নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবিদ আল নাসির

আবিদ আল নাসির › বিস্তারিত পোস্টঃ

★অপসংস্কৃতির আড়ালে★

১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২১

★অপসংস্কৃতির আড়ালে★
.
একসময় বাংলাদেশের "শীর্ষস্থানীয় পত্রিকা"র পাতা উল্টাছিলাম, হঠাৎ করে "বিনোদন" পাতায় গিয়ে চোখ আটকে যায়, লজ্জায় মাথা নিচু হয়ে গেলো, কারন পাশে আমার ছোট ভাই দাড়িয়ে ছিল।এরকম ঘটনা আমার ক্ষেত্রে ঘটলেও প্রতিনিয়ত সবার জীবনেই ঘটে, আসলে ঘটনাটাই মূল বিষয় নাহ, যেটা ওরা দেখাচ্ছে(অশ্লীলতা) , সেটা আমরা কিভাবে গ্রহন করবো?আমাদের সুস্থ সংস্কৃতির মস্তিষ্কে এসব ঢুকিয়ে দেয়া হচ্ছে। যেটাতে লজ্জায় মাথা নিচু হয়ে যায়।
.
মোস্তফা সারোয়ার ফারুকী তার "টেলিভিশন" সিনেমাতে এরকম অপসংস্কৃতির কঠিন বাস্তবতা ফুটিয়ে তুলেছেন যেটা আমরা সহজেই টের পাই।সিনেমাটি সব মহলেই আলোচিত ছিল।এটি কিছুটা হাস্যকর লাগলেও যথেষ্ট যুক্তিযক্ত।
.
এই মনে করেন ইউটিউবে সালমান মুক্তাদিরের লাইফস্টাইল, কিংবা সেফাতুল্লার অশ্লীল প্রলাপ সহ এরকম অারও অনেক ট্রেন্ড আছে যেগুলো আমরা নিমিষেই গ্রহন করছি।কি শিখাচ্ছে এসব আমাদের?প্রশ্নটা আপনাকে করে রাখলাম, পারলে উত্তর দিয়েন।
.
নব্বই দশকের কিছু প্রখ্যাত নায়িকারা আজ কেন রাস্তায় নামছে কাজের অভাবে? কারন তারা সেসময় সমাজকে শুধুই অশ্লীলতা উপহার দিয়েছিল, এই সমাজ তাদেরকে ঘৃনা ভরে প্রত্যাখান করেছে।
আবার খেয়াল করবেন, কেও মানুষকে বিনোদনের নামে অশ্লীলতা উপহার দিয়ে এখন নামী হিজাব ধরে বলছে "আমি মুসলিম"। বিষয়টা কি দাড়ালো? আপনার মস্তিষ্কে অপসংস্কৃতি ঢুকিয়ে দিয়ে আপনাকে বলা হলো এখন "আপনি নিয়ন্ত্রণ করুন"।
.
মিডিয়া জাস্ট এই ট্রেন্ডটাকে ফলো করে প্রায় প্রতিটা অভিনেতা/অভিনেত্রী দেরকে পুজি করে।
কেন আজ #Me too হ্যাশট্যাগ নিয়ে তোলপাড়?? এর নৈপথ্যে কারা ছিল, তা নিশ্চয় থলের বিড়াল বেরিয়ে এসেছে। কাস্টিং কচ (অভিনেত্রীদের যৌন হেনস্তা) নিয়ে না হয় নাই ই বললাম।
.
আজকের সমাজ ব্যবস্থায়, পর্নোগ্রাফি, আইটেম সং কিংবা নারী এসবকে আমরা শুধুমাত্র ভোগের বস্তুই বানিয়ে ফেলেছি। ক্লাস কিংবা রাস্তা ঘাটের বোন তুল্য মেয়েদের দেখে নিজেদের গ্রুপ আড্ডায় তাদের দেহের প্রতিটা ভাজের মন্তব্য করি, ওয়াও!! কি উর্বর মস্তিষ্কের কারখানা আমাদের?
.
গল্প কিংবা আড্ডা স্থানে আমরা ১৮+ কথাবার্তা কে বেমালুম বানিয়ে ফেলেছি, এক্ষেত্রে আপনি যদি আপত্তি জানান তাহলে আপনি "আনকালচার" ট্যাগ খেয়ে যাবেন নিশ্চিন্তে।, "জাস্ট ফ্রেন্ড" ট্রেন্ড নিয়ে দাপিয়ে বেড়াচ্ছি নিজের রক্তমাখা শরীরকে।আমাদের চাহিদা অনেক।যেন মনে হয় এবার কেও থামাতে পারবেনা আমাদেরকে, কিন্তু একবার ভেবে দেখুন একজন "আল্লাহ" আছেন, যিনি সব দেখছেন তার তৈরী ইনফিনিটি রেজুলেশনের ক্যামেরায়, রোজ কিয়ামতের দিন বড় পর্দায় দেখানো হবে আপনার কর্মাবলী, কোথায় যাবেন সেদিন পালিয়ে??
.
জানি আমরা একটা অপসংস্কৃতির বৃত্তে আবদ্ধ হয়ে গেছি, এখান থেকে বেরিয়ে আসতে হবে,, উদয় করতে সুস্থ মস্তিষ্কের সংস্কৃতিকে। লোকে বলবে আপনি একা কিছু করতে পারবেননা, তবে আপনি একবার চেষ্টা করে দেখুন, পেছনের তাকিয়ে দেখবেন অনেকেই আপনার পদচিন্হতে পা মেলাতে চাইবে...

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৮

রাজীব নুর বলেছেন: আসলে যুগের সাথে সাথে এটা ঘটবেই।

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৪

আবিদ আল নাসির বলেছেন: আমাদেরকেও সতর্ক থাকতে হবে

২| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪১

চাঁদগাজী বলেছেন:


হাউকাউ

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৬

বাংলার মেলা বলেছেন: অশ্লীল আড্ডায় নিজেকে যুক্ত না করে 'আনকালচার্ড' না বরং আরও ভয়ঙ্কর ট্যাগ খেতে হয়। যাদের মুখ দিয়ে কথায় কথায় অশ্লীলতা ছড়ায় না, তারা হল 'ভালোমানুষ' মানে বেকুব!

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৫

আবিদ আল নাসির বলেছেন: ঠিক বলেছেন

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১২

আখ্যাত বলেছেন: :
আপনি ষড়যন্ত্রকারী
আমাদের তরুণ জেনারেশনকে মূলধারা থেকে বের করে নিয়ে যাওয়ার ষড়ডযন্ত্র করছেন।

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৬

আবিদ আল নাসির বলেছেন: মুলধারা বলতে কি বুঝিয়েছেন??

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫১

নতুন বলেছেন: পরিবত`ন আসবেই.... তার বিরোধিতা না করে সেটাকে কিভাবে ভালো মত মানিয়ে নেওয়া যায় সেটা নিয়ে ভাবুন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.