নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
জোছনা
ছবিঃ অন্তর্জাল।
শান্তির সন্ধানে ছুটে চলা মানুষেরা
ইসলামের ছায়াতলে আসবেই,
দলে দলে জনতার ইসলামে আগমনে
জোছনায় বিশ্বটা ভাসবেই।
এই ধারা রুখে দেয় সাধ্য কার?
এই পথ আটকায় শক্তি কার?
এই পথ মিশে গেছে জান্নাতের ঠিকানায়
এপথে বঞ্চিত মানুষেরা আসবেই।
আল্লাহর দীদারের চিরন্তন এই পথে
এলে তবে বিপন্ন মানবতা হাসবেই।
সত্যের পথে আসার
বাধভাঙ্গা এই স্রোত
কোন দিনই কেউ পারবে না রুখতে
থামানোর চেষ্টায় বরং ওরা হারবেই।।
এই পথ মুক্তির এই পথ শান্তির
মানুষের চাওয়া হয় পূর্ণ এ পথেই।
বিশ্বাসে বলিয়ান এই পথ পাড়ি দেয়
বাধার বিন্ধ্যাচল করে চূর্ণ পদাঘাতেই।
মুক্তির পথে আসার
বিশ্বময় এই জোয়ার
প্রতি দিন, প্রতিক্ষণ বাড়বে, শুধু বাড়বেই
বিপরীতে কপটেরা হারবে, শুধু হারবেই।
শান্তির পথের সন্ধানে নিরন্তর ছুটে চলাদের জন্য উৎসর্গ করছি কবিতাটি।
সাম্প্রতিক সময়ে এক দিকে যেমন বিশ্বজুড়ে ইসলাম ধর্মের বিরুদ্ধে অব্যাহতভাবে মিথ্যাচার, অপবাদ এবং মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, ঠিক অপর দিকে তেমনিভাবেই ইসলামী জীবন বিধানের অনুপম সৌন্দর্য্যে আকৃষ্ট হয়ে দিন দিন ইসলাম গ্রহণকারী মানুষের সংখ্যাও বিপুল থেকে বিপুলতর হচ্ছে। আলহামদুলিল্লাহ, ক্রমশঃ এই স্রোত বেগবান হচ্ছে। গোটা বিশ্বজুড়েই আজ মানুষ শান্তির সন্ধানে ছুটে চলেছেন শান্তিকামী মানুষ। মানুষ মুক্তি খোজেন। দু'দন্ড শান্তি চান। স্থিতি কামনা করেন।
আধুনিক সব নাগরিক সুবিধার দেশ ও অঞ্চল খ্যাত খোদ ইউরোপ, আমেরিকার মানুষও এর ব্যতিক্রম নন। অব্যাহত অপপ্রচারণার মাঝেও তারা ব্যাপকভাবে ঝুকে চলেছেন ইসলামের দিকে। আধুনিক এবং উন্নত জীবনের অন্তরালে চূড়ান্ত উচ্ছৃংখলতা আর অশান্তির কলঙ্কতায় পূর্ণ ধ্বংস প্রায় জীবনে অতিষ্ঠ এবং ক্লান্ত মানুষ শান্তির সন্ধানে আজ উম্মুখ। কোন পথে গেলে শান্তি পাওয়া যাবে, জীবনে একটু প্রশান্তির পরশ পাওয়া সম্ভব- এটাই তাদের একমাত্র কামনা ও বাসনা। এই কামনা-বাসনারই প্রতিফলন লক্ষনীয় হয়ে ওঠে দলে দলে তাদের ইসলাম গ্রহণের দৃশ্যের মাধ্যমে। হ্যা, একটু শান্তির অন্বেষায়, এক টুকরো স্বস্তির প্রত্যাশায়, হাপিয়ে ওঠা জীবনে এক লহমা প্রশান্তিলাভের চিন্তায় তারাও আজ একে একে ভালোবেসে নিচ্ছেন ইসলামকে।
অতি তুচ্ছ কৃষ্ণাঙ্গ হাবশি কৃতদাস বিলাল রাদিআল্লাহু তাআ'লা আনহুর মত নিঃস্ব এবং নিতান্ত অসহায় মানুষ, সমাজে যাকে কেউ মূল্য দেয়ার প্রয়োজন মনে করতেন না, তাকে এবং তার মত মানুষকে যে ইসলাম মানবিক ও নাগরিক সকল অধিকার এবং সম্মান প্রদান করে সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি সাব্যস্ত করেছিল, মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্বে নিযুক্ত করেছিল - জাতপাতের রেখা মুছে দেয়া, আভিজাত্য আর আশরাফ আতরাফের বিভেদের দেয়াল ভেঙ্গে চূরমার করে দেয়া সেই ইসলামই আজকের বিপন্ন মানবতার কাছেও শেষ আশ্রয়স্থল হিসেবে পরিগণিত হচ্ছে। শান্তি ও মানবতার জীবন বিধান ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে ভাগ্যবান মনে করছেন নিজেদেরকে।
এখানে শুধুমাত্র দৈনিক ইনকিলাব অনলাইনে সাম্প্রতিক বছরগুলোতে দেশে বিদেশে ইসলাম ধর্ম গ্রহণ সম্পর্কিত কয়েকটি ঘটনায় প্রকাশিত সংবাদের লিঙ্ক যুক্ত করে দেয়া হলো। ইচ্ছে করলে যে কেউ দেখে আসতে পারেন।
রমজানে ইসলাম গ্রহণ করলেন ব্রিটিশ গবেষক, সউদী প্রিন্সের শুভেচ্ছা
দ্বিতীয় দিনে মেক্সিকান সমর্থকের ইসলাম গ্রহণ
ব্রিটিশ-আমেরিকান কিক-বক্সার অ্যান্ড্রু টেটের ইসলাম গ্রহণ
নবমীর দিন হিন্দু ধর্ম ত্যাগ করে ২ ছেলেসহ মায়ের ইসলাম গ্রহণ
কালিমায়ে শাহাদাত পাঠ করেই কুরআনে চুমু খেলেন ইউক্রেনীয় তরুণী
স্বামীর নামাজে মুগ্ধ জাপানি নারীর ইসলাম গ্রহণ
ইসলাম গ্রহণকারী অস্ট্রেলিয়ান প্রফেসর কাবুলে
গৌরনদীতে স্ত্রী ও তিন সন্তান নিয়ে ইসলাম গ্রহণ
মহানবী (সা.)-এর জীবনী পড়ে ইসলাম গ্রহণ
বানারীপাড়ায় এক পরিবারের ইসলাম গ্রহণ
সূবর্ণচরে হিন্দু যুবকের ইসলাম গ্রহণ
ফেনীর এক পরিবারের ৫ জনের ইসলাম গ্রহণ
সাবেক জনপ্রিয় ছাত্রলীগ নেতার ইসলাম গ্রহণ
ভালবাসার টানেই ইসলাম গ্রহণ, জানালেন কেরালার নিখোঁজ তরুণী
ভালবাসার টানে নেত্রকোনায় চীনের তরুণী, ইসলাম গ্রহণ করে বিয়ে
ইসলাম গ্রহণ করে আমি গর্বিত, বললেন অভিনেত্রী ফাইজা
ইসলাম গ্রহণ করে নিজেকে সৌভাগ্যবান মনে করেন এই মার্কিন নারী
বার্মিংহামে ফুলতলী ছাহেব কিবলাহর ঈসালে সাওয়াব মাহফিলে খ্রিষ্টান যুবকের ইসলাম গ্রহণ
তুরস্কে মুসলিম প্রতিবেশীর আচরণে মুগ্ধ ফরাসি মা-মেয়ের ইসলাম গ্রহণ
ইসলাম গ্রহণের আনন্দে ফরাসি তরুণীর অঝোর কান্না
খ্রীস্টান ধর্ম ত্যাগ করে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম গ্রহণ
প্রিয় শহর মদিনায় ফিরে এসেছি : ইসলাম গ্রহণ করা ব্রিটিশ কনসাল জেনারেল
বুলগেরিয়ান বৃদ্ধা মহানবীর জীবনী পড়ে ইসলাম গ্রহণ করলেন
কয়েক মাসে দুবাইয়ে শত শত মানুষের ইসলাম গ্রহণ
দুবাইয়ে ইসলাম গ্রহণ করলেন দু’সহস্রাধিক প্রবাসী
তুরস্কের ব্লু মসজিদ ভ্রমণ করে ইসলাম গ্রহণ ব্রিটিশ অভিনেত্রীর
আরব পুরুষদের বিয়ে করে ইসলাম গ্রহণ করছেন ইসরাইলের নারীরা
পাকিস্তানমুগ্ধতায় জার্মান ব্লগারের ইসলাম গ্রহণ
দিরিলিস আরতুগ্রুল দেখে ইসলাম গ্রহণ করলেন এক মার্কিন নারী
ব্রিটেনে শিক্ষিত তরুণীরা ব্যাপক সংখ্যায় ইসলাম গ্রহণের দিকে ঝুঁকছে
হিজাব দিবস পালন করতে গিয়ে যে মার্কিন তরুণী ইসলাম গ্রহণ করলেন!
এবার ইসলাম গ্রহণ করলেন মুহাম্মদ (সাঃ) এর অবমাননাকর ছবি নির্মাতা আরনুডো ফাওয়ান্ডার
করোনাকালে আমিরাতে ইসলাম গ্রহণ করলেন তিন হাজারেরও বেশি অমুসলিম!
নেদারল্যান্ডসের সাবেক বক্সার তারকা রুবির ইসলাম গ্রহণ
ইসলাম গ্রহণ ভারোত্তোলকের
ইসলাম গ্রহণ করায় ইতালিয়ান চরমপন্থীদের বিদ্বেষের শিকার হন সিলভিয়া
ইসলাম গ্রহণ করলেন তিন তারকা
করোনায় অবরুদ্ধ অস্ট্রিয়ান রেসলারের ইসলাম গ্রহণ
পাকিস্তানে এসে কানাডিয়ান পর্যটকের ইসলাম গ্রহণ
ইসলাম গ্রহণ করছেন তামিলনাড়ুর ৩ হাজার দলিত সম্প্রদায়
গাজীপুরে একই পরিবারের ৬ জনের ইসলাম গ্রহণ
প্রতিবছর নরওয়েতে প্রায় তিন হাজার নাগরিক ইসলাম গ্রহণ করছে
৩০ বছর চেষ্টার পর ইসলাম গ্রহণ করেছি: জার্মানি সাংবাদিক পিটার শ্যুট
প্রতিদিন ব্রাজিলে ৬ জন ইসলাম গ্রহণ করছেন!
দাদা-দাদির গল্পে ইসলাম গ্রহণের অনুপ্রেরণা পাই
ইসলাম গ্রহণ করে ব্রাজিলিয়ান ফুটবলারের ওমরাহ পালন
খ্রিস্টান ধর্ম প্রচারকের ইসলাম গ্রহণ
ইসলাম গ্রহণ করলেন মার্কিন যাজক স্যামুয়েল শ্রপশায়ার
বলিউডের যেসব অভিনেত্রী ইসলাম গ্রহণ করেছেন
‘স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছি, মুসলিম হতে পেরে আমরা খুশি’
মার্কিন তারকার ইসলাম গ্রহণ
যুক্তরাজ্যে ইসলাম গ্রহণের প্রবণতা বেড়েছে
মার্কিন সঙ্গীতশিল্পী ডেলা মাইলসের ইসলাম গ্রহণ
দাদার জন্মদিনে ইসলাম গ্রহণ
সাবেক গোয়েন্দা কর্মকর্তা ইসলাম গ্রহণ করায় যুক্তরাষ্ট্রে মামলা
আবুধাবীতে ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন ডাচ নারী
ইসলাম গ্রহণ করলেন সুইডিশ নারী ফুটবলার
ইসলাম গ্রহণের কারণ জানিয়ে বৃটিশ সাংবাদিকের বই প্রকাশ
ইসলাম গ্রহণ করায় সুইডিশ নারী ফুটবলারকে হুমকি
জার্মানির কট্টর ইসলামবিদ্বেষী দলের নেতার ইসলাম গ্রহণ
চুনতি সিরাত মাহফিলে ১০ জনের ইসলাম গ্রহণ
ট্রাম্পের মুসলিম বিদ্বেষই ইসলাম গ্রহণে উৎসাহ যুগিয়েছে : লিজা
২৮ বছর সমাজচ্যুত হিন্দু পরিবারের ইসলাম গ্রহণ
ইসলাম গ্রহণ করে প্রিন্সেসকে ঘরে তুললেন মোহাম্মদ আবদুল্লাহ
ভীতির মধ্যেই ইসলাম গ্রহণের কথা জানালেন মার্কিন অভিনেতা আলী
ইসলাম গ্রহণের পর এবার মদ নিষিদ্ধ করলেন নেলসন ম্যান্ডেলার নাতি
ইসলাম গ্রহণ করলেন লিন্ডসে লোহান
মুসলমান হওয়ায় যুবককে হত্যা এবার মায়ের ইসলাম গ্রহণ
ইসলাম গ্রহণ করে সেলিব্রিটিতে পরিণত হলেন মার্কিন নাগরিক
ইসলাম গ্রহণের পর হজ পালন
ইসলাম গ্রহণ করে শিবসেনা নেতা সুশীল এখন আব্দুস সামাদ
ভারতে ২৫০ দলিত পরিবারের ইসলাম গ্রহণ
২| ২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: দয়াময় ভাগ্য বিধাতা আমাদের সকলকে ব্যক্তিগত-পারিবারিক-সামাজিক জীবন ইসলামের নীতি ও আদর্শ মেনে চলার তওফিক দান করুন যাতে এই নীতি আদর্শের ফলে অন্য ধর্মের অনুসারীরাও ইসলামের সৌন্দর্য ও শ্রেষ্ঠত্ম অনুধাবন করতে পারে। করতে পারে ন্যায় ও অন্যায়ের মাঝের প্রার্থক্য ।
আমাদের/মুসলমানদের উত্তম আচরন এর ফলেই একদিন সারা দুনিয়ায় উড়তে পারে ইসলামের বিজয় নিশান আর অন্য ধর্মের অনুসারীরাও আশ্রয় নিতে পারে ইসলামের সুশীতল ছায়ায়।
৩| ২৭ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:২৮
রাজীব নুর বলেছেন: পড়লাম।
৪| ১৬ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৫:২০
ডঃ এম এ আলী বলেছেন:
পবিত্র কোরআনে সুরা ইউনুছের ২৫ নং আয়াতে আল্লাহ বলেন
وَ اللّٰهُ یَدۡعُوۡۤا اِلٰی دَارِ السَّلٰمِ ؕ وَ یَهۡدِیۡ مَنۡ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ
আর আল্লাহ শান্তির আবাসের দিকে আহবান করেন এবং যাকে ইচ্ছা হিদায়াত দেন সরল পথের দিকে।
And Allah invites to the Home of Peace and guides whom He wills to a straight path
অর্থাৎ আল্লাহ্ তা'আলা মানুষকে শান্তির আলয়ের দিকে আহবান করেন। অর্থাৎ দুনিয়ায় জীবন যাপন করার
এমন পদ্ধতির দিকে মানুষজনদের আহবান জানান, যা তাদেরকে দুনিয়া ও আখেরাতের জীবনে দারুস
সালাম বা শান্তির ভবনের অধিকারী করে। যে শান্তি ভবনে রয়েছে সর্ববিধ নিরাপত্তা ও শান্তি।
আল্লাহ তাঁর আহবানকে কার্যকর করার জন্য শান্তির দুত হিসাবে মহানবী হযরত মোহাম্মদকে
(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) রাসুল হিসাবে আমাদের প্রতি প্রেরণ করেছেন । সমগ্র মানবজাতিকে
শান্তির ধর্ম ইসলামের পতাকাতলে সমবেত করার জন্য উনার কর্ম প্রচেষ্টা বিফলে যাবেনা । আল্লার বিধান
ও রাসুল প্রদর্শিত পথ যথাযথভাবে মেনে চললে দুনিয়াতে শান্তি কায়েম হবেই হবে । ইসলামে রয়েছে সালাম ।
সালামের মাধ্যমে সার্বক্ষণিকভাবে আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে এবং ফিরিশতাদের পক্ষ থেকেও সালাম পৌছতে
থাকবে। অনুরূপভাবে ইসলামে অনুগতদের মধ্যে থাকা মানুষজন একে অন্যের সাথে সালাম বিনিময় করতে
থাকবে যার প্রভাব হবে সুদুর প্রসারী ।
মোদ্দা কথা আল্লাহ তা'আলার পক্ষ থেকে দারুসসালামের দাওয়াত সমগ্র মানবজাতির জন্যই ব্যাপক।
এ অর্থের পরিপ্রেক্ষিতে হেদায়াতও ব্যাপক। আল্লাহ তায়ালার হেদায়েত মানুষকে সরলসোজা পথে তুলে দেয়
এবং তাতে চলার তাওফীক দেয় ,তবে তা বিশেষ বিশেষ লোকদের ভাগ্যেই জোটে। আর তারা হলেন ঐ সমস্ত
ভাগ্যবান ব্যক্তিবর্গ যারা ইসলাম গ্রহণ করেছেন। এটা যত বেশী করে মানুষের অনুভবে আসবে মানুষ তত বেশী
করে শান্তির ধর্ম ইসলামের পতাকা তলে সমবেত হবে ।
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৪৭
সাহাদাত উদরাজী বলেছেন: সারা দুনিয়ার মানুষ একদিন ইসলামের পতাকা তলে এসেই যাবে।