নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
গঞ্জিকার টানে-
ধোঁয়ায় আচ্ছন্ন জগত- মাজার পুজারীর কম্পিত নড়বড়ে মস্তকে বিশ্রী দুর্গন্ধ আনে।
গাঁজাখোর গাঁজা খান গাঁজার ধোঁয়ায় খোঁজে তত্ত্ববানী ঐশীগ্রন্থ আল কুরআনের,
নেশার উম্মত্ততা্য় তড়পায়- তুড়িতে অবসান চান ইমাম আর ওয়াজ মাহফিলের।
ইসলামের প্রতিটি বিধি চ্যালেঞ্জের মুখে পড়ে শিয়ালের মত ধুর্ত এ দুর্ভাগাদের,
মারেফাত খুঁজে ফেরে, ল্যাংটা ফকিরের দল- শরিয়তে অজ্ঞ ফলাফল গাঁজা সেবনের।
নামাজের জামাত আর কুরআনের মাহফিল কলজেটা জ্বেলে দেয়, দেমাগ মানে না,
পিত্তি জ্বলে যায়, ক্রোধে ফাটে অন্তর, রোধ চান-প্রতিরোধ; তবু বাধা দিতে পারে না।
বাঁকা পিঠ হয় না সোজা, ভাঙ্গা কোমরে তবু পরজীবি সাধুগন সত্যের বিপরীতে হায়!
নিরন্তর ধোঁকাবাজ, বাধার প্রাচীর গড়ে প্রতি কাজে ধর্মের- দু'দিনের নস্যি দুনিয়ায়!
রমজানের একমাস দীর্ঘ রোজা শেষে-
ঈদের নামাজ নাকি ঈদগাহে সহীহ নয়, তাই তিনি নিজ ঘরে একা পড়ে নেন হেসে।
নারীর গোপন অঙ্গ ফুটে ওঠে দারুন- অশালীন কবিতা আর লেখনিতে অবিরাম তার,
তার তরে দেয় উপদেশ- সাধ্য আছে কার?
তিনি মহাজ্ঞানী!
স্ববিরোধী যদিওবা প্রতি কথা-কাজে তবু দেখি নিয়তই শ্রমে-ঘামে উগড়ে যান বানী।
পরিশেষে এসো দেখি তার কিছু গুন-
অক্লান্ত- লিখে যান, হতাশার ধারেন না ধার, অপরের কটু কথা সয়ে তবু হেসে হন খুন।
এটাইবা কম কি! এই তার অর্জন, পরমত সহিষ্ণুতা মানবের চরিত্রে এযে পরম অর্জন!
আশ্চর্য্যের কীইবা আছে তিনি যদি ভাল হয়ে যান, মাজার-মারেফাত পূজা দিয়ে বিসর্জন!
নোট: একজন। এই ব্লগে। গঞ্জিকা ইত্যাদি সেবনের দাবি করেন। এগুলোর প্রচার-প্রসারে অগ্রনী ভূমিকা রাখতে চান। আবার মহাজ্ঞানী ভাবেন নিজেকে। তার উদ্দেশ্যে এ লেখাটি। তবে আমি তার নামোল্লেখ করতে চাই না। তাতে তাকে হেয় করা হবে। কেউ বুঝে নিতে সক্ষম হলে ভাল, না হলেও ক্ষতি নেই। তার কল্যান কামনা করছি। সকলের মঙ্গল হোক।
২২ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭
নতুন নকিব বলেছেন:
হ্যাঁ, তাই হোক। তবে কল্কি কি এখন আছে? এখনতো সিস্টেম আপগ্রেড হয়েছে!
২| ২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৬
কাউয়ার জাত বলেছেন: উনি মাজার পূজারী না বাউল সাধক। সাধনায় সিদ্ধি লাভ করে সাঁই হয়েছেন। যদিও সাঁইগীরির চেয়ে আতলামীতেই বেশি কামালিয়াত অর্জন করেছেন। এতটাই যে এই পৃথিবীর সমস্ত গাঁজার ধূয়া একত্রিত করলেও উনার আতলামী-ফাতরামীর সমান হবেনা।
এই ব্লগে আমি তার প্রধান খলীফা। এই কবিতা লিখিয়া আপনি তার শানে মারাত্মক বেয়াদবি করিয়াছেন। অচিরেই শাস্তি স্বরূপ আপনার লোমকূপ হইতে অবাঞ্ছিত অংশ খসিয়া পড়িবে।
২২ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১২
নতুন নকিব বলেছেন:
বাউল সাধক আর মাজার পূজারী এগুলোর ভেতরে আসলে কি কোন পার্থক্য আছে? সবইতো আমার কাছে মনে হয়, একই অন্ধকারে আকীর্ন।
ও... আচ্ছা, তাহলে আপনিই তার প্রধান খলীফা! তাহলে তো কম্ম সারা! তার পেছনে আর ছুটতে হচ্ছে না আমাদের! আপনার থেকে খেলাফত নিয়ে নিলেই হবে! যেহেতু আপনি প্রধান খলীফা!
এই লেখাটি নিয়েই কথা বলতে চেয়েছিলাম। ভাল থাকুন, প্রিয়।
৩| ২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৯
শাহরিয়ার কবীর বলেছেন:
ব্লগের মহান পীর দস্তগীর গাঁজা বাবা স্বতু সাই একজন একজন বিকৃত মস্তিষ্কের লোক।এটা হল শয়তানের খালাতো ভাই। এটা বোঝার বাকি আর কারো নেই।সে যুক্তি দিয়ে কালোকে সাদা বানায়, সে যা বলবে সেটাই ঠিক, আর বাকিরা সবাই বেঠিক। আমার মনে হয় কি সে একজন সিজোফ্রেনিয়া রোগে রুগী তার যত সব উদ্ভট কথা, একে একজন ভালো মানের সাইক্রিয়াটিস্ট দিয়ে তাকে চিকিৎসা করা দরকার।
২২ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫
নতুন নকিব বলেছেন:
উদ্ভট, উলটপালট কথাবার্তায় ওস্তাদগনের সঠিক বর্ননা আপনি দিয়েছেন কবি ভাই। বিভ্রান্তি ছড়ানোর ব্যাপারে এরা সর্বদাই এগিয়ে। অকাতরে ফালতু জিনিষ বিতরন করে এদের কি ফায়দা আল্লাহ পাক ভাল জানেন। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুন।
৪| ২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: ওনাকেসহ ওনার মত সবাইকে এবং আমাদের সকলকে আল্লাহ হেদায়দ দান করুন।
ধন্যবাদ।
২২ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫
নতুন নকিব বলেছেন:
আপনার নেক দোআ আল্লাহ পাক কবুল করুন। আমীন।
৫| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইসলাম মানিলে তেনার গঞ্জিকা বান্ধবী ভক্তকুলের পৃষ্ঠে হাত কেমনে বুলাইবেন?
২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৫০
নতুন নকিব বলেছেন:
ঠিক বলেছেন। ধন্যবাদ।
৬| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৩
শামচুল হক বলেছেন: গঞ্জিকার নেশায় কত কিছুই না বলে।
২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৩
নতুন নকিব বলেছেন:
হ্যা, সেটাই।
৭| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৭
জাহিদ অনিক বলেছেন:
গাঁজার নৌকা পাহাড়তলী না গিয়ে ব্লগেও মাঝেসাজে আসে !
২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০
নতুন নকিব বলেছেন:
রাইট, ধন্যবাদ ভ্রাতা। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কল্কির রাজার জয় হোক।