নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
পবিত্র মাহে রমজানকে সম্মান জানিয়ে সামহোয়ারইনব্লগ কর্তৃপক্ষ ব্লগের ব্যানার পরিবর্তন করে দৃষ্টিনন্দন সুন্দর একটি কালারফুল থিমকে ব্যানারহেড করায় অপরিসীম কৃতজ্ঞতা এই ব্লগের সংশ্লিষ্ট সকলের প্রতি।
আল্লাহ পাক আমাদের সকলের সিয়াম, কিয়াম, তিলাওয়াত, তাসবীহ, তাজকীর সকল কিছুকে কেবলমাত্র তাঁর সন্তুষ্টির নিমিত্তে কবুল করুন। আমীন।
২৯ শে মে, ২০১৭ সকাল ৯:২৭
নতুন নকিব বলেছেন:
জ্বি, ভাই সামহোয়ার ইন ব্লগকে ধন্যবাদ সেজন্যও জানিয়েছি। তাদের প্রতি কৃতজ্ঞতা অপরিসীম। আমাকে সেফ করে দেয়ায় নতুন করে চলার পথে সাহস যোগানোয় অশেষ শোকরিয়া।
ফ্রন্ট পেজটা আপনার জন্যও সদা উম্মুক্ত থাক।
ভাল থাকবেন, প্রিয় ভাই।
২| ২৮ শে মে, ২০১৭ রাত ৮:০৬
হাতেম গাজী বলেছেন: হে সামুকে ধন্যবাদ
২৯ শে মে, ২০১৭ সকাল ৯:৩০
নতুন নকিব বলেছেন:
হাতেম গাজী ভাই,
প্রথমে সামুতে নতুন হিসেবে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার পথচলা এখানে স্বাচ্ছন্দপূর্ন আয়েশি হয়ে উঠুক।
লিখতে থাকুন। সঙ্গে থাকুন। মন্তব্যে আসায় অভিনন্দন।
৩| ২৮ শে মে, ২০১৭ রাত ৮:০৬
হাতেম গাজী বলেছেন: এক সময় ভুল লেখা দেখলে গা ছমছম করে উঠতো। এখন বুঝি অনেকটা মানিয়ে নিয়েছি! বইয়ে ভুল-খাতায় ভুল-ব্যানারে ভুল-সাইনবোর্ডে ভুল-অনলাইনে ভুল-অফলাইনে ভুল- ভুল, ভুল আর ভুল। যেন ভুলেরই রাজ্যে আমাদের বসবাস। প্রিয় মাতৃভাষা বাংলার এই দুরবস্থা দর্শনে মর্মাহত হই। সামু ব্লগে
অভিভুত হলাম
২৯ শে মে, ২০১৭ সকাল ৯:৩১
নতুন নকিব বলেছেন:
জ্বি, আপনার আন্তরিকতায় মুগ্ধতা অপরিসীম।
আপনি কোন ধরনের লেখালেখি বেশি পছন্দ করেন?
৪| ২৮ শে মে, ২০১৭ রাত ৮:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন:
সামহোয়ারইনব্লগ কর্তৃপক্ষ সহ আপনার এ পোষ্টের জন্য আপনাকেও ধন্যবাদ ।
২৯ শে মে, ২০১৭ সকাল ৯:৩৫
নতুন নকিব বলেছেন:
শাহরিয়ার কবীর ভাই,
জ্বি, ভাই অশেষ কৃতজ্ঞতা আপনার উদ্দীপনামূলক মন্তব্যে।
আপনি কি আপনার নিকের পিকচার চেঞ্জ করেছেন?
৫| ২৮ শে মে, ২০১৭ রাত ৮:৩৯
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আমি সামুকে প্রথম থেকেই দেখে আসছি বিশেষ সময়ে কভার চেঞ্জ করতে।এটি নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে।
২৯ শে মে, ২০১৭ সকাল ৯:৩৯
নতুন নকিব বলেছেন:
দ্যা ফয়েজ ভাই,
আপনার নামটা কিন্তু এমনিতেই চমতকার। পেছনে 'দ্যা' যুক্ত করায় এটিতে অন্যরকম একটি হেভি ওয়েটি ভাব এসেছে। সব মিলিয়ে মজার।
হ্যাঁ, আপনার পর্যবেক্ষন সঠিক।
এজন্যই একটু প্রশংসা করা। এটুকু না করলে সামুর প্রতি অকৃতজ্ঞতা অনুভূত হচ্ছিল নিজের ভেতরে।
ভাল থাকবেন প্রিয় ভাই।
৬| ২৮ শে মে, ২০১৭ রাত ৮:৪৯
শাহাদাত হোসাইন সুজন বলেছেন: ব্যানারটি সত্যিই সুন্দর
২৯ শে মে, ২০১৭ সকাল ৯:৪০
নতুন নকিব বলেছেন:
সুজন ভাই,
আপনার পর্যবেক্ষন দারুন। ধন্যবাদ ভাই।
ভাল থাকবেন।
৭| ২৮ শে মে, ২০১৭ রাত ৯:০৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার প্রতিও কৃতজ্ঞতা ভাই আমাদের মনের কথা তুলে ধরার জন্য।
২৯ শে মে, ২০১৭ সকাল ৯:৪৪
নতুন নকিব বলেছেন:
প্রিয় কবি,
আপনার কৃতজ্ঞতার জন্য আন্তরিক ভালবাসা। আর আপনাদের মনের কথা তুলে ধরতে পেরেছি বলে নিজেকে সত্যি ভাগ্যবান মনে করছি।
ভাই, ইদানিং সময়ের সাথে পেরে উঠি না। আপনার সব লেখা দেখার সুযোগ হয়ে ওঠে না।
ভাল থাকবেন।
৮| ২৮ শে মে, ২০১৭ রাত ৯:০৯
রাজীব নুর বলেছেন: খুব ভালো কাজ হয়েছে।
২৯ শে মে, ২০১৭ সকাল ৯:৪৮
নতুন নকিব বলেছেন:
রাজীব নুর ভাই,
প্লিজ, একটুও মন খারাপ করবেন না। আমি আপনার সমস্যাটা জানি। আপনি প্রখ্যাত ব্লগার কা_ভা ভাইকে আপনার সমস্যাটা একটু খুলে বলে দেখুন। আশা খুব দ্রুত সমাধান পাবেন।
আর লিখতে থাকুন। একটু আগে হোক, অথবা পরে, আপনার এ সমস্যা অবশ্যই কেটে যাবে। সমস্যামুক্ত হলে জানাবেন কিন্তু। মিষ্টি খাওয়ালেও আমাদের কোন আপত্তি থাকবে না।
কমেন্টে আসায় অভিনন্দন।
২৯ শে মে, ২০১৭ বিকাল ৫:৩০
নতুন নকিব বলেছেন:
আপনি কি এখন সেফ হয়েছেন? আপডেট জানালে খুশি হব।
৯| ২৮ শে মে, ২০১৭ রাত ৯:২৮
ধ্রুবক আলো বলেছেন: সামহোয়ারইনব্লগ কর্তৃপক্ষ সহ আপনার এ পোষ্টের জন্য আপনাকেও ধন্যবাদ ।
রমাদান মোবারক।
২৯ শে মে, ২০১৭ সকাল ৯:৫৪
নতুন নকিব বলেছেন:
ধ্রুবক ভাই,
আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা সাহস দিয়ে উতসাহিত করায়।
মাহে রমাদান আমাদের সকলের জন্য অাশির্বাদ হয়ে আসুক।
ভাল থাকবেন প্রিয় ভাই।
১০| ২৯ শে মে, ২০১৭ রাত ৩:২৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সামুকে ধন্যবাদ
২৯ শে মে, ২০১৭ সকাল ৯:৫৭
নতুন নকিব বলেছেন:
জ্বি, প্রিয় কবি ভাই,
ধন্যবাদ আপনাকেও।
মন্তব্যে আসায়, পাশে থাকায় কৃতজ্ঞতা।
ভাল থাকবেন।
১১| ২৯ শে মে, ২০১৭ ভোর ৪:২৩
সামিউল ইসলাম বাবু বলেছেন:
২৯ শে মে, ২০১৭ সকাল ১০:০০
নতুন নকিব বলেছেন:
বাবু ভাই,
অনেক ধন্যবাদ সুন্দর এবং দৃষ্টিনন্দন 'রমজান শুভেচ্ছা' উপহার দেয়ায়।
ইদানিং আপনার সাথে কথা কম হয়। কেমন আছেন, ভাই?
১২| ২৯ শে মে, ২০১৭ ভোর ৬:৩৪
ওমেরা বলেছেন: শাহরিয়ার কবীর বলেছেন:
সামহোয়ারইনব্লগ কর্তৃপক্ষ সহ আপনার এ পোষ্টের জন্য আপনাকেও ধন্যবাদ ! আমার পক্ষ থেকে ও ধন্যবাদ ।
২৯ শে মে, ২০১৭ সকাল ১০:০২
নতুন নকিব বলেছেন:
জ্বি, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, মন্তব্যে আসায়।
আর স্পেশালি আপনার পক্ষ থেকে প্রদত্ত ধন্যবাদের জন্য অশেষ অভিনন্দন আমার পক্ষ থেকেও।
ভাল থাকবেন বোন আমার।
১৩| ২৯ শে মে, ২০১৭ সকাল ৯:০৪
মানবী বলেছেন: সুন্দর ব্যানারের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।
রমজানের শুভেচ্ছা নতুন নকিব।
২৯ শে মে, ২০১৭ সকাল ১০:০৪
নতুন নকিব বলেছেন:
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আপনাকেও। আপনার আগমনে আপ্লুত!
ভাল থাকবেন নিরন্তর, প্রিয় সাহসী লেখক।
১৪| ২৯ শে মে, ২০১৭ সকাল ৯:১৭
মোস্তফা সোহেল বলেছেন: আমিন। সবাইকে রমজানের শুভেচ্ছা।
২৯ শে মে, ২০১৭ সকাল ১০:১৩
নতুন নকিব বলেছেন:
আল্লাহ পাক আপনার দোআ কবুল করুন।
আপনার প্রতিও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা অগনন।
ভাল থাকবেন প্রিয় ভাই।
১৫| ২৯ শে মে, ২০১৭ সকাল ৯:২৮
খরতাপ বলেছেন: সামুর কাজ করেছে। কিন্তু ব্লগাররা কি করছে? কেউই তো রমজানের ফজিলত নিয়ে কোন পোস্ট দিলনা। আমি দিতাম, আমার পোস্ট প্রকাশ করার অধিকার দেওয়া হয়নি।
সামুকে ধিক্কার!
২৯ শে মে, ২০১৭ সকাল ১০:১৪
নতুন নকিব বলেছেন:
অশেষ কৃতজ্ঞতা ভাল বিষয়ে দৃষ্টি আকর্ষনে। দেখি আজই চেষ্টা করব ইনশাআল্লাহ।
ভাল থাকবেন, প্রিয় ভাই।
২৯ শে মে, ২০১৭ সকাল ১০:১৯
নতুন নকিব বলেছেন:
প্রিয় খরতাপ,
মন খারাপ করবেন না, প্লিজ। আপনার পোস্ট প্রকাশের অধিকার প্রদানের জন্য আমরা সামু কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ রাখছি। ইনশাআল্লাহ, আমরা আশা রাখব, সম্মানিত ব্লগ এডমিন এটা অচিরেই ঠিক করে দিবেন।
ভাল থাকবেন ভাই।
২৯ শে মে, ২০১৭ সকাল ১১:৫০
নতুন নকিব বলেছেন:
জ্বি, খরতাপ,
কৃতজ্ঞতা না জানিয়ে পারছি না। আপনার আফসোসের কারনেই শেষ পর্যন্ত মাহে রমজানের ফজিলত এবং গুরুত্ব বিষয়ে একটি পোস্ট দিতে সক্ষম হয়েছি। অাশা করি, পড়ে দেখে মতামত জানাবেন।
ভাল থাকবেন, ভাই।
১৬| ২৯ শে মে, ২০১৭ সকাল ৯:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন:
পিচ্ছি থেকে আস্তে আস্তে একটু বড় হচ্ছি
তাই একটু চেঞ্জ আর কি ।
২৯ শে মে, ২০১৭ সকাল ৯:৫১
নতুন নকিব বলেছেন:
দারুন মজার তো!
পিচ্চি থেকে কবিরা নাকি বড় হয়! গ্রামের ভাষায় যেটাকে সেয়ানা বলে, তাই না কি?
আপনার কবিতা উপভোগ্য। অশেষ কৃতজ্ঞতা আবারও।
পরবর্তী কবিতার জন্ম অনুষ্ঠান কবে?
১৭| ২৯ শে মে, ২০১৭ সকাল ৯:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে এবং সামুকে ।
২৯ শে মে, ২০১৭ সকাল ১০:১৬
নতুন নকিব বলেছেন:
কবি ছবি,
আপনি কেমন আছেন? তাই আগে বলুন।
জ্বি, আপনাকেও অশেষ ধন্যবাদ সুন্দর মন্তব্য প্রদান করায়।
ভাল থাকবেন।
১৮| ২৯ শে মে, ২০১৭ সকাল ১০:০২
শাহরিয়ার কবীর বলেছেন:
কবি হিসাবে বড় হওয়ার শখ আমার কখনো নেই । কবি হতে গেলে অনেক হিসাব কষতে হয়, সে যোগ্যতাও আমার নেই।। আর আমি যদি কবি হই তাহলে, বাংলা সাহিত্য ধংস হতে আর বেশি দেরি নেই, বোরখা পড়া সেই মেয়েটি , এই মানের লেখক আমি। ভালবেসে বা সান্তনা দেওয়ার জন্য আপনারা কবি নামে ডাকেন তাতে বা কম কিসের ! যেমন , অনেক সময় দেখা যায় না, কারো চেহার সুন্দর না, তবুও তাতে বলে তোকে নায়ক, নায়ক লাগছে ।। এই ধরুন আমারও অবস্থা।
আমি আমার শখের কবি
নতুন কবিতা আসিতেছে !!!!
ধন্যবাদ ।
২৯ শে মে, ২০১৭ সকাল ১০:২৫
নতুন নকিব বলেছেন:
লিখতে লিখতে লেখক,
গাইতে গাইতে গায়ক।
গ্রামীন এসব প্রবচন একেবারে সত্যি মনে হয় আমার নিকট। অনেকের ক্ষেত্রে এগুলোর বাস্তবতা প্রত্যক্ষ করেছি। আমরাও লিখতে লিখতেই একদিন বড় লেখক হব।
পরিচর্যা পেলে একটি বীজ থেকে বিশাল একটি গাছ যেমন যেমন বেরিয়ে আসে, কবিতার জন্যও কবির প্রতি পরিচর্যার প্রয়োজন। ইনশাআল্লাহ, ধ্বংস নয়, বরং আপনাদের বিমূর্ত কলমের আঁচরেই বাংলাভাষা সমৃদ্ধ হয়ে উঠবে একদিন।
ভাল থাকবেন।
১৯| ২৯ শে মে, ২০১৭ সকাল ১০:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: কবীর ভাইয়ার সাথে সহমত আমিও । আমি উনার বোন-ভাইবোন একই ধাচের হাহাহাহাহা
আলহামদুলিল্লাহ ভাল আছি। অফিসে কাজের ফাঁকে সামুতে আড্ডা দিতাছি হালকা পাতলা
আপনি কেমন আছেন?
২৯ শে মে, ২০১৭ সকাল ১০:৩৫
নতুন নকিব বলেছেন:
আপনার ব্যাপারগুলো নিয়ে মাঝে মাঝে ভাবি। চিন্তা করি। চাকরি করে আপনি কিভাবে আপনার সামু সামলান! আমার কাছে এটা সত্যি অনেক আশ্চর্যের বিষয়।
শুকরান লিল্লাহ। আপনি ভাল আছেন জেনে অনেক আনন্দিত হলাম। আর আপনার অফিসে আমাদের ইফতারির দাওয়াত দিলে মন খারাপ করব- এমনটা ভাবার কারন নেই কখনও।
ভাল থাকবেন অহর্নিশ।
২০| ২৯ শে মে, ২০১৭ সকাল ১০:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার কথা শুণে ভালো লাগলো, তবে আমার সীমাবদ্ধতা সম্পকে আমি করে জানি । যদি কোন হয়েই যাই , তবে মিষ্টি খাওয়ামুনে
ধন্যবাদ
আপনিও ভাল থাকুন ।
২৯ শে মে, ২০১৭ সকাল ১১:৪৭
নতুন নকিব বলেছেন:
আমরা দোআ করছি আল্লাহ পাক আপনার সীমাবদ্ধতা কাটিয়ে দিন। আপনি এগিয়ে যান। ইনশাআল্লাহ আমরা মিষ্টি খেতে পারব।
আপনিও ভাল থাকুন ভাই।
২১| ২৯ শে মে, ২০১৭ সকাল ১০:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন:
ছবি আপা বড়লোক মানুষ তার অবশ্যই আমাদের ইফতারির দাওয়াত দেও্য়া উচিৎ ।
২৯ শে মে, ২০১৭ সকাল ১১:৫২
নতুন নকিব বলেছেন:
অপেক্ষায় থাকা আর দোআ করা। এছাড়া আর কি করা যাবে? ভাইদের প্রতি বোনেরা যে দরদ পোষন করে থাকেন তার কোন তুলনা হয় না। আপার জন্য দোআ করুন।
ভাল থাকবেন।
২২| ২৯ শে মে, ২০১৭ সকাল ১১:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহ হ আলহামদুলিল্লাহ মোটামুটি বড়লোকই আছি
টাকার পাহাড়ে বাস করি, সমস্যা নাই দাওয়াত দেয়ার ইচ্ছা খুব
সবাইকে নিয়ে আড্ডাবাজিতেও মজা পাই-ভাল লাগে
কিন্তু আপনার মতই সীমাবদ্ধতা বড্ড বেশী।
রোজার পরে এমনিতে দাওয়াত-অফিসে আইসেন। আমাদের এখানে কফি খাওয়ার সুন্দর প্লেস আছে।
#নকিব ভাইয়া পিসিতে সারাদিন বসেই কাজ করি। টাইপ টুইপ করতে করতে বোর হলে এখানে আসি। একটু ফাঁকিবজি আর কি হাহাহাহ। ভাল থাকুন সব সময়।
২৯ শে মে, ২০১৭ দুপুর ১২:০২
নতুন নকিব বলেছেন:
আপনার মননশীলতাকে শ্রদ্ধা করি। আপনার অধ্যাবসায়কেও।
আপনার আন্তরিক দাওয়াত গ্রহন করলাম। হয়তো কখনও যাওয়া হবে না জেনেও। চাকরি-বাকরি, অফিস, বাসা-বাড়ি ইত্যাদি নানা দিক সামলে কোথাও যাওয়ার জন্য সময় বের করা অনেক কঠিন হয়ে পরে।
জাস্ট মজা করলাম। আপনার আন্তরিকতায় মুগ্ধতা আবারও।
ভাল থাকবেন অনুক্ষন।
২৩| ২৯ শে মে, ২০১৭ দুপুর ১২:১১
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার আন্তরিক দাওয়াত গ্রহন করলাম। হয়তো কখনও যাওয়া হবে না জেনেও। চাকরি-বাকরি, অফিস, বাসা-বাড়ি ইত্যাদি নানা দিক সামলে কোথাও যাওয়ার জন্য সময় বের করা অনেক কঠিন হয়ে পরে।
ভালো করে চিনে রাখুন ছবি আপাকে,... আপনার এ প্রতিউত্তরে লাইক দিয়েছে সে !!
আমি আর কিছু কমু না ।
২৯ শে মে, ২০১৭ দুপুর ১২:১৭
নতুন নকিব বলেছেন:
আপনার কথায় না হেসে পারলাম না, ভাই।
আর মন্তব্য সে-ও অনন্য-
''ভালো করে চিনে রাখুন ছবি আপাকে,... আপনার এ প্রতিউত্তরে লাইক দিয়েছে সে !!
আমি আর কিছু কমু না । ''
আপনার আন্তরিকতায় কৃতজ্ঞতা আবারও।
২৪| ২৯ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন:
ভাই কি ব্যস্ত আছেন ? একটা কবিতা লিখলাম , একটু পড়ে দেখবেন কি , একটু দেখুন এটা ব্লগে দেওয়া যায় কিনা ?
২৯ শে মে, ২০১৭ দুপুর ১২:৪১
নতুন নকিব বলেছেন:
ফুলি ফ্রি। তবে, কিছুক্ষন পরে নামাজে যাব। কোথায় গেলে দেখতে পাব? জায়গা দেখিয়ে দিন, প্রিয় কবি।
২৫| ২৯ শে মে, ২০১৭ দুপুর ১২:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহ কবীর ভাইয়াকে কবিতার জলে নাকানি চুবানি খাওয়াইতেই হইবো। আমার পিছন লাগছে ক্যারে
আরে মন্তব্য সে-তো মন্তব্য নয়কো
দেখেন নিচে কি লিখা আছে
আপনার আন্তরিকতায় মুগ্ধতা আবারও।
ভাল থাকবেন অনুক্ষন।
এইডার জন্য লাইক দিছি। আর দাওয়াতে আমি কৃপণ নই তো-খালি একবার এসেই দেখেন না ক্যারে।
আমিতো আর যাইতে পারুম না। অপিস আর বাসা ছাড়া কিস্যু চিনি না।
ঈদের পরে সত্যিই দাওয়াত রইল ।
২৯ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৮
নতুন নকিব বলেছেন:
আপনি কবিতার জলে নাকানি চুবানি খাওয়ানোর কথা বলেন, মাইরালচুইন! আমার শুনেই ভয় লাগছে!
যে ভয়ঙ্কর কলজে ছেঁড়া কবিতা আপনি লেখেন! বাপরে বাপ!
দাওয়াত মনে হয় এড়ানোর কোন উপায়ই নেই।
ভাল থাকবেন।
২৬| ২৯ শে মে, ২০১৭ দুপুর ১২:৫১
নীলপরি বলেছেন: শুভকামনা অনেক ।
২৯ শে মে, ২০১৭ দুপুর ২:২২
নতুন নকিব বলেছেন:
গুনী ব্যক্তিদের আলাদাভাবে সম্মান করতে হয়। তা.. কি দিয়ে অভিবাদন জানাব?
অন্তহীন শুভকামনা থাকল।
ভাল থাকবেন।
২৭| ২৯ শে মে, ২০১৭ দুপুর ১:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: তুমি কি ,
আমার জীবনের ধূসর কোন আলোর অস্তিত্ব,
না প্রতিটি স্নায়ুতে, স্নায়ুতে ছড়িয়ে পড়ে থাকা কোন দুঃস্বপ্ন,
না কিছু বাদামী, না কিছু সবুজ, না কিছু অস্পষ্ট ধূসর স্মৃতি অন্তরালে ?
যেদিন তুমি আমার অনুভূতিগুলোর এনেস্থেসিয়া ছাড়াই
শব-ব্যবচ্ছেদ করে চলে গেলে নীরবে,
সেদিন কিছু শব্দের ইন্দ্রজাল সৃষ্টি করে,এ হৃদয়ের মাঝে কিছু মায়ার জন্ম দিয়ে,
আবার নিরুদ্দেশ হলে নিঃসীম অন্ধকারে
হারিয়ে গেছে কালের অতল গহ্বরে।
তুবও কল্পনার জগৎ হতে বস্তবতার দুয়ারে, তোমার অস্তিত্বের
মানে না কোন আপেক্ষিক ত্বত্তে , শুধু এ যেন রহস্যময়ী কিঞ্চিৎ অস্পষ্ট ধাঁ ধাঁ আড়ালে,
তোমার রক্তহীন,চিবুক মুখ আর বড় গোলাকার লালাভ ধসূর সেই চোখ ।
আজও ভেসে ওঠে বারে বারে এ হৃদয়ের মাঝখানে।
এতো জল্পনা- এতো কল্পনা মাঝে কিছু অলীক স্বপ্ন বিভোরে
দিগন্তের ওপারে সূযের কিনারে
বিপদ আসন্ন জেনেও এ আত্না গিয়েছিল
তোমার কাছে নিরাপদ আশ্রায়ের খুঁজতে ।
ইন্দ্রিয় জয়ের অনূভুতি মস্তিষ্ক নিউরনগুলো
এলোমেলো ঝড়ের গতিতে
হতো যেন এক বিশ্ব জয়ের অনুভুতিতে ।
খুব সুন্দর । বোল্ড অংশটুকু ঠিক করে নিবেন
২৯ শে মে, ২০১৭ দুপুর ২:২০
নতুন নকিব বলেছেন:
কষ্ট করে কবিতাটির প্রয়োজনীয় সংশোধনী এনে দেয়ায় কৃতজ্ঞতা!
২৮| ২৯ শে মে, ২০১৭ দুপুর ২:১৫
খরতাপ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ সামুর দৃষ্টিতে তুচ্ছ একজন ব্লগারকে এত সম্মানিত করায়। আমি অবশ্য অন্য বিষয় নিয়ে পোস্ট দিতে চেয়েছিলাম। কিন্তু দিয়ে কি লাভ? কেউই তো আর দেখতে পাচ্ছেনা। নতুন ব্লগারদের প্রতি সামুর এই অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং অবৈধ আচরণের ব্যাখ্যা কি? ৩ দিন পর্যবেক্ষণের রেজাল্ট কি - এটা জানার অধিকার তো একজন ব্লগারের থাকা উচিৎ!
২৯ শে মে, ২০১৭ দুপুর ২:১৯
নতুন নকিব বলেছেন:
এখন কি আপনার পূর্বোক্ত মন্তব্যটি মুছে দিব?
২৯ শে মে, ২০১৭ দুপুর ২:৪৬
নতুন নকিব বলেছেন:
ভাই খরতাপ,
আপনার সেই মন্তব্যটি মুছে দেয়া হয়েছে।
আবারও অভিনন্দন।
২৯| ২৯ শে মে, ২০১৭ দুপুর ২:২৪
শাহরিয়ার কবীর বলেছেন:
পোষ্ট দিয়েছি, ধন্যবাদ। পড়ে দেখতে পারেন। ,,,, চাইলে উপরের মন্তব্যগুলো ডিলিট করে দিতে পারেন।
২৯ শে মে, ২০১৭ দুপুর ২:৪৮
নতুন নকিব বলেছেন:
আমি শুধু আপনার ২৭ নং মন্তব্যটি এবং তার জবাবে আমার প্রতিমন্তব্যটি ডিলেট করে দিলাম। অন্যটিতে কিছু করতে হলে তো বোন কাজী ফাতেমার সম্মতির ব্যাপার ছিল।
ধন্যবাদ ভাই।
৩০| ২৯ শে মে, ২০১৭ দুপুর ২:৪১
শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা , ঠিক আছে, আবার লোকে যে না ভবে ছবি আপনার লেখা চুরি করেছি ,তাইলে আমি শেষ !! ধন্যবাদ ভাই ।
২৯ শে মে, ২০১৭ দুপুর ২:৫০
নতুন নকিব বলেছেন:
না, তা ভাবার মত ঘটনা ঘটার সম্ভাবনা নেই।
তবে, আপনার কবিতাটি কিন্তু দুর্দান্ত হয়েছে প্রিয় ভাই।
৩১| ২৯ শে মে, ২০১৭ দুপুর ২:৪৮
গেম চেঞ্জার বলেছেন: সামু আছে বলেই ...
২৯ শে মে, ২০১৭ দুপুর ২:৫০
নতুন নকিব বলেছেন:
দাদা ভাই,
বাকিটা কি?
২৯ শে মে, ২০১৭ দুপুর ২:৫৯
নতুন নকিব বলেছেন:
আপনি কেমন আছেন, হে প্রিয় গুনী?
৩২| ২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:০৬
গেম চেঞ্জার বলেছেন: সামু আছে বলেই আমরা এক প্লাটফর্মে লিখতে পারছি, কথা বলছি, হাসছি, মন্তব্য করছি!
এটাই বলতে চেয়েছিলাম।
আমি ভাল আছি। আপনার খবর কি?
২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৩
নতুন নকিব বলেছেন:
অশেষ ধন্যবাদ, প্রিয় ভ্রাতা।
গুড আছি। বলতে পারেন, ভেরি গুড। আলহামদুলিল্লাহ।
একদম সত্যি কথা বলেছেন। আবারও ধন্যবাদ দিতে হয়।
''সামু আছে বলেই আমরা এক প্লাটফর্মে লিখতে পারছি, কথা বলছি, হাসছি, মন্তব্য করছি! ''
আপনিও ভাল থাকবেন, দাদা।
২৯ শে মে, ২০১৭ বিকাল ৫:২৯
নতুন নকিব বলেছেন:
সামুকে ধন্যবাদ দেয়া হয় নি। ধন্যবাদ দিতেই হয়। সামু আছে বলেই আমরা আজ একটি গুচ্ছে হাজারও ফুলেরা ছড়িয়ে ছিটিয়ে আছি বিশ্বজুড়ে।
আপনি সুন্দর বলেছেন-
"সামু আছে বলেই আমরা এক প্লাটফর্মে লিখতে পারছি, কথা বলছি, হাসছি, মন্তব্য করছি! "
৩৩| ২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: সামহোয়ারইনব্লগ কর্তৃপক্ষকে এবং আপনার এ পোষ্টের জন্য আপনাকেও ধন্যবাদ ।
২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:০৭
নতুন নকিব বলেছেন:
জ্বি, সরকার ভাই,
সুন্দর মন্তব্যে আপনার প্রতি কৃতজ্ঞতা।
আমার পক্ষ থেকে আপনাকেও অশেষ ধন্যবাদ।
৩৪| ২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:৩২
সমাজের থেকে আলাদা বলেছেন: সামু কর্তৃপক্ষকে তেলানোর এত ভালো আইডিয়া আপনি পেলেন কীভাবে ভাই? আপনাকে তো সামুর মালিক তার মেয়ের সাথে বিয়ে দেবার জন্য খুঁজতে শুরু করেছেন।
২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:০৫
নতুন নকিব বলেছেন:
বর্তমানে কোন তেলের কেমন দাম? জানালে কৃতজ্ঞতা থাকবে।
ওহ, শেষ পর্যন্ত সেখানেও আপনার নজর পৌঁছে গেছে! সামুর মালিকের মেয়ের প্রতিও আপনার অনুরাগ! যাক, নজর যখন দিয়েই ফেলেছেন, দেখি বলে কয়ে আপনার জন্য শিকে ছেঁড়ার ব্যবস্থা করাতে পারি কি না।
মিষ্টি কিন্তু পেট ভর্তি করে তবে....।
শুভকামনা আপনার জন্য।
৩৫| ২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:৩৯
বিজন রয় বলেছেন: আশা করি অন্যান্য বিষয় নিয়ে সামু যখন ব্যানার করে সেগুলোর জন্যও সামু আপনার থেকে ধন্যবাদ পাবে।
যেমন - ২১ ফেব্রুয়ারী বা ভাষার মাসে, ২৬ মার্চ স্বাধীনতার মাসে, ১৬ ডিসেম্বর বা বিজয়ের মাসে, পহেলা বৈশাখ, দূর্গা পূজা.... ইত্যাদি ইত্যাদি।
ধন্যবাদ।
২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৮
নতুন নকিব বলেছেন:
হাসালেন! দাদা।
সামুকে সব ধন্যবাদ যদি আমি একাই দিতে থাকি আপনারা কি করবেন? পরে আবার উল্টো আমাকে নিয়েই টানা-হেচড়া শুরু না হয়!
দাদা, সত্যি করে বলুনতো, আমার কি সামুকে ধন্যবাদ জানিয়ে এই পোস্টটা দেয়া ভুল হয়েছে?
২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৯
নতুন নকিব বলেছেন:
দাদা, এই দেখুন, আপনাকে একটা ধন্যবাদ পর্যন্ত দিতে পারলাম না। পোলাপানগুলো এত্ত যন্ত্রনা করে। মাফ করবেন, দাদা। এদের যন্ত্রনায় প্রান ওষ্ঠাগত।
২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:০৯
নতুন নকিব বলেছেন:
দাদা, সত্যিই।
ভুল টুল করে একাকার! এই ছোকড়াদের জন্য আমার ব্লগিং লাটে ওঠার অবস্থা।
৩৬| ২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
দ্যা ফয়েজ ভাই বলেছেন: চমৎকার প্রতিমন্তব্যের জন্য ধন্যবাদ।নিজের নামের প্রশংসা শুনে লজ্জা পাইছি।
ভাই,আপনি কি নতুনই থেকে যাবেন???পুরানা হবেন নাহ???
৩০ শে মে, ২০১৭ সকাল ১০:১৭
নতুন নকিব বলেছেন:
প্রশংসা নয়। শুধুমাত্র সত্যটুকুই তো বললাম।
প্রতিমন্তব্য ভাললাগায় আপনার প্রতিও কৃতজ্ঞতা অশেষ।
আজীবন নতুন!
পুরানা ভাল লাগে না!
বোঝেনই তো!
ভাল থাকবেন প্রিয় ভাই।
আবারও মন্তব্য নিয়ে আসায় অভিনন্দন পুনরায়।
৩৭| ৩০ শে মে, ২০১৭ সকাল ৯:১৭
সারাফাত রাজ বলেছেন: বিশেষ উপলক্ষ্যে সামু ব্যানার চেঞ্জ করে থাকে। কিন্তু কখনোই আলাদা করে এই ব্যাপারটি চোখে পড়েনি। আপনি ব্যাপারটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। একই সাথে আপনাকে ও সামুকে ধন্যবাদ। ব্যানারটি সত্যিই সুন্দর।
প্রথম পাতায় শুভাগমনে আপনাকে অভিনন্দন।
আল্লাহ পাক আমাদের সকলের সিয়াম, কিয়াম, তিলাওয়াত, তাসবীহ, তাজকীর সকল কিছুকে কেবলমাত্র তাঁর সন্তুষ্টির নিমিত্তে কবুল করুন। আমীন।
৩০ শে মে, ২০১৭ সকাল ১০:২৮
নতুন নকিব বলেছেন:
রাজ ভাই,
আমিও আসলে আগে দেখে থাকলেও কখনও এরকমভাবে পোস্ট দেয়ার কথা ভাবি নি।
এটা হঠাতই মাথায় এলো। আসলে সত্যি কথা বলতে কি, সামুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারব না। এই ব্লগটির নানা বিষয়ে কঠোর প্রতিবাদীদের মধ্যে আমি নিজেকে গননায় না ধরে পারি না। তো, সামুর কোন কাজে সামান্য অসঙ্গতি দেখলে যেখানে কঠিন কঠিন সমালোচনায় তাদের প্রতি হামলে পড়ি, বিপরীতে তাদের ভাল কাজগুলোকে এরকম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়ায় কেন কার্পন্য করব? আসলে এরকম কার্পন্য করলে সেটাকে তো আমাদের চারিত্রিক দ্বি-চারিতা না বলেও পারা যায় না। মূলত: এরকম একটা দায়বোধ থেকেই এই সংক্ষিপ্ত পোস্টটি দিয়েছি।
সামুর সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে আল্লাহ পাক কবুল করুন।
হ্যা, এটা একটা বড় ফ্যাক্টর। প্রথম পাতায় যেতে না পারলে ইদানিং হয়তো কোন পোস্ট দেয়াও হত না। অনেক অভিনন্দন আপনাকেও।
ভাল থাকবেন ভাই।
৩৮| ৩০ শে মে, ২০১৭ সকাল ১০:৪৫
বিজন রয় বলেছেন: দাদা, সত্যি করে বলুনতো, আমার কি সামুকে ধন্যবাদ জানিয়ে এই পোস্টটা দেয়া ভুল হয়েছে?
না, ভুল করেন নি, সামুর কাজকর্মের ভাল-মন্দ নিয়ে কথা বলার অধিকার যে কোন ব্লগারের আছে।
তবে পোস্টি আরও বড় এবং বিশ্লেষণধর্মী হতে পারতো।
অনেকেই পোস্টিকে হালকাভাবে নিয়েছেন, সেটা তখন হতো না।
যাহোক, সামনে এগিয়ে চলুন।
রমজানুল মোবারক।
৩০ শে মে, ২০১৭ সকাল ১১:০০
নতুন নকিব বলেছেন:
আবারও ধন্যবাদ, আপনার আন্তরিকতায় মুগ্ধতা পুনর্বার!!
আসলে আপনার কথা ঠিক। পোস্টটি আরও বড় এবং বিশ্লেষণধর্মী হতে পারতো।
কিন্তু, আমি পোস্টটি দিয়েছি নিতান্তই এসব বিষয় মাথায় না রেখে।
জাস্ট একটি দায়বদ্ধতা থেকে এই পোস্ট। এ বিষয়ে আরেকটু বিস্তারিত অবশ্য আপনার পূর্বোক্ত ৩৭ নং কমেন্টের প্রতি উত্তরে বলেছি। ইচ্ছে করলে দেখে নিতে পারেন।
ভাল থাকবেন, দাদা।
৩৯| ৩০ শে মে, ২০১৭ রাত ১০:৪৮
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ভাল লেখেছেন
৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৮
নতুন নকিব বলেছেন:
আলী ভাই,
আপনার আগমনে ধন্য মনে করছি নিজেকে।
আল্লাহ পাক আপনাকে সুস্থ সুন্দর রাখুন এবং দীর্ঘ হায়াত দান করুন।
আমীন।
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
সত্যের ছায়া বলেছেন: ফ্রন্ট পেইজে প্রথম দেখলাম। স্বাগতম।।।
আর সামুকে ধন্যবাদ।