নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
কারক কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণসহ কারক নির্ণয় করো
*কারকের সংজ্ঞা :
কারক শব্দের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করলে পাই কৃ+ণক/অক।ক্রিয়ার সঙ্গে নামপদ বা অন্যান্য পদের যে সম্পর্ক,তাকে কারক বলে।
*কারকের প্রকারভেদ:
কারক ছয় প্রকার। যথা:
১. কর্তৃকারক :
যে বা যারা করে, তাই কর্তা বা কর্তৃকারক।
২. কর্মকারক :
যাকে কেন্দ্র করে করা হয়,তাই কর্মকারক।
৩. করণকারক:
করণ শব্দের অর্থ যন্ত্র সহায়ক,উপায় মাধ্যম।
যার দ্বারা কোন কাজ করা হয়,তাকে করণকারক বলে।
৪. সম্প্রদান কারক:
যাকে সম্পূর্ণ অধিকার ত্যাগ করে প্রদান করা হয়,তাকে সম্প্রদান কারক বলে।
৫. অপাদান কারক:
যা হতে বা থেকে ক্রিয়া প্রকাশিত হয়,তাকে অপাদান কারক বলে।
৬. অধিকরণ কারক:
অধিকরণ অর্থ আধার।ক্রিয়ার স্থান,সময় ও বিষয়কে অধিকরণ কারক বলে।
কারক নির্ণয় এর সহজ পদ্ধতি:
প্রশ্ন করো কে বা কারা
কর্তা তোমায় দিবে সাড়া।।
প্রশ্ন করো কি বা কাকে
পাবে তখন কর্মটাকে।।
প্রশ্ন করো দ্বারা , দিয়া
করণ তোমার হবে প্রিয়া।।
প্রশ্নকরো শুধু কাকে,
পাবে তখন সম্প্রদানটাকে।।
প্রশ্ন করো হতে,থেকে
আটকে ধরো অপাদানটাকে।।
প্রশ্ন করো কোথায়,কখন
তখন পাবে অধিকরণ।।
কারকের উদাহরণ:
১. রিনা খায় খই।কে খায়? রিনা,রিনা কর্তৃকারক।
২. বিনা পড়ে বই।কি পড়ে? বই, বই হলো কর্মকারক।
৩. বল খেলে মুক্তি।কি দিয়ে খেলে? বল,বল হলো করণকারক।
৪. দেব তোমায় ভক্তি।কি দেয়? ভক্তি,ভক্তি হলো সম্প্রদান কারক।
৫. ঢাকা ছাড়ে গাড়ি।কোথা হতে ছাড়ে? ঢাকা, ঢাকা হলো অপাদান কারক।
৬. খুকু যাবে বাড়ি।কোথায় যাবে? বাড়ি।বাড়ি হলো অধিকরণ কারক।
সকল কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগে মনে রাখা যায়- 'পাগুটাদীপতি' কথাটি। ছোটবেলায় আমরা অনেকেই পড়েছিলাম সহজ এই পাঠটি।
পাগলে কিনা বলে - কর্তৃ কারকে সপ্তমী
গুরুজনে কর নতি - কর্ম কারকে সপ্তমী
টাকায় কিনা হয় - করন কারকে সপ্তমী
দীনে দয়া কর - সম্প্রাদান কারকে সপ্তমী
পরাজয়ে ডরে না বীর - অপাদান কারকে সপ্তমী
তিলে তৈল আছে - অধিকরন কারকে সপ্তমী।
কারক সম্মন্ধে দীর্ঘ আলোচনা না করে সংক্ষেপে মূল কথাগুলো তুলে ধরা হলো। সকলের উপকারে আসবে আশা করছি।
সংগৃহীত।
ছবি: অন্তর্জাল।
১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৮
নতুন নকিব বলেছেন:
অভিনন্দন আপনাকে।
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৮
আরাফআহনাফ বলেছেন: সকল কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগে শিখেছিলাম ছোটবেলায়- পাগুটাদীপতি ।
পাগলে কিনা বলে - কর্তৃ কারকে সপ্তমী
গুরুজনে কর নতি - কর্ম কারকে সপ্তমী
টাকায় কিনা হয় - করন কারকে সপ্তমী
দীনে দয়া কর - সম্প্রাদান কারকে সপ্তমী
পরাজয়ে ডরে না বীর - অপাদান কারকে সপ্তমী
তিলে তৈল আছে - অধিকরন কারকে সপ্তমী।
শিক্ষামূলক লেখনীর জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫০
নতুন নকিব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ। ছোটবেলা আমরাও পেয়েছি সুন্দর এই পাঠটি। পোস্ট আপডেট করে এড করে দিলাম।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: বাঁচতে হলে জানতে হবে। আর জানতে হলে পড়তে হবে। প্রচুর পড়তে হবে।
১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫১
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ, সেটাই।
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। শিক্ষার্থীদের বেশ কাজে দিবে ।