্মাননা প্রদান করায় তারা সংগঠনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
পরিবেশ বন্ধু বলেছেন: খুশির সংবাদ