![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন যাবত গ্রামের বাড়িতে আমার নানার একখন্ড জমি পতিত পড়ে আছে, যায়গার পজিশন ও বেশ ভাল।
একটা কিন্ডারগার্টেন স্কুলের জন্য আদর্শ যায়গা, ছায়াঢাকা মনরোম পরিবেশ। সবচেয়ে বড় কথা জমিটা গ্রামের একদম মিডেলে অবস্থিত, আর গ্রাম বলতে এটা অজপাড়া গঁা না, মোটামুটি শহর ই বলা চলে, শিক্ষার কদর খুব ভালই আছে এ গ্রামে।
তো কয়েকজন বন্ধু মিলে একদিন ডিসিশন নিলাম এখানে কিছু একটা করার। দুইটা ডিসিশন পেন্ডিং আছে, যেকোন একটা কার্যকর করা হবে, একটা কিন্ডারগার্টেন আর দ্বিতীয়টা ক্যাডেট মাদ্রাসা।
কোনটা করলে ভাল হয়? আর কি কি বাধা/বিপত্তি হতে পারে ? শিক্ষা কার্যক্রমের ব্যপারে বিস্তারিত কিছু জানা থাকলে জানাবেন।
২৩ শে মে, ২০১৬ বিকাল ৪:২৬
নাসির উদ্দিন বাবু বলেছেন: বেহেশতে যাওয়ার পর যুদ্ধ!!!!!! মাথা কি ঠিক আছে আপনার???
২| ২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:৫১
আরিফুর রহমান বলেছেন: ক্যাডেট মাদ্রাসা খুলুন ভালো হবে ইনশা আল্লাহ
২৩ শে মে, ২০১৬ বিকাল ৪:২৭
নাসির উদ্দিন বাবু বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ২৩ শে মে, ২০১৬ বিকাল ৪:২০
আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক বলেছেন: দেখুন সবচেয়ে ভালো হয় আপনি যদি নিঃস্বার্থভাবে একটি এতিমখানা+বৃদ্ধাশ্রম খোলেন। এটি মানবহিতৈষী কাজ।
আর আজকালকার কিন্ডার গার্টেন ও ক্যাডেট মাদ্রাসা এগুলো ধান্দাবাজির ব্যবসা।
এতিমখানা+বৃদ্ধাশ্রম খোলেন, পরকালের কাজ হবে।
আপনাকে ধন্যবাদ।
২৩ শে মে, ২০১৬ বিকাল ৪:২৯
নাসির উদ্দিন বাবু বলেছেন: ধন্যবাদ, যুক্তিসংগত মন্তব্য, মাথায় রাখলাম।
৪| ২৩ শে মে, ২০১৬ বিকাল ৪:৪৮
রোষানল বলেছেন: ক্যাডেট মাদ্রাসা
২৩ শে মে, ২০১৬ বিকাল ৫:৩৪
নাসির উদ্দিন বাবু বলেছেন: ধন্যবাদ,
এর শিক্ষা কার্যক্রমের ব্যাপারে কিছু জেনে থাকলে জানাবেন।
৫| ২৩ শে মে, ২০১৬ রাত ৮:১৬
প্রন্তিক বাঙ্গালী বলেছেন: আমার মতামত হল যদি প্রতিষ্ঠান তৈরী করেন তাহলে মান সম্মত শিক্ষক নিয়োগ করবেন, আর অর্থের ব্যপারটা একেবারে সীমিত রাখবেন। ব্যবসা করার উদ্দশ্য করবেন না। ব্যবসার উদ্দেশ্য করলে আমি বলব আমার কোন মতামত নেই।
আমি আবারও বলছি মান সম্মত শিক্ষক নিয়োগ না দিতে পারলে প্রতিষ্ঠান তৈরী করা বন্ধ রাখুন, তানাহয় ছাত্র/ছাত্রীদের জীবন ধ্বংস করবেন না।
২৪ শে মে, ২০১৬ রাত ১২:৫২
নাসির উদ্দিন বাবু বলেছেন: অসং্খ্য ধন্যবাদ ভাই। অবশ্যই এটি একটি ভাল মানের প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করবো, ব্যবসায়িক উদ্দেশ্য আমার মাথায় ই আসে নাই। আর ভাল মানের শিক্ষক ও আছে বিধায় শিক্ষা প্রতিষ্ঠান করার পরিকল্পনকরেছি।
যারা শিক্ষক তারা প্রত্যেকেই ভাল প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদের সাথে ও আলোচনা করেছি তারাও আগ্রহ প্রকাশ করেছেন আমাদেরকে সহযোগিতা করার ।
আমি আবার ও বলছি আমাদের কোন ব্যবসায়িক উদ্দেশ্য নাই।
৬| ২৪ শে মে, ২০১৬ রাত ১:২৪
গেম চেঞ্জার বলেছেন: ব্যতিক্রমি চিন্তা করলে এক কাজ করতে পারেন। অসহায় আশ্রম করতে পারেন যেখানে ফকির ও পংগুদের পুনর্বাসন করা হবে।
২৪ শে মে, ২০১৬ সকাল ৮:৪৮
নাসির উদ্দিন বাবু বলেছেন: হুম ভাল আইডিয়া।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৯
মার্কোপলো বলেছেন:
" একটা কিন্ডারগার্টেন আর দ্বিতীয়টা ক্যাডেট মাদ্রাসা। "
-ক্যাডেট মাদ্রাসা করেন, বাংগালীরা বেহেশতে যাবার পর ইহুদীদের সাথে যুদ্ধ করা লাগবে।