নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

সোশ্যাল মিডিয়ায় যে শব্দগুলোর মানে না জানলেই নয়

২৩ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৫

সোশ্যাল মিডিয়ায় যে শব্দগুলোর মানে না জানলেই নয়

ছবিঃ অন্তর্জাল থেকে সংগৃহিত।

সোশ্যাল মিডিয়ার জয়জয়কারের এই সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না এমন মানুষের সংখ্যা নিতান্ত কম। যারা নিজেরা সরাসরি সোশ্যাল মিডিয়ার সংস্পর্শে পারতপক্ষে আসেন না বা আসতে আগ্রহী নন, তাদেরও একেবারে এড়িয়ে যাওয়ার উপায় থাকে না, এগুলোর সংস্পর্শে আসতেই হয় কোনো না কোনোভাবে। সোশ্যাল মিডিয়ার সামগ্রিক বিষয়টিকে আরও সহজ এবং সংক্ষেপ করার জন্য অনেক শব্দ ও বাক্যের সংক্ষিপ্ত রূপ ব্যবহারের প্রচলনও নতুন নয়। আর দিনকে দিন তার পরিধির বিস্তৃতিও ঘটেই চলেছে। এই প্রেক্ষিতে বহুল ব্যবহৃত কিছু শব্দ সংক্ষেপ সম্মন্ধে ধারণা রাখার ব্যাপারটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ।

উদাহরণ স্বরূপ, কম্পিউটার, ল্যাপটপ বা নিদেনপক্ষে মোবাইল ফোন আমরা যারা ব্যবহার করে থাকি, নিশ্চয়ই 'Virus' শব্দটির সাথে কমবেশি পরিচয় অধিকাংশ লোকেরই রয়েছে। কিন্তু অতি পরিচিত এই 'Virus' শব্দের আক্ষরিক অর্থটা আমরা ক'জন জানি, বলুন তো। নিশ্চয়ই এটির একটি অর্থ রয়েছে। ভয় পেলে হবে না। জয় করে নিতে হবে। জানা এবং বোঝার মাধ্যমে। আয়ত্বে নিয়ে আসার মাধ্যমে। 'Virus' শব্দটির পূর্ণ রূপ- 'Vital Information Resources under Siege' বাংলায় সহজ অর্থে- 'অবরুদ্ধ গুরুত্বপূর্ণ তথ্য সম্পদ'।

একইরকমভাবে ফেসবুক, টুইটার কিংবা অন্যবিধ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বাক্যে কিংবা চ্যাটিংয়ে প্রায়ই IGP, DM, TTYL বা XOXO -এর মতো শব্দের উপস্থিতি প্রায়শই আমরা লক্ষ্য করে থাকি। এসব শব্দের মানে কী? চলুন, মানেটাই আগে দেখে নিই। তারপরে সামনে অগ্রসর হওয়া যাক। DM মানে- Direct Message, TTYL অর্থ- Talk To You Later আর XOXO শব্দটি মূলতঃ লেখা হয়ে থাকে Hugs and kisses কথাটি বুঝানোর জন্য, যা সাধারণতঃ প্রথমদিকে উত্তর আমেরিকায় ব্যবহৃত হতে দেখা যেত চিঠি, ইমেইল বা বার্তার শেষে আন্তরিকতা, বিশ্বাস, ভালবাসা বা ভাল বন্ধুত্ব ইত্যাদি প্রকাশক সংকেত হিসেবে; কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যানে এই শব্দ এখন পরিচিতি লাভ করেছে বলতে গেলে প্রায় বিশ্বজুড়েই।

তো কথা হচ্ছে, দুর্বোধ্য এইজাতীয় শব্দ সংক্ষেপ দেখে অনেকেই আমরা সেগুলোর মানে জানার চেষ্টা না করে বরং শব্দগুলোকে কঠিন মনে করে এড়িয়ে যেতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। আসলে এগুলো দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আপাতঃ দেখায় দুর্বোধ্য মনে হলেও এই জাতীয় প্রতিটি শব্দেরই কিন্তু রয়েছে বিশেষ অর্থ বা পূর্ণাঙ্গ রূপ। ক্রমাগতভাবে বিস্তৃত হয়ে চলা সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে হলে, সর্বোপরি নিত্য পরিবর্তনশীল সময়ের সাথে নিজেদের খাপ খাইয়ে এবং এগিয়ে নিতে হলে এসব সংক্ষিপ্ত বার্তা ও শব্দ সংক্ষেপের মানে না জেনে উপায় নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইতোমধ্যে জনপ্রিয় হয়ে ওঠা বেশ কিছু সংক্ষিপ্ত শব্দ ও বাক্য এবং এগুলোর পূর্ণাঙ্গ অর্থ তুলে ধরা হলো আগ্রহী প্রিয় পাঠকদের সৌজন্যে-

wifi: বেতার বিশ্বস্ততা বা তারহীন নির্ভরতা wireless fidelity, a system used for connecting computers and other electronic equipment to the internet without using wires অর্থাৎ, ওয়াইফাই বা ওয়্যারলেস ফিডেলিটি এমন একটি সিস্টেম যা তার ব্যবহার না করে কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতিকে ইন্টারনেটে সংযোগ প্রদানের জন্য ব্যবহৃত হয়।

CCTV: ক্লোজড-সার্কিট টেলিভিশন closed-circuit television, is a TV system in which signals are not publicly distributed but are monitored, primarily for surveillance and security purposes. ক্লোজড-সার্কিট টেলিভিশন এমন একটি টিভি সিস্টেম যেখানে সিগন্যাল সর্বজনীনভাবে সকলের জন্য বিতরণ/ প্রচার করা হয় না তবে পর্যবেক্ষন করা হয় মূলতঃ নজরদারি এবং নিরাপত্তার উদ্দেশ্যে।

CAPTCHA: Completely automated public turing test to tell computers and humans apart. ক্যাপচা: কম্পিউটার এবং মানুষকে আলাদা করার জন্য সম্পূর্ণ স্বয়ংক্রিয় পাবলিক টিউরিং পরীক্ষার একটি পদ্ধতি। এটিকে মূলতঃ বলা হয়ে থাকে টুরিং টেস্ট। একটি এমন এক পরীক্ষণ পদ্ধতি যার মাধ্যমে কোন বুদ্ধিমান মেশিনের আচরণ সম্মন্ধে এটি নিশ্চিত হওয়া যায় যে, কাজটি মেশিন বা কোন যন্ত্র নিজে করছে না বরং মেশিন বা যন্ত্রের পেছনে অপারেটর হিসেবে রয়েছেন একজন মানুষ। অ্যালান টিউরিং এর মাধ্যমে ১৯৫০ সালে "কম্পিউটিং যন্ত্রপাতি ও গোয়েন্দা সংস্থার" পরীক্ষণে এই পরীক্ষা পদ্ধতিটির প্রচলন শুরু হয়।

PC: Personal Computer, ব্যক্তিগত কম্পিউটার।

CPU: Central Processing Unit, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট

BIOS: Basic Input and Output System

HDD: Hard Disk Drive

USB: Universal Serial Bus

VGA: Visual Graphic Adaptor

LAN: Local Area Network

WAN: Wide Area Network

MAN: Metropolitan Area Network

PAN: Personal Area Network

CAN: Campus Area Network

OS: Operating System

DVD: Digital Versatile Disc

CD: Compact Disk

ROM: Read Only Memory

RAM: Random Access Memory

URL: Uniform Resource Locator

SIM: Subscriber Identification Module

ISP: Internet Service Provider

GHZ: Gigahertz

MHZ: Megahertz

DBMS: Database Management System

SQL: Structured Query Language

IC: Integrated Circuit

CMD: Command

MAC: Media Access Control

WWW: World Wide Web

HTML: Hypertext Markup Language

CCNA: Cisco Certified Network Associate

HTTP: Hypertext Transfer Protocol

VPN: Virtual Private Network

IP: Internet Protocol

SEO: Search Engine Optimization

FB: ফেসবুক Face Book (ব্লগিং, ছবি, ভিডিও, চ্যাটিং নির্ভর বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম)

IG: Instagram ইনস্টাগ্রাম (ছবি ও ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম)

IGP: Instagram Post ইনস্টাগ্রাম পোস্ট

LI: Linked In লিংকডইন (পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম)

SC: Snap Chat স্ন্যাপচ্যাট (ছবিনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম)

TW: Twitter টুইটার (মাইক্রো ব্লগিং মাধ্যম)

YT: YouTube ইউটিউব (ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম)

DM: Direct Message ডিরেক্ট মেসেজ (কারও সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে ডিএম দেয়া হয়)

HT: Hat tip/ Heard Through হ্যাট টিপ বা হার্ড থ্রু (টুইটারে একে অপরকে কৃতজ্ঞতা জানাতে ব্যবহার করা হয়)

Latergram: A latergram is a photo you take now but post later তাৎক্ষনিকভাবে ছবি তুলে পরে ইনস্টাগ্রামে পোস্ট করার নাম লেটারগ্রাম

MT: Modified tweet মডিফায়েড টুইট (টুইট করার পর যদি সেটি আবার কাঁটাছেড়া করা হয়)

NB: Not Bad নট ব্যাড (সামাজিক যোগাযোগ মন্দ নয় বোঝাতে এনবি ব্যবহার করা হয়)

PM: Private Message প্রাইভেট মেসেজ (কারও সঙ্গে গোপন যোগাযোগ স্থাপনে পিএম ব্যবহৃত হয়)

RT বা PRT: Partial ReTwitt পার্শিয়াল রিটুইট (আরটি বা রিটুইট আর পিআরটি প্রায় একই রকম। টুইটে কারও বক্তব্য উদ্ধৃত করতে এটি ব্যবহার করা হয়)

SS: Screen Shot স্ক্রিনশট (ডিভাইসের ডিসপ্লে ছবি)

ETA: Estimated Time of Arrival এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল (গন্তব্যে পৌঁছাতে সম্ভাব্য সময়)

EOD: End of the Day এন্ড অফ দ্য ডে (নির্ধারিত সময়সীমা শেষ)

IAM: In a Meeting ইন অ্যা মিটিং (কোনো ব্যক্তি যখন জরুরি কোনো সভায় ব্যস্ত থাকেন)

ISO: In Search of ইন সার্চ অফ (কোনো কিছু খোঁজা)

OOO: Out of Office আউট অফ অফিস (অফিসে অনুপস্থিত, অফিসের বাইরে অন্য কোনো কাজে ব্যস্ত বোঝাতে ব্যবহার করা হয়)

SRP: Social Relationship Platform সোশ্যাল রিলেশনশিপ প্ল্যাটফর্ম

MSP: Multi-Sided Platform মাল্টি-সাইডেড প্ল্যাটফর্ম

VPN: Virtual Private Network ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক

BRB: Be Right Back বি রাইট ব্যাক (এক্ষুনি ফিরছি)

BTS: Behind the Scene বিহাইন্ড দ্য সিন (দৃশ্যপটের পেছনে)

CMW: Change My View চেঞ্জ মাই ভিউ (মত পরিবর্তন)

WDYM: What Do You Mean হোয়াট ডু ইউ মিন

HMM: হুমম, আমাকে আরো আলিঙ্গন করুন অর্থে ব্যবহৃত হয়। চ্যাটিং করতে এবং সোশ্যাল মিডিয়ায় "হুম" বলতেও এটি ব্যবহৃত হয়, যা দ্বারা বোঝানো হয়ে থাকে- হ্যাঁ, আপনি ঠিক বলেছেন বা আমাকে বিরক্ত করবেন না,

NGL: Not Gonna Lie নট গনা লাই (মিথ্যা বলব না)

Waoo: ওয়াও, শব্দটি উচ্ছ্বাস বা উৎসাহ প্রকাশ করতে বা মনোযোগ আকর্ষণ করতে ব্যবহৃত হয়

DP: Display Picture ডিসপ্লে পিকচার

CNG: Change চেঞ্জ (বদল)

YNB: You Naughty Boy ইউ নটি বয় (দুষ্টু ছেলে)

IMO: In My Opinion ইন মাই ওপিনিয়ন (আমার মতে)

CYA: See You সি ইউ (দেখা হবে) বা Cover Your Assets কভার ইউর এ্যাসেটস (আপনার সম্পদ আয়ত্বে/ যত্নে রাখুন)

ELI5: Explain It To Me Like I Am 5 এক্সপ্লেইন ইট টু মি লাইক আই অ্যাম ফাইভ (পরিষ্কার করে বোঝানো)

FBF: Flash Black Friday ফ্ল্যাশব্ল্যাক ফ্রাইডে (ইন্সটাগ্রামে পুরোনো ছবি পোস্ট করার পর ক্যাপশন হিসেবে দেয়া হয়)

FTW: For The Win ফর দ্য উইন (জয়ের জন্য)

FUD: Fear, Uncertainty and Doubt ফিয়ার, আনসার্টেইনিটি অ্যান্ড ডাউট (ভয়, অনিশ্চয়তা ও সংশয়)

DIY: Do It Yourself ডু ইট ইওরসেলফ (নিজে করো)

OT: Of Topic অফ টপিক (প্রসঙ্গবহির্ভূত)

BC: Because বিকজ (কারণ)

ATM: At The Moment অ্যাট দ্য মোমেন্ট (এ মুহূর্তে)

BTW: By The Way বাই দ্য ওয়ে (যা হোক)

TTYL: Talk To You Later টক টু ইউ লেটার (তোমার সঙ্গে পরে কথা হবে)

XOXO: Hugs and kisses হাগস অ্যান্ড কিসেস It is also an informal term used for expressing sincerity, faith, love, or good friendship at the end of a written letter, email or text message.

IMHO: In My Humble Opinion ইন মাই হাম্বল অপিনিয়ন (বিনয়ের সঙ্গে বলতে চাই)

LOL: Laugh Out Loud লাফ আউট লাউড (উচ্চৈঃস্বরে হাসা)

ROFL: Rolling On Floor Laughing রোলিং অন ফ্লোর লাফিং (হাসতে হাসতে গড়িয়ে পড়া)

TBH: To Be Honest টু বি অনেস্ট (সত্যি বলতে কী)

TGIF: Thanks God Its Friday থ্যাঙ্ক গড ইটস শুক্রবার (পশ্চিমা দেশগুলোতে শুক্রবার বিকেলে সাপ্তাহিক ছুটি শুরু হওয়ার আগে স্বস্তি প্রকাশ করে এ কথা বলা হয়)

TFTF: Thanks For Following থ্যাঙ্কস ফর ফলোয়িং (সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বা অনুসরণকারীর সংখ্যা বাড়লে কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়)

WFH: Working From Home ওয়ার্কিং ফ্রম হোম

WBW: Way Back Wednesday ওয়েব্যাক ওয়েডনেস ডে (স্মৃতিকাতরতা বোঝাতে ব্যবহৃত)

IDC: I Don't Care আই ডোন্ট কেয়ার (পরোয়া করি না)

IDK: I Don't Know আই ডোন্ট নো (আমি জানি না)

IRL: In Real Life ইন রিয়েল লাইফ (বাস্তব জীবনে)

JK: Just Kidding জাস্ট কিডিং (মজা করছি)

LMK: Let Me Know লেট মি নো (আমাকে জানাও)

NBD: No Big Deal নো বিগ ডিল (বড় কিছু নয়)

NM: Not Much নট মাচ (বেশি কিছু না)

NSFW: Not Safe For Work নট সেফ ফর ওয়ার্ক (কাজ করার জন্য নিরাপদ নয়)

JIC: Just In Case জাস্ট ইন কেস (যদি কোনো কারণে)

WDYMBT: What Do You Mean By That? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? (এটি দিয়ে কী বোঝাচ্ছ?)

ABITHAD: Another Blathering Idiot Thinks He Is A Doctor অ্যানাদার ব্লিথারিং ইডিয়ট থিঙ্কস হি ইজ অ্যা ডক্টর (সবজান্তা দাবিদার ব্যক্তিদের বলা হয়)

DIET: Do I It Today? ডু আই ইট টুডে? (আজ কি খেয়েছি?)

FF: Frequency Flier ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ার (যিনি বিদেশে প্রচুর ঘোরাঘুরি করেন)

GOAT: Greatest Of All Time গ্রেটেস্ট অফ অল টাইম (সর্বকালের সেরা)

GOOGLE: Grand Online Oracle Generation Legitimate Explanation গ্র্যান্ড অনলাইন ওরাকল জেনারেশন লেজিটিমেইট এক্সপ্লেনেশনস

MAID: Mother Actually In Disguise মাদার অ্যাকচুয়েলি ইন ডিজগাইজ (মায়ের মতো)

TEAM: Together Everyone Achieves More টুগেদার এভরিওয়ান অ্যাচিভস মোর (একতাই বল)

YOLO: You Only Leave Ones ইউ অনলি লিভ ওয়ানস (জীবন একটাই)

SALT: Same As Last Time সেইম অ্যাজ লাস্ট টাইম (আগেরবারের মতোই)

AFK: Away From The Keyboard অ্যাওয়ে ফ্রম দ্য কিবোর্ড (কিবোর্ড থেকে দূরে)

BAE: Before Anyone Else বিফোর এনিওয়ান এলস (সর্বাগ্রে তুমি)

CU: See You সি ইউ (দেখা হবে)

FOMO: Fear Of Missing Out ফিয়ার অফ মিসিং আউট (বাদ পড়ার ভয়)

JOMO: Joy Of Missing Out জয় অফ মিসিং আউট (বাদ পড়ার আনন্দ)

KK: Cool, Okay কুল, ওকে

NVM: Never Mind নেভার মাইন্ড (কিছু মনে করবেন না)

SMH: Shacking My Head শেকিং মাই হেড (মাথা ঝাঁকাচ্ছি)

ADIH: Another Day In Heal অ্যানাদার ডে ইন হেল (আরও একটি ভয়ংকর দিন)

AFAIK: As Far As I Know অ্যাজ ফার অ্যাজ আই নো (যতদূর জানি)

AFAIR: As Far As I Remember অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার (যত দূর মনে পড়ে)

AFAIC: As Far As I Am Concerned অ্যাজ ফার অ্যাজ আই অ্যাম কনসার্নড (যত দূর আমার জানা আছে)

AFAICT: As Far As I Can Tell অ্যাজ ফার অ্যাজ আই ক্যান টেল (আমি যতটা বলতে পারি)

ASL: Age, Sex Location এইজ, সেক্স, লোকেশন (বয়স, লিঙ্গ, অবস্থান)

AAMOF: As A Matter Of Fact অ্যাজ অ্যা ম্যাটার অফ ফ্যাক্ট (আদতে)

FTL: For The Lose ফর দ্য লস (হারানোর কারণে)

GMTA: Great Mind Think Alike গ্রেট মাইন্ড থিঙ্ক অ্যালাইক (মহান ব্যক্তিদের একই চিন্তা)

IIRC: If I Remember Correctly ইফ আই রিমেম্বার কারেক্টলি (যদি আমি সঠিক মনে করতে পারি)

IFYP: I Feel Your Pain আই ফিল ইউর পেইন (তোমার কষ্টটা বুঝি)

IYKWIM: If You Know What I Mean ইফ ইউ নো হোয়াট আই মিন (বুঝতে পারছ তো কী বলতে চাইছি)

MFW: My Face When মাই ফেস হোয়েন (আমার চেহারা তখন যেমন)

MRW: My Reaction When মাই রিঅ্যাকশন হোয়েন (আমার প্রতিক্রিয়া তখন যেমন)

SRSLY: Seriously সিরিয়াসলি (সত্যি বলছ!)

TIME: Tears In My Eyes টিয়ারস ইন মাই আইজ (আমার চোখ ভিজে আসছে)

TNTL: Trying Not To Laugh ট্রায়িং নট টু লাফ (হাসি থামাতে চেষ্টা করছি)

TL: Too Long টু লং (অনেক দীর্ঘ)

DR: Didn't Read ডিডন্ট রিড (পড়তে পারিনি)

WYWH: Wish You Were Here উইশ ইউ ওয়্যার হিয়ার (যদি তুমি এখানে থাকতে)

YGTR: You Got That Right ইউ গট দ্যাট রাইট (ঠিক ধরেছ)

YMMV: Your Mileage May Very ইওর মাইলেজ মে ভেরি (তোমার ভূমিকা কমবেশি হতে পারে)

YNK: You Never Know ইউ নেভার নো (তুমি জানো না এটা হতেও পারে)

ZZZ: Sleeping, Bored, Tired স্লিপিং, বোরড, টায়ার্ড

Yahoo: Yet Another Hierarchical Officious Oracle

Virus: Vital Information Resources under Siege অবরুদ্ধ গুরুত্বপূর্ণ তথ্য সম্পদ

IELTS: The International English Language Testing System আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরিক্ষণ পদ্ধতি

ICT: Information Communications Technology তথ্য যোগাযোগ প্রযুক্তি

PDF: Portable Document Format

JPEG: Joint Photographic Experts Group

MPEG: Moving Picture Experts Group

MP3: MPEG Audio Layer 3

PNG: Portable Network Graphics

NASA: National Aeronautics and Space Administration ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন

doc: document

TOS: Terms Of Service

LTM: Last Twelve Months

LTV: Lifetime Value

এবার সবশেষে চলুন, ডাটা পরিমাপের প্রচলিত কিছু একক জেনে নিই-

৮ bits = ১ Byte
১,০২৪ Bytes = ১ Kilobyte (KB)
১,০২৪ Kilobytes = ১ Megabyte (MB)
১,০২৪ Megabytes = ১ Gigabyte (GB)
১,০২৪ Gigabytes = ১ Terabyte (TB)
১,০২৪ Terabytes = ১ Petabyte (PB)
১,০২৪ Petabytes = ১ Exabyte (EB)

পোস্টটি তৈরিতে সহায়তা নেয়া হয়েছে গুগল, উইকিসহ বিভিন্ন রিসোর্স থেকে।

সাথে থেকে ধৈর্য্যধারণ করে দীর্ঘ পোস্ট পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ।

মন্তব্য ১৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: ধর্মীয় পোষ্ট গুলো থেকে এই রকম পোষ্ট অনেক ভাল।

২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫১

নতুন নকিব বলেছেন:



তা আর বলতে হয়? ভালো মানে, ব্যাপক ভালো যে তা তো আপনার খোশ মেজাজ দেখেই বুঝে নেয়া যায়। কিন্তু যাদের ধর্ম আছে, ধর্মীয় কিছু পোস্টেরও তাদের প্রয়োজন থাকা স্বাভাবিক বৈকি। তাই না?

ধন্যবাদ।

২| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:৩৭

অধীতি বলেছেন: প্রথম দিককার সামুতে এরকম নানা ধরনের লেখা থাকত শিক্ষণীয়। তখন অতিথি হিসেবে দেখতাম। কোন একটা বিষয় নিয়ে সার্চ কলে সামুকে পাওয়া যেত। আবারও সেদিকে হাটছে সামু। আপনাকে ধন্যবাদ এত সুন্দর কর্মযজ্ঞের জন্য।

২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫১

নতুন নকিব বলেছেন:



আপনাকেও অশেষ ধন্যবাদ আন্তরিক মন্তব্যের জন্য। শুভকামনা জানবেন।

৩| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ২:০৩

রানার ব্লগ বলেছেন: পোস্ট প্রীয় তালিকায় রাখলাম।

২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫২

নতুন নকিব বলেছেন:



পোস্ট প্রিয় তালিকায় নেয়ায় আন্তরিক কৃতজ্ঞতা। শুভকামনা জানবেন।

৪| ২৪ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৫:৫৭

ডঃ এম এ আলী বলেছেন:

পরিশ্রম লব্দ একটি উপকারী পোষ্ট ।
প্রিয়তে তুলে রাখলাম ।

শুভেচ্ছা রইল

২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৩

নতুন নকিব বলেছেন:



অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রিয় আলী ভাই। আপনার আগমনে কৃতার্থ।

অনেক অনেক শুভকামনা।

৫| ২৪ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৭:৪৮

কামাল১৮ বলেছেন: প্রিয়তে কেমনে রাখে?আমি রাখি রিডিং লিষ্টে।

২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৫

নতুন নকিব বলেছেন:



আশা করি, শেরজা তপন ভাইয়ের মন্তব্যে ইতোমধ্যেই আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

৬| ২৪ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৯

শেরজা তপন বলেছেন: কামাল১৮ ভাই- পোস্টের শেষে ডান পাশের স্টার মার্কে চাপ দিন

দারুন শিক্ষনীয় পোষ্ট! প্রিয়েতে রাখার মতই পোস্ট। ধন্যবাদ এমন শ্রমসাধ্য পোস্ট দেবার জন্য।

২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৫

নতুন নকিব বলেছেন:



আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা জানবেন।

৭| ২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: প্রিয়তে

২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৩

নতুন নকিব বলেছেন:



অনেক অনেক ধন্যবাদ।

৮| ২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৮

খায়রুল আহসান বলেছেন: সুন্দর পোস্ট, কাজে লাগবে।
"প্রিয়"তে।

২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৪

নতুন নকিব বলেছেন:



অভিনন্দন এবং কৃতজ্ঞতা। শুভকামনা জানবেন।

৯| ২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রিয়তে

২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৪

নতুন নকিব বলেছেন:



শুভকামনাসহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.