নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভালোবাসি,মানুষকে ভাবাতে ভালোবাসি। আমার প্রত্যেকটি লেখাই নিজস্ব ভাবনা এবং মতামত প্রকাশ মাত্র। ফেসবুকঃ Nasir Hossain Nohan.

নাসির নোহান

নাসির নোহান › বিস্তারিত পোস্টঃ

অবহেলা

০৬ ই মে, ২০১৬ সকাল ৯:২৬

অবহেলার একটা লিমিট থাকা দরকার...কেউ একজন তোমাকে দিনের পর দিন কেয়ার করে যাচ্ছে আর তুমি সেগুলো মুচকি হেসে এড়িয়ে গিয়ে ভাবছো 'এসব তোমারই প্রাপ্য...এরকম তো কতোজনই আছে কেয়ার করার...এমনটি যদি ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবছো...হাজার মানুষের কেয়ারের ভিরে তুমি আসল মানুষের আলাদা কেয়ারটুকু টের পাচ্ছোনা..একদম না...কেউ একজন তোমার ছোট্র একটি "টেক্সের" আশায় ঘন্টার পর ঘন্টা ডাটা অন রেখে কি পরিমান ছটফট করতে পারে তুমি সেটা দেখনা বলে এমনটা ভাবছো... মেসেজবক্সে হাজার হাজার শব্দ মিলিয়ে দু-ঘন্টা ধরে সাজানো কষ্টের ভাষা গুলো লিখে সেন্ড করার ঠিক আগ মূহুর্তে ডিলিট বাটনে চাপ দিয়ে রাখাটা যে কতটা যন্ত্রনার তুমি সেটা বুঝোনা বলে এমনটি করো... তোমার একটি মাত্র ফোন কলের আশায় বিছানার এপাশ-ওপাশ করে কতো যে নির্ঘুম কেটে গেছে মানুষগুলোর তুমি সেটা কখনই জানতে পারোনা বলে মানুষটিকে সস্তা ভাবো...বিশ্বাস করো তোমার থেকে অবহেলা পাওয়া এই মানুষটা মোটেই সস্তা কোনো মানুষ নয়..অদ্ভুদ রকমের একটা ধর্য্য-শক্তি আছে এদের মাঝে...তুমি ধারনাও করতে পারবেনা তার সিম্পল একটি মেসেজের জন্য কতো মানুষ যে পাগল হয়ে আছে...অথচ সে তোমার জন্য পাগল..স্রেভ তোমার জন্য তার হৃদয়ের জায়গাটুকু বরাদ্দ... মনে রাখবে "ধাক্কা দিয়ে ফেলে দেওয়া মানুষের অভাব নেই পৃথিবীতে...কিন্তু পড়ে যাওয়া মানুষটিকে হাত ধরে টেনে তোলার মানুষের বড়ই অভাব..খুব খুব অভাব..তাই কাউকে পেয়েও হারিয়ে যেতে দিওনা...!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল শেষ বা্ক্যটুকু
পড়ে যাওয়া মানুষটিকে হাত ধরে টেনে তোলার মানুষের বড়ই অভাব..খুব খুব অভাব..তাই কাউকে পেয়েও হারিয়ে যেতে দিওনা
শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.