নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাকিব১

নাকিব১ › বিস্তারিত পোস্টঃ

যা কিছু কালো তার সাথে প্রথম আলো

১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৯

অনলাইনে একটি ছোলক প্রায়ই দেখা যায়। ‘যা কিছু কালো তার সাথে প্রথম আলো’। বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত এবং আলোচিত পত্রিকা। এখন প্রথম আলোর ন্যায় ভূমিকা পালন করে তাদের সিষ্টার কনসার্ন ইংরেজি পত্রিকা ডেইলি ষ্টার। এই দু’টি পত্রিকা বরাবরই আপামোর জনতার মতামতকে উপেক্ষা করে তাদের মনগড়া মতামত পত্রিকায় প্রচার করে। সম্প্রতি তারা ডাঃ জাকির নায়েক এর ক্ষেত্রেও তাই করেছে। ভারতের শীর্ষস্থানীয় পত্রিকা ‘দ্যা হিন্দুস্থান’ যেখানে কোন প্রমাণ না থাকার কারণে জাকির নায়েক কে দোষী করে কোন রিপোর্ট করতে পারেন নি। সেখানে আমাদের মতি আলো ধুক্কু প্রথম আলো এবং ডেইলি ষ্টার জাকির নায়েক কে জঙ্গি বানিয়ে ফেলেছেন। কিন্তু মজার বিষয় হলো, গতকাল ভারত আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেছে জাকির নায়েক এর বিরুদ্ধে জঙ্গিবাদের যথোপযুক্ত প্রমাণ তাদের গোয়েন্দারা সংগ্রহ করতে পারে নি। প্রথম আলো এবং ডেইলি ষ্টারের এহেন হলুদ সাংবাদিকতা জনসাধারণ অনেকদিন সহ্য করলেও এবার আর ঘরে বসে নেই। প্রথমেই তারা প্রথম আলো এবং ডেইলি ষ্টার পত্রিকার ভেরিফাইড ফেসবুক পেজে ধস নামিয়ে দিয়েছে।

আজ সারা বাংলাদেশে প্রথম আলো এবং ডেইলি ষ্টার পোড়ানো হচ্ছে।

প্রথম আলো পত্রিকা পোড়ানোর ভিডিওঃ




এই ছবিগুলোই প্রমাণ করে মানুষ প্রথম আলো এবং ডেইলি ষ্টার পত্রিকাকে কতোটা ঘৃনা করে। জনসাধারণকে ক্ষেপিয়ে অতীতে কেউ টিকে থাকতে পারেনি প্রথম আলো এবং ডেইলি ষ্টারও পারবে না।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৭

মো:নাইমুর রহমান বলেছেন: সহমত,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.