![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাগল
নাজমুল ইসলাম মকবুল
এই দুনিয়ার সবাই পাগল
কেউবা পাগল নারীর
কেউবা পাগল রাজ প্রাসাদ আর
দামী বাড়ি গাড়ির।
প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী
হতে পাগল কেউ
এমপি মন্ত্রী চেয়ারম্যান হতে
মনে লাগে ঢেউ।
কেউবা পাগল বেশি করে
পেতে সাধের ঘুষ
টাকার গন্ধ পেলে নাকি
আর থাকেনা হুশ।
কেউবা আবার নেতা হতে
পাগল পাগল মন
দালালী আর কমিশনে
লুটে কামায় ধন।
লেখাপড়া নাইবা করেও
মস্ত জ্ঞানী সাঁজে
পন্ডিতি আর খবরদারি
দেখায় কথায় কাজে।
কেউবা পাগল গায়ের মোড়ল
হয়ে বিচার করে
চা চুরুট আর নগদ টাকায়
নিজের পকেট ভরে।
কেউবা পাগল দেশটা লুটে
কেমনে খাওয়া যায়
গনধোলাই শুরু হলে
করে হায়রে হায়।।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯
টুম্পা মনি বলেছেন: ভালো লাগল।