নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
সত্য কথা বলতে গেলে
সঠিক পথে চলতে গেলে
আসবে অনেক বাধা-
কেউবা 'বেকুব' বলবে 'বোকা'
কেউবা দিবে 'ঠক' ও 'ধোঁকা'
ভাববে পাগল হাদা-
মনটা যত হোক সরল
না থাক তাতে কূট গড়ল
আয়না সমান সাদা-
লোকের তবু নিন্দা ঝড়
বইবে তাতে আট পহর
বলবে অকাট গাধা-
ধর্মমতে চলতে চাও
কুটিল পথে পা না দাও
পেলেই খুশি আধা-
সফল তুমি - নেই ক্ষতি
যদিও তুমি দীন অতি
না হও নওয়াবজাদা-
সেদিন মুতমায়িন্নাদের
হিস্যা দিতে জান্নাতের
ফেরেশতাকুল 'নাদা'-
থাকবে না আর মলিন বেশ
পেয়ে রবের দান অশেষ
ভুলবে দু:খ - কাঁদা-
শব্দ পরিচয়: নাদা- আরবি শব্দ, ডাকা, ডেকে নেয়া। মুতমায়িন্না- আরবি শব্দ, পরিতৃপ্ত, প্রশান্ত। আধা- আধেক, অর্ধেক। হাদা- ব্যবহারিক শব্দ 'হাদারাম' থেকে, হাবাগোবা, কেবলাকান্ত টাইপ বোঝাতে। পহর- প্রহর, সময়, ক্ষন। আট পহর- সারাক্ষন বা সব সময় বুঝাতে।
২| ০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৮
নুসরাত জাহানি ইলা বলেছেন: ভালো লাগলো কবিতা
০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৭
নতুন নকিব বলেছেন:
সামু ব্লগে আজ আপনার প্রথম দিন। আপনার আগমন শুভ হোক।
ছড়া ভাল লাগায় আনন্দিত।
লিখুন নিয়মিত।
ভাল থাকুন।
৩| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩২
শারমিন আক্তার কৃষ্ণকাঠি বলেছেন: ভালো লাগলো কবিতা
১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২০
নতুন নকিব বলেছেন:
কবিতা ভালো লাগায় আনন্দিত। আসলে আমার কাছে মনে হয়েছে, কাঁচা হাতে লেখা কোন ছোট ছড়া এটি। অনেক ধন্যবাদ পাঠ এবং মন্তব্যে আসায়।
ভাল থাকবেন।
৪| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৬
ডঃ এম এ আলী বলেছেন: খুবই ভাল লাগল কবিতা পাঠে।
সুন্দর শব্দ চয়ন ও দেশী বিদেশী শব্দ মিলন
কবিতাটিকে করেছে সমৃদ্ধ।
মনে পড়ে কবি নজরুলের কথা
বাংলায় অারবী ফারসি শব্দ
মিলিয়ে লিখেছিলেন বলে
কত যে যে কথা তাকে শুনতে হয়েছিল।
কারবালা কবিতায়
খুন তেরী খুন কিয়া খুনিয়া
কথামালার জন্য সে সময়ে সাহিত্য জগতে অনেকেই কলমের তলোয়ার উচু করে এসেছিল নজরুলের প্রতি তেরে,
সে সময় তাকে লিখতে হয়েছিল খুনের মামলা নামে প্রবন্ধ একটা ।
এখন প্রমান হয়েছে আরবী ফারসী মিলিয়ে কবিতা লিখে নজরুল বাংলাকে করেছেন সমৃদ্ধ, নিয়ে গেছেন অনেক উচ্চতায় ।
অনেক অনেক শুভেচ্ছা রইল
১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৫
নতুন নকিব বলেছেন:
আলী ভাই,
গুনী লোকদের পদচারনায় আমার আঙিনা ধন্য। আপনার আগমন দেখে পুলকিত। সামান্য একটি কবিতার মূল্যায়নে আপনি চমকপ্রদভাবে প্রিয় কবি নজরুল প্রসঙ্গ তুলে ধরে কৃতার্থ করলেন।
আপনার মূল্যায়ন যথার্থ। নজরুলের হাতে বাংলা ভাষার শব্দ ভান্ডার বিদেশী শব্দে বিশেষ করে আরবি ফার্সি উর্দু হিন্দী ইত্যাদি ভাষার শব্দে সমৃদ্ধি লাভ করেছে।
আমরা তার জন্য আল্লাহ পাকের কাছে মাগফিরাতের দোআ করছি।
ভাল থাকবেন নিরন্তর।
৫| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৩
অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর।
১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৬
নতুন নকিব বলেছেন:
পাঠ ও এক কথার ব্যতিক্রমি মন্তব্যে অভিনন্দন।
ভাল থাকবেন।
৬| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৫
সচেতনহ্যাপী বলেছেন: শব্দ পরিচয় দিয়ে যে কত ভাল করেছেন!!
ভিন্নভাষার মিশ্রনে ভাল লাগা।।
১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৭
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ, মন্তব্য রেখে যাওয়ায়।
আপনার ভাল লাগায় আনন্দিত।
ভাল থাকবেন অহর্নিশ।
৭| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১:০৮
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৮
নতুন নকিব বলেছেন:
প্রামানিক ভাই,
আপনাকে ইদানিং খুব বেশি পাচ্ছি না।
আপনার মজাদার ছড়াগুলোও অনেকটা মিস করি।
কবিতা ভাল লাগায় ধন্যবাদ।
ভাল থাকবেন।
৮| ১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
খায়রুল আহসান বলেছেন: সফল তুমি - নেই ক্ষতি
যদিও তুমি দীন অতি
না হও নওয়াবজাদা- -- খুবই পরিতৃপ্ত বোধ করছি এ ক'টা পংক্তি পড়ে।
সুন্দর কবিতা। কবিতায় + +
১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩০
নতুন নকিব বলেছেন:
প্রিয় কবি,
আপনার তৃপ্তিতে সীমাহীন আনন্দিত।
কবিতা ভাল লাগায় কৃতজ্ঞতা।
ডাবল প্লাস দেয়ায় আবারও অভিনন্দন।
আপনি দীর্ঘ নেক হায়াত লাভ করুন।
৯| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১১
নতুন নকিব বলেছেন:
'হুজুরে গওসুল' নামক একটি পোস্টে এই মন্তব্যটি করেছিলাম ১৪ এপ্রিল ২০১৭ রাত ৯ টা ৫২ মিনিটে। এটি বিখ্যাত পরমত অসহিষ্ণু, যিনি তার মতের বিপক্ষে গেলেই অন্যদের কমেন্ট মুছে দেন। তার অন্যতম পরিচয়, তিনি নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বাজে এবং চরম ঘৃন্য মন্তব্য প্রদানকারীদের একজন। ধর্ম এবং ধার্মিকবিদ্বেষপ্রসূত বাজে জিনিষ লেখা তার কদর্য চরিত্রের আরেকটি বৈশিষ্ট্য। প্রমান হিসেবে দেখা যেতে পারে তার সাম্প্রতিক 'হুজুরে গওসুল' নামক নষ্টামী-
হুজুরে গওসুল
আশ্চর্য হওয়ার কিছু নেই, তিনি আবার তার নাম ব্লগে রেখেছেন 'মোহাম্মদ বাসার'।
জানি, তার ধারাবাহিক প্রতিক্রিয়ার অংশ হিসেবেই তিনি স্বভাবসুলভ কূপমন্ডুকতা বশত: আমার এই কমেন্টটিও হয়তো মুছে দিবেন। আর সে কারনেই এই কমেন্টটি এখানেও কপি পেস্ট করে রাখা।
আমার সকল কমেন্ট মুছে দিয়ে তিনি নিচে দেয়া দু'খানা সাইনবোর্ড তার ব্লগে ঝুলিয়ে রেখেছেন।
৬. ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫১
০
মোহাম্মদ বাসার বলেছেন: নতুন নকিব নামক এক ফাউল আমার পোস্টে মাঝে মাঝেই অশ্লিল মন্তব্য করে থাকে। এই পোস্টেও দুই দুই বার সে একই কাজ করেছে, তার মন্তব্য আপত্তিকর হওয়ায় মুছে ফেলা হল এবং সে বেহায়ার মত এই কাজ করতে থাকলে পরবর্তী মন্তব্যও মুছে ফেলা হবে।
৭. ১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
০
মোহাম্মদ বাসার বলেছেন: নতুন নকিব ফাউলের মন্তব্য আবারও ডিলিট করা হলো।
এই ধাষ্টামোও কি কোন বিবেকবান লোকের হতে পারে????
সবশেষে আজকের করা পূর্বোল্লিখিত আমার সর্বশেষ কমেন্ট-
নিজের কর্মগুনে যদি কেউ নেংটো হয়ে যায়, তাকে বস্ত্রাবৃত করে রাখে সাধ্য কার? দু:খ হয়, পরমত অসহিষ্ণু জ্ঞানে আকলে দুস্থ অর্বাচীনদের আস্ফালন দেখে!!!
ভাবখানা এমন, আমি নেংটো হয়ে থাকব, তুই ব্যাটা তাকানোর কে রে???
১০| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৮
নতুন নকিব বলেছেন:
ঈশ্বর ও নারী কবিতায় সৃষ্টিকর্তাকে নিয়ে বাজে বয়ান করা হয়েছে। মোহাম্মদ বাসার নিকধারী ব্যক্তিটি রাসূলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে, আল্লাহ পাকের শানে বেআদবিমূলক কথা লিখে এবং এমনিভাবেই ধর্মীয় স্পর্শকাতর বিষয়াদি নিয়ে একের পর এক অশালীন কথাবার্তা বলতে থাকায় তার পোস্টে আমি নিচের মন্তব্যটি করি-
৫. ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৩০
নতুন নকিব বলেছেন:
ভন্ড দেওয়ানবাগী পীর এবং এই মহান(!) কবিবরের ভেতরে অদ্ভূত সাযুজ্য বর্তমান। দু'জনই সৃষ্টিকর্তাকে নিয়ে সীমাহীন তামাশায় লিপ্ত।
তিনি মন্তব্যটির উত্তরে যা লিখেছিলেন:
১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪২০
লেখক বলেছেন: নতুন নকিম এই ছাগুটাকে উপর্যুপরী বলার পরেও আমার পোস্টে কমেন্ট করা থেকে বিরত রাখতে পারছিনা। এই বলদটাকে কি করে দূরে সরিয়ে রাখা যায় তা কি সামু কর্তৃপক্ষ অনুগ্রহ পূর্বক আমাকে বলবে?
আমি সেখানে দ্বিতীয়বারে যে মন্তব্যটি করি, তিনি সেটি আবারও মুছে দেন। আমার সে মন্তব্যটি নিচে তুলে ধরছি-
৬. ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৯০
নতুন নকিব বলেছেন:
হায় হায়!!! এরই নাম তাহলে শালীনতা!!!
আমরা নাকি অশ্লিল মন্তব্য করি!!!
তাই তো বলি, স্বভাবসুলভ কদর্যতা ঢেকে রাখার নয়। তা নিজের কবিতা এবং লেখাগুলোতে যেমন, অন্যের কমেন্টে উত্তর দেয়ার ক্ষেত্রেও সমভাবে পরিদৃশ্যমান।
সৃষ্টিকর্তাকে নিয়ে আপনার আপত্তিকর কথাগুলোয় আহত হয়েই মন্তব্য করেছিলাম।
তা, আপনি যদি মুক্ত মঞ্চ মনে করে সামুতে ব্লগিং করে থাকেন, তাহলে বিনয়ের সাথে জিজ্ঞেস করি, ভিন্ন মতের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি এমন কেন? আপনি দয়া করে, একটু স্বাভাবিকভাবে বিষয়টি ভাবুন। এবং ভিন্নমতের ব্যক্তিবর্গও মানুষ। দয়া করে তাদের অন্তত: মানুষ ভাবুন।
আর আপনি চাইলে আমি আপনার কোন পোস্টে আর কখনও কথা বলব না, কিন্তু সেক্ষেত্রে আপনাকে অনুগ্রহ পূর্বক একটি বিষয়ে আমাকে আশ্বস্ত করতে হবে। শুধুমাত্র একটি আবদার, দয়া করে আপনি ফিরিয়ে দিবেন না। যেহেতু আপনি নিজেকে কোন ধর্মীয় পন্ডিত মনে করেন বলে আমাদের জানা নেই। একজন ল'ইয়ার হিসেবে আপনার পরিচয় আপনি আমাদের জানিয়েছেন। সেহেতু আমরা আপনার ক্যারিয়ারের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। পাশাপাশি যেহেতু আপনি লেখালেখি করছেন, একজন বরেন্য সাহিত্যিক হিসেবে আপনার কর্ম বাংলা সাহিত্যের ইতিহাসে অমর হয়ে থাকুক তাও আমরা চাই। আপনি কেবলমাত্র আল্লাহ পাক, আল্লাহর প্রিয় রাসূল মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম ধর্ম নিয়ে বাজে কথন পরিহার করবেন।
অনুরোধ উপরোধ যা-ই বলেন, আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকার প্রতিশ্রুতি দিচ্ছি, আপনি দয়াপরবশ হয়ে আশা করি, হতাশ করবেন না।
আপনার মঙ্গল কামনা করছি।
ভাল থাকুন, প্রিয় ভাই।
এবার আসুন, একটু ঢুঁ মেরে আসি তার সেই বিখ্যাত ঈশ্বর ও নারী নামের অখাদ্য জিনিষে, যেটা দেখলে সৃষ্টিকর্তার সাথে তার বেআদবির মাত্রা অনুমান করা সহজ হবে-
ঈশ্বর ও নারী
১১| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মনের মতো কবিতা।
১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৯
নতুন নকিব বলেছেন:
ফরিদ ভাই,
কেমন আছেন? আপনার সত্যায়নে পোস্টটি সম্মানিত হল।
নিরন্তর ভাললাগা।
১২| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৩
মানবী বলেছেন: "সেদিন মুতমায়িন্নাদের
হিস্যা দিতে জান্নাতের
ফেরেশতাকুল 'নাদা'-
থাকবে না আর মলিন বেশ
পেয়ে রবের দান অশেষ
ভুলবে দু:খ - কাঁদা-"
-পড়েই মন ভালো হলো তবে সেখানে পৌঁছানোর পরীক্ষাটাই সবচেয়ে কঠিন! মহান আল্লাহ্ এই পরীক্ষায় আমাদের সকলকে উত্তীর্ণ হবার তৌফিক দান করুন, এই প্রার্থনা।
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ নতুন নকিব।
২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৪
নতুন নকিব বলেছেন:
ওরে বাপরে বাপ! মানবী এইখানে! তার মত খ্যাতিমানের মন ভালো হয়েছে! শোকরিয়া সীমাহীন! আলহামদুলিল্লাহ!
অবশ্যই পরীক্ষা অনেক কঠিন।
মহান আল্লাহ্ এই পরীক্ষায় আমাদের সকলকে উত্তীর্ণ হবার তৌফিক দান করুন, এই প্রার্থনা আমাদেরও প্রানের গহীনের। আমীন।
আপনার প্রতিও নিরন্তর করুনা বর্ষিত হোক মহান রবের, এই প্রার্থনা।
১৩| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৮
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা।
২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৬
নতুন নকিব বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, কষ্ট করে কবিতাটি পাঠ এবং মন্তব্যে আসায়।
ভাল থাকবেন, ভাই।
১৪| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ছন্দেবন্দে লিখেছেন।
২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০০
নতুন নকিব বলেছেন:
মোহাম্মদ আব্দুল হাক ভাই,
আপনি ফিরে এসেছেন, সেটাই বড় কথা। আপনার অভাব ফিল করছিলাম এই দিনগুলোতে।
এই বয়সে এসেও আপনার চলার দুরন্ত গতি দেখে বিস্মিত হই!
কবিতা দেখেছেন বলে অনেক কৃতজ্ঞতা।
পাশে থাকার প্রত্যয়ে, ভাল থাকুন নিয়তই।
১৫| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর কবিতা ++++
২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৬
নতুন নকিব বলেছেন:
আপনার আগমন শুভ হোক।
কবিতা পাঠ এবং মন্তব্যে অভিনন্দন কৃতজ্ঞতা অপরিসীম।
ভাল থাকবেন।
১৬| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর। মন ভাল করা কবিতা
০৮ ই মে, ২০১৭ সকাল ৯:০৩
নতুন নকিব বলেছেন:
কাজী,
এখানে আপনার আগমনে আনন্দিত। গত বেশ কিছু দিন হয়ে গেল ব্লগে অনিয়মিত। উত্তর দিতে দেরি হওয়ায় ক্ষমাপ্রার্থী। কবিতা পাঠ এবং চমকপ্রদ মন্তব্য রেখে যাওয়ায় কৃতজ্ঞতা।
আপনি ভাল তো?
১৭| ১২ ই মে, ২০১৭ রাত ১০:১১
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন কবিতা +++++
দেরি করে পড়লেও পড়তে পেরেছি তাই ধন্য।
১৩ ই মে, ২০১৭ দুপুর ২:০৪
নতুন নকিব বলেছেন:
প্রিয় ভাই,
আপনার আন্তরিকতায় মুগ্ধ! কৃতজ্ঞতা অপরিসীম। কবিতা পাঠে অভিনন্দন।
কথামত পরবর্তী কমেন্টটি মুছে দেয়া হল।
ভাল থাকবেন অহর্নিশ।
১৩ ই মে, ২০১৭ দুপুর ২:২৮
নতুন নকিব বলেছেন:
তাকে একটি ছড়া উপহার দেয়া হয়েছে। লিঙ্ক-
জারজের পরিচয়
ভাল থাকবেন।
১৮| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৩:৩২
শাহজালাল হাওলাদার বলেছেন: ভাই, সত্য কথা বলতে গেলে বাঁধা বিপত্তি যতই আসুক, সত্য কামীরা সত্য বলবেই।
"জেল জুলুমের ভয়ে ভয়ে সত্য বলা বন্ধ হলে
অন্ধ হয়ে যাবে জাতি ঈমান যাবে রসাতলে।"
২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:২৭
নতুন নকিব বলেছেন:
রাইট। ইউ আর রাইট।
ছন্দে ছন্দে দু'টি লাইন তুলে ধরায় কৃতজ্ঞতা অপরিসীম।
ভাল থাকবেন।
১৯| ২৮ শে মে, ২০১৭ সকাল ১০:৫৩
ফ্রিটক বলেছেন: অল্প ভাষায় সুন্দর ছড়া। ভাল লিখেছেন
২৮ শে মে, ২০১৭ সকাল ১১:৫১
নতুন নকিব বলেছেন:
প্রিয় ফ্রিটক,
অন্তহীন অভিনন্দন পাঠ ও মন্তব্যে।
ভাল থাকবেন ভাই।
২০| ৩০ শে মে, ২০১৭ দুপুর ১২:০৮
লিমন জুইস বলেছেন: অনেক ভাল লাগলো বস
৩০ শে মে, ২০১৭ দুপুর ১২:১১
নতুন নকিব বলেছেন:
প্রিয় জুইস,
অভিনন্দন আপনাকে। পাঠ এবং মন্তব্যে আসায় কৃতজ্ঞতা।
ভাল থাকবেন অহর্নিশ।
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
নতুন নকিব বলেছেন:
থাকবে না আর মলিন বেশ
পেয়ে রবের দান অশেষ
ভুলবে দু:খ - কাঁদা-
-দ্বিতীয় লাইনের 'রবের' শব্দটির অর্থ প্রতিপালকের।