নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবাক চোখে দেখি বিস্ময়কর বাংলাদেশ

নাসিরন আক্তার

লেখক হতে চাই না লিখতে চাই মানুষের জন্য,দেশের জন্য ।বাঁচতে চাই মানুষের কল্যাণে নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়ে।ব্লগের মাধ্যমে দেশের উন্নয়নের কথা ছড়িয়ে দিতে চাই আমার সকল ব্লগার ভাই-বোনদের মাঝে।কথা দিয়ে নয় দৃশ্যমান কিছু করে দেখাতে চাই ব্লগার ভাই-বোনদের সাহায্য-সহযোগীতা নিয়ে।

নাসিরন আক্তার › বিস্তারিত পোস্টঃ

নাম সংশোধন

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৫

আমার নাম নাসরিন আক্তার কিন্তু ব্লগে আমার নাম এসেছে নাসিরন আক্তার।আমি জানি না এটা আমার ভুল না কি ব্লগের ভুল?যা ই হোক সামহোয়্যার ইন ব্লগের দৃষ্টি আর্কষণ করে আমি সাহায্য প্রার্থনা করছি কিভাবে আমি আমার ভুল নাম সংশোধ করতে পারি?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৬

মাক্স বলেছেন: সংশোধন করাতো যায় বাট এই নামটাও কিন্তু খারাপ লাগতাসে না! :P

২| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৪

উড়োজাহাজ বলেছেন: আরে, আপনার ব্লগটা তো একেবারেই ফ্লপ।
আপনি

পোস্ট করেছেন: ২০টি
মন্তব্য করেছেন: ৪টি
মন্তব্য পেয়েছেন: ১৩টি
ব্লগ লিখেছেন: ২ মাস ২ সপ্তাহ
ব্লগটি মোট ১৯৪ বার দেখা হয়েছে। আহারে!! লেখায় একটু মনোযোগ দিন।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৪

নাসিরন আক্তার বলেছেন: আমার ব্লগ খুব বেশী হিট হবার দরকার নেই ।আপনারা সবাই পড়লে ফ্লপের হাত থেকে রক্ষা পাবে।কাজেই আর দেরী নয় নিজে পড়ুণ ,অন্যকে পড়তে উৎসাহিত করুন।সম্মিলিত চেষ্টা ব্লগকে করবে ফ্লপের হাত থেকে রক্ষা।

৩| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৯

খেয়া ঘাট বলেছেন: আমিতো আপনি না বললে খেয়ালই করতাম না। মনে করেছিলাম ভুল কোথায়?
নাসরিন-ই তো দেখছি।

৪| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৯

মোমেরমানুষ৭১ বলেছেন: আপু এই নামটা কিন্তু খারাপ না, তয় নাম চ্যান্জ করবেন আকীকা ছাড়াই এইডা কিন্তু ঠিক হইবে না।


নাম চেন্জের জন্য জানা আপুর পোস্টে গিয়ে কমেন্ট করেন বা জানা আপু কোথাও কমেন্ট করেছে সেখানে গিয়ে বলেন। আমার একটা নিকে সমস্যা ছিল দেড় বৎসর পর ঠিক করা হয়েছিল

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৬

কোবিদ বলেছেন: এই উয়িন্ডোর উপরে ডান দিকে ? চিহ্নিত অপসনে ক্লিক করে আপনার সমস্যা ঘরে সমস্যার কথা বলু্ন আশা করি সমাধান হয়ে যাবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.