নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইতিহাসের আড়ালে

নাতাশা মজুমদার

মাথার ভিতরে স্বপ্ন নয় — প্রেম নয় — কোনো এক বোধ কাজ করে। আমি সব দেবতার ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়?

নাতাশা মজুমদার › বিস্তারিত পোস্টঃ

গাজাখুরি গল্প

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

সেই গল্প টা জানো তো? ?
সূর্য আর চাদেঁর গভীর প্রণয় ছিল তখন
ভালবেসে সবটুকু আলো দিয়ে দিল সে চাঁদকে
সূর্যের আলোয় আলোকিত চাদঁ আজও মুগ্ধ করে পৃথিবীকে
জানো তো সুন্দরের মুগ্ধতা আছে, আছে অহংকার ।
রুপের অহংকারে একদিন চাদঁ আপন করল রাতকে
হ্যাঁ, এও সেই প্রণয় ইতিহাস কিংবা ধোকার
এখনো তীব্র অভিমানে সূর্য টা জ্বলে, পৃথিবীরে করে তুচ্ছ
মাঝেমধ্যে কষ্টের মেঘে ঢেকে যায়, আকাশ করে কান্না
অথচ এক আকাশেরই বাসিন্দা ওরা !
একদিন বলেছিলুম- তুমি তো আকাশের চাদঁ
দেখা যায় ছোয়া যায় না
মনে পড়ে?
একদিন ঐ সূর্য হবো
জ্বলবো শতাব্দী জ্বালাবো পৃথিবী
দেখে নিও !

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

নেক্সাস বলেছেন: একদিন ঐ সূর্য হবো
জ্বলবো শতাব্দী জ্বালাবো পৃথিবী
দেখে নিও !

প্লট টা সুন্দর। কবিতাটাও সুন্দর। তবে বর্ণনাতে আরেকটু কাব্যময়তা থাকলে ভাল হত।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

নাতাশা মজুমদার বলেছেন: ধন্যবাদ মন্তব্যটির জন্য,,এই কবিতা টা আগে একজন খ্যাতিমান কবি রিজেক্ট করেছিল,, বাট কবিতার কোথায় ভুল,, সেটাই তিনি বলেননি । আশা করি এখানে সবাই আমার ছোট খাটো ত্রুটি গুলো ধরিয়ে দিবে :)

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪০

নেক্সাস বলেছেন: আপনার কবিতার যে প্লট বা গল্প সেটা সুন্দর। বাট লিখাটা সেই অর্থে কাব্যিক হয়ে উঠেনি। অনেকটা গদ্য ঢংয়ে সরল রৈখিক বর্ণা হয়ে গেছে। কবিতায় কিছু শব্দের ঝংকার থাকবে, উপমার মুন্সিয়ানা থাকবে, রূপক বা মেথাফোরের রহস্য থাকবে। কবিতায় শব্দের এমন মায়াজাল সৃষ্টি হয় যে পাঠক একটা ভাবলালুকতায় পড়ে যাবে। কবিতা পাঠক কে নানামুখি ভাবনার জগতে নিয়ে যায় নান্দনিক দৃশ্যকল্প তৈরির মাধ্যমে।
আপনার কবিতায় সেটা অনুপস্থিত। শুরুতে সবারই এমন হয়। পরে লিখতে লিখতে ঠিক হয়ে যায়। লিখতে থাকুন। আকদিন আপনিও সময়ের সেরা লিখাটা লিখে ফেলবেন।

শুভকামনা

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪১

নাতাশা মজুমদার বলেছেন: হুমমমম,, নেক্সট টাইম খেয়াল রাখবো এই ব্যাপারে,, আবারো ধন্যবাদ :)

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩২

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং...

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫১

মাহবুবুল আজাদ বলেছেন: নেক্সাস ভাইয়ের সাথে সহমত, ভাল লাগল। লিখতে থাকেন, পড়তে থাকেন, একদিন আসবে, আপনার কবিতার জন্য দিন গুনব। ভাল থাকুন।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৬

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর|
একটি ঠিক সূর্য হয়ে জ্বালিয়ে দেব
মেঘচুলোয় স্মৃতি পুড়িয়ে উড়িয়ে দেব!

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: সাদামাটা সুন্দর। :)

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২১

নাতাশা মজুমদার বলেছেন: ধন্যবাদ সবাইকে উৎসাহিত করার জন্য :)

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৩

শাহাদাত হোসেন বলেছেন: ভালোই

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

নাতাশা মজুমদার বলেছেন: ধন্যবাদ

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

ফেলুদার তোপসে বলেছেন: একদিন ঐ সূর্য হবো
জ্বলবো শতাব্দী জ্বালাবো পৃথিবী
দেখে নিও !

নুতন কবিতা, তারপরেও মনে হল,
মনটা ছুঁয়ে গেলো।

০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

নাতাশা মজুমদার বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.