![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুষ
(প্যারডী গান)
নাজমুল ইসলাম মকবুল
ঘুষ আমার জীবনের সাধনা, পকেট মোর থাকে ফোলা
দিন রাত ভরতে থাকি, আমার ওই টাকার ঝোলা।।
ফাইল এলে টেবিলে আমার, আশা জাগে টাকা পাবার
টাকা লই কেরানী দিয়ে, মোদের এই লীলা খেলা।।
বস আছে উপরে আমার, তারাও কাঙাল টাকার
ভাগ দেই তাদেরকে আমি, নইলে দেবে জ্বালা।।
ঘুষ চলে উপরে নীচে, উনারাও নয়তো পিছে
একবার করলেই পাশ, হয়ে যায় ভাগ্য খোলা।।
তলাবিহীন ঝুড়ি এ দেশ, চিন্তার নেই কোন লেশ
নিজের ওই পকেট গরম, করতে হই উতলা।।
(প্যারডী গানের সুর: তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা)
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩২
শূন্য পথিক বলেছেন: বেশ
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
ফয়জুল আলম বেলাল বলেছেন: ধন্যবাদ, অত্যন্ত সুন্দর ও সময়োপযোগী প্যারডির জন্য....
তলাবিহীন ঝুড়ি এ দেশ, চিন্তার নেই কোন লেশ
নিজের ওই পকেট গরম, করতে হই উতলা......