![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক হতে চাই না লিখতে চাই মানুষের জন্য,দেশের জন্য ।বাঁচতে চাই মানুষের কল্যাণে নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়ে।ব্লগের মাধ্যমে দেশের উন্নয়নের কথা ছড়িয়ে দিতে চাই আমার সকল ব্লগার ভাই-বোনদের মাঝে।কথা দিয়ে নয় দৃশ্যমান কিছু করে দেখাতে চাই ব্লগার ভাই-বোনদের সাহায্য-সহযোগীতা নিয়ে।
আমি ব্লগে ৩মাস লিখছি।ব্লগের কিছু কিছু নিয়ম আমার অজানা।অজানা বিষয়গুলি জানার আগ্রহ আমার প্রবল কিন্তু সময়ে অভাবে জানা হয় না।আজ একটা সমস্যার সম্মুখীণ হয়ে সাহায্য প্রার্থনা করছি।আশা করি আমার প্রিয় ব্লগার ভাই-বোনদের সহযোগীতার মাধ্যমে আমার সমস্যা সমাধান হবে।সমস্যাটা হলো ,পূর্ববর্তী লেখাগুলোর লিংক কিভাবে পাঠাতে হয়?দেখি কত দ্রুত কার কাছ থেকে সাহায্য পাওয়া যায়?
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২১
নাসিরন আক্তার বলেছেন: ধন্যবাদ।আমি পোস্টে লিংক অ্যাড করতে চাই।ব্লগের সাধারণ প্রশ্নের উত্তরে পেয়েছি কিন্তু বুঝতে পারছি না।বুঝিয়ে বললে ভাল হত।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩২
খেয়া ঘাট বলেছেন: link
প্রথমে পোস্টের লিংক কপি করেন।
তারপর [ এই চিন্হটি দেন উপরের মতো। এরপর ইংরেজীতে link লিখেন। লিখার পর | এই চিহ্নটি দেন।তারপর কোনো স্পেস না রেখেই আগের কপি করা লিংক পেস্ট করুন। এরপর /|link] লিখলেই হয়ে যাবে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৫
নাসিরন আক্তার বলেছেন: ধন্যবাদ।সাহায্য করার মানসিকতা দেখে খুবই ভাল লাগল।মানুষ যে মানুষের জন্য এটা প্রমানিত হলো।আপনার সহযোগীতায় আগামী কালের লেখায় আল্লাহর রহমতে আমি পোস্টে লিংক পাঠাতে পারব।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৪
খেয়া ঘাট বলেছেন: Click This Link target='_blank' >link
ঠিক এভাবে।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৪
খাটাস বলেছেন: নতুন ব্লগ লেখার সময় দেখবেন, ছবিতে দেখান চেইনের মত অপশনে ক্লিক করুন। একটা বক্স আসবে। বক্সের নিচের ফাঁকা স্থানে লিঙ্ক এড্রেস দেবেন, আর ওপরের অংশে লিঙ্ক সম্পর্কে টাইটেল দেবেন।
ভাল থাকবেন । আপু শুভ কামনা।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৬
খাটাস বলেছেন: সরি আপু, ছবি আপলোড এ মনে হয় একটু প্রবলেম হচ্ছে। আমি স্ক্রিন সর্ট দেয়ার চেষ্টা করব।
শুভ কামনা।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫২
নাসিরন আক্তার বলেছেন: আমাকে সাহায্যের জন্য অনেক গুলি হাত এগিয়ে এসেছে।সত্যিই আমি মুগ্ধ।আজ যে হাত আমাকে সাহায্য করছে আমি বিশ্বাস করি ভবিষ্যতে এ সকল হাত এক হয়ে নিঃস্বার্থভাবে দেশের জন্যে কাজ করবে।ধন্যবাদ।
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৪
ভোরের সূর্য বলেছেন: যদি খুব ঝামেলা মনে করেন তাহলে এখানেই সরাসরি পেস্ট করে দিবেন আপনার লেখার লিংকটি।যেমন:
ব্লগ নিয়ে কিছু জানতে চাই এর লিংক:
Click This Link
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৬
নাসিরন আক্তার বলেছেন: ধন্যবাদ।সাহায্য করার মানসিকতা দেখে আমি বিষ্মিত।মানুষের জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দেবার মানসিকতা সারা জীবন আপনার মাঝে বিদ্যমান থাকুক,শুভ কামনা রইল।
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৪
মনিরা সুলতানা বলেছেন: আমি লেট হয়ে গেছি
আপুনি আপনি সব আগেই শিখে ফেললেন ।
চমৎকার একটা পোস্ট এর অপেক্ষায় রইলাম আপু ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪
নাসিরন আক্তার বলেছেন: ধন্যবাদ।আজকের পোস্টটা পড়বেন।সাথেই থাকুন।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১০
খেয়া ঘাট বলেছেন: আপনি কি লিংক কোনো পোস্টে আ্যড করার কথা বলছেন?
মেইল করতে চাইলেতো লিংক কপি পেস্ট করলেই হয়ে যায়।