নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজমুল

নাজমুল ইসলাম মকবুল

নাজমুল ইসলাম মকবুল

জীবন একটা.......................

নাজমুল ইসলাম মকবুল › বিস্তারিত পোস্টঃ

সিলেট লেখক ফোরাম’র সাহিত্য আড্ডায় পি.আর. প্ল্যাসিড

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৮



সিলেট লেখক ফোরাম’র সাহিত্য আড্ডায় পি.আর. প্ল্যাসিড

লেখক কবি সাহিত্যিকেরা হচ্ছেন সমাজের পরিচ্ছন্ন আলোর দিশারী



সিলেট লেখক ফোরাম আয়োজিত জাপান থেকে প্রকাশিত একমাত্র বাংলা মিডিয়া বিবেক বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক পি.আর.প্যাসিডকে নিয়ে সাহিত্য আড্ডা গত ৩১ আগস্ট শনিবার বিকেলে সিলেটের লালটেক, কামালবাজারস্থ আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ফোরাম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি পি.আর.প্যাসিড বলেন, লেখক কবি সাহিত্যিকেরা হচ্ছেন সমাজের পরিচ্ছন্ন আলোর দিশারী। আমরা দেশ বিদেশে সে আলো ছড়িয়ে দিতে চাই। কিন্তু প্রবাসের যান্ত্রিক বলয়ে থেকে সাহিত্য চর্চা, পত্র পত্রিকা বের করা, সাহিত্য সংস্কৃতির পৃষ্টপোষকতা করা কঠিন। শত ব্যস্থতার মধ্যে এবং সম্পুর্ণ প্রতিকুল পরিবেশে বসবাস করেও একমাত্র নাড়ির টানে বিশ্বব্যাপী বাংলা ভাষা ও সাহিত্যের জয়গান গাওয়ার ল্েয সুদুর জাপানের টোকিও থেকে পত্র পত্রিকা প্রকাশ করে যাচ্ছি। এতে বিশ্বের প্রতিটি দেশে বসবাসরত বাঙ্গালীদের উৎসাহ ও আন্তরিকতা আমাকে অনুপ্রাণিত করছে। তারই ধারাবাহিকতায় হযরত শাহজালালের সিলেটে আমাকে নিয়ে সিলেট লেখক ফোরাম’র আজকের ব্যতিক্রমধর্মী সাহিত্য আড্ডা আমাকে উজ্জিবিত করেছে । সাহিত্য চর্চায় দেশ বিদেশে লেখক ফোরাম’র বিভিন্ন কার্যক্রম ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। তিনি বলেন সিলেটবাসীর আতিথেয়তার সুনাম সুদুর জাপানের টোকিও থেকেও আমরা শুনতে পাই।

আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক আজম আলীর প্রাঞ্জল সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন কামাল বাজার আলীম মাদরাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা এ.কে.এম মনোওর আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ মোঃ আব্দুল মনাফ, অতিষ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক বি এম সাজ্জাদ হোসাইন, দৈনিক আজকের বাণী সম্পাদক আলহাজ্ব আতিকুল ইসলাম, সমন্নিত উৎপাদক ও ব্যবসায়ী সমিতি বিশ্বনাথ উপজেলা সভাপতি মোঃ মধু মিয়া, সমাজসেবী ও শিানুরাগী নজমুল ইসলাম রুহেল ।

স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সিনিয়র সহ সভ্পাতি লেখক সাংবাদিক এডভোকেট জিয়াউর রহিম শাহিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক মোঃ গোফরান হোসেন, তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক মোঃ মাশুক আহমদ, সংগঠনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. ফখর উদ্দিন, লিডিং ইউনির্ভাসিটির ছাত্র মো: মিজানুর রহমান, মিছবাহ কামালী , হাফিজ আফজালুল হক, মোহাম্মদ আব্দুল আজিজ, ক্রিকেটার জাহেদ আহমদ প্রমূখ।

বিদ্যালয়ের ছাত্র মোঃ ইমরান হোসেন এর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে প্যারডী গান ও আবৃত্তি পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রী ছাদিকা জাহান মনি ও রেদোয়ানা আক্তার শাপলা।

শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করেন ফোরাম নেতৃবৃন্দ, শাহ জালাল (র:) সাংস্কৃতিক পরিষদের সদস্যবৃন্দ, ইউনাইটেট ক্রিকেট কাব সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.