![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক হতে চাই না লিখতে চাই মানুষের জন্য,দেশের জন্য ।বাঁচতে চাই মানুষের কল্যাণে নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়ে।ব্লগের মাধ্যমে দেশের উন্নয়নের কথা ছড়িয়ে দিতে চাই আমার সকল ব্লগার ভাই-বোনদের মাঝে।কথা দিয়ে নয় দৃশ্যমান কিছু করে দেখাতে চাই ব্লগার ভাই-বোনদের সাহায্য-সহযোগীতা নিয়ে।
স্বাধীন দেশে চলছি,
ঘুরছি স্বাধীন ভাবে,
স্বাধীনতার স্বাদ পেয়েছি,
ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে।
স্বাধীন ভাষায় বলছি কথা,
স্বাধীন ভাবে লিখছি,
স্বাধীনতার গর্ব হলো,
দেশের মুক্তিবাহিনী।
স্বাধীন কন্ঠে ডাকে পাখি,
হাসে শিশু স্বাধীনভাবে,
ঘোমটা মাথায় চলে বঁধু,,
স্বাধীন গাঁয়ের পথে।
স্বাধীন মনে আঁকে পটুয়া,
বাংলাদেশের চিত্র।
একতারাতে গায় যে বাউল,
স্বাধীন বাংলার কাব্য।
©somewhere in net ltd.