![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঁশ
নাজমুল ইসলাম মকবুল
কেমন করে বাঁশ ঠেলে ভাই কেমন করে বাঁশ
সুযোগ পেলে বাঁশ ঠেলে ভাই সুযোগ পেলে বাঁশ
বাঁশের ঠেলায় জনজীবন করছে সর্বনাশ।।
বুদ্ধিমানরা বাঁশ ঠেলে ভাই হাসিয়া হাসিয়া
ঠান্ডা মাথায় বাঁশ মারে ভাই কাশিয়া কাশিয়া
কেহ আবার বাঁশের সাথে মেশায় কিছু ত্রাস।।
রাজনীতিকরা বাঁশ ঠেলে ভাই করতে ঘায়েল যারে
খেয়াল কইরা ইচ্ছেমতো কনুই মারে তারে
কনুই মারায় হেরে গেলে ফেলে তখন লাশ।।
গাঁয়ের মোড়ল বাঁশ ঠেলে ভাই চা চুরুট আর ঘুষে
অন্যায়কারী পার পেয়ে যায় ন্যায়কারীকে দুষে
আচার বিচার লম্বা করে খাবায় কানেঘাষ।।
শক্তির জোরে বাঁশ দেয়া যায় যারে খুশি তারে
টপ টু বটম বাঁশের ঠেলা চলছে বারে বারে
বাঁশের ঠেলায় দেশের মানুষ করছে হাহুতাশ।।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৮
ভুদাই আমি বলেছেন: চিকন মোটার নাই ভেদাভেদ
নাম সবারই বাঁশ।
বাঁশ দেওয়াটা বন্ধ হলে
হবে জাতির সর্বনাশ।।
ভাইরে, বাঙালীদের কাছে মাইরের উপর কোন ঔষুধ নাই। একমাত্র বাঁশই পারে এদেশের অমানুষগুলারে সোজা রাখতে।