নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

ব্লগার সোনাগাজী চান না, দেশের অর্থ পাচারচক্রের মূল হোতা খুনী হাসিনার বিচার হোক

৩০ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৫২

ব্লগার সোনাগাজী চান না, দেশের অর্থ পাচারচক্রের মূল হোতা খুনী হাসিনার বিচার হোক

ব্লগার সোনাগাজীর প্রোফাইল ছবিঃ তার ব্লগ হতে নেওয়া।

ব্লগার খাজাবাবার যারা ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনা ও আওয়ামীলিগের পক্ষে কথা বলে পোস্টের জবাবে সোনাগাজী যারা ইনিয়ে বিনিয়ে "আওয়ামী লীগের" পক্ষে কথা বলেন, তারা 'দেশদ্রোহী'? শিরোনামে একটি পোস্ট দিয়েছিলেন গতকাল। সেই পোস্টে তিনি জানিয়েছিলেন যে, তিনি এখনও আওয়ামী লীগের সাপোর্টার।

সোনাগাজী বলেছেন, তিনি এখনও আওয়ামী লীগের সাপোর্টার।

মূলতঃ এত দস্যুপনা, এত লুটপাট, এত গুম খুন, এত মানবতাবিরোধী অপরাধ, এত ধর্ষন, এত অত্যাচার, এত ব্যাংক লুট, এত টাকা পাচার যে দলটির বিরুদ্ধে, যে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে- সোনাগাজী এখনও সেই দলের সাপোর্টার বলে নিজেকে কোন লেভেলের মানুষ হিসেবে জাহির করতে চান- আমি বুঝতে পারছিলাম না। একই পোস্টে ব্লগার তানভীর জুমার এর এক মন্তব্যের প্রত্যুত্তরে দেখা গেল, সোনাগাজী সালমান এফ রহমানের বিচারও দাবি করেছেন।

সোনাগাজী সালমান এফ রহমানের বিচার দাবি করেছেন।

কৌতুহল নিয়েই তাকে প্রশ্ন করেছিলাম যে, সালমান এফ রহমানের বিচার যেহেতু তিনি দাবি করেছেন, তো এসব সালমান এফ রহমানদের যিনি দুর্ণীতি, ব্যাংক ডাকাতি, শেয়ার মার্কেট লুট ইত্যাদি লুটতরাজ করার অবাধ সুযোগ তৈরি করে দিয়েছিলেন সকল অপরাধেল মূল হোতা সেই খুনী হাসিনার বিচার তিনি চান কি না। তিনি স্পষ্টভাবেই বলেছেন ''না''। অর্থাৎ, তিনি হাসিনার বিচার চান না।

সোনাগাজী বলেছেন, তিনি হাসিনার বিচার চান না।

সোনাগাজীর এই উত্তর দেখার পর হতে আমি কেমন যেন অস্বস্তি অনুভব করে চলেছি নিজের ভেতরে। ভাবতেই পারছি না, একজন সুস্থ মানুষ কীভাবে বলতে পারেন যে, তিনি খুনী লুটেরাদের গডমাদার একটা নিকৃষ্ট মিথ্যাবাদী ভারতের পা চাটা নিকৃষ্ট তাবেদারের বিচার চান না? একজন সুস্থ মানুষ কীভাবে বলতে পারেন যে, তিনি এখনও আওয়ামী লীগের সাপোর্টার?

অবশ্য, শুধু সোনাগাজী একাই নন, আরও কিছু নিক থেকে এখনও নিকৃষ্ট ফ্যাসিবাদের পক্ষে, খুনী হাসিনার পক্ষে, পালিয়ে যাওয়া ঘৃণিত লুটেরাদের হয়ে এই ব্লগে নির্লজ্জ দালালির চেষ্টা করা হচ্ছে। আওয়ামী বর্বর দুর্ণীতিবাজদের পক্ষে সাফাই গাওয়ার অপচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

ছদ্মনামের এই আইডিগুলোর পেছনের কারিগরগুলো এতটাই বেশরম যে, এদেরকে একটা প্রশ্ন করলে আরেকটা উত্তর দেয়, অথবা, উত্তরই না দিয়ে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে হলেও হাসিনার প্রতি এদের যে ধাতু দৌর্বল্য তা প্রদর্শন করতেই থাকে। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া দরকার।

লুটের টাকায় এত বছর যে অঢেল হালুয়া রুটি, কোপ্তা বিরিয়ানি খেয়েছে, দেশে বিদেশে সুরম্য অট্টালিকা, বালাখানা আর অঢেল সম্পদের পাহাড় গড়ে তুলেছে - ৫ আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব ঐতিহাসিক বিজয়ে হঠাৎ ছন্দপতন মেনে নিতে পারছে না হয়তো। ধাতস্ত, আত্মস্থ এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে অভ্যস্ত হতে সময় অবশ্য কিছুটা লাগারই কথা।

মন্তব্য ৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৯

আলামিন১০৪ বলেছেন: বয়স হয়েছে তো তাই এক এক সময় এক এক কথা বলেন, তাঁর উদ্দেশ্যে মূলত হট টপিক বিষয়ে লিখা যা পাঠককে আকৃষ্ট করে কিন্তু ভিতরটা অন্তসারশূণ্য স্ববিরোধী বক্তব্যে ভরা।

৩০ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:০০

নতুন নকিব বলেছেন:



আপনি বলছেন, তার বয়স হয়েছে বলে তিনি একেকসময় একেক কথা বলেন। আমার ঠিক তা মনে হচ্ছে না। কারণ, বয়স হলেও দেশবিরোধী মহালুটেরা ভারতের পা চাটা তাবেদার হাসিনার পক্ষ তো তিনি ঠিক ঠিকভাবেই নিতে পারছেন। এক্ষেত্রে তো তার ভুল হচ্ছে না। খুনী হাসিনার বিচার হোক- তাতেও তো বুঝেশুনেই দ্বিমত পোষন করছেন। তাই না?

কথায় বলে, জাতে মাতাল তালে ঠিক। তার ক্ষেত্রেও কি একই কথা প্রযোজ্য?

আর এই পোস্টের উদ্দেশ্য একটাই। মূলতঃ লুটেরাদের আসল স্বরূপটা সকলের সামনে তুলে ধরার জন্যই এই পোস্ট। ধন্যবাদ।

২| ৩০ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:০০

কামাল১৮ বলেছেন: গাজী সাহেব দেখি অনেক শক্তিশালী।সে না চাইলে শেখ হাসিনার বিচার হবে না।

৩০ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:০৬

নতুন নকিব বলেছেন:



সোনাগাজীর চাওয়া না চাওয়ায় এই দেশের কোনো কিছুই যায় আসে না। তার মতামতের কারণে কোনোকিছু থেমেও থাকে না। কিন্তু দেশের এই ক্রান্তিলগ্নে কে দেশপ্রেমিক আর কে খুনী লুটেরা অপশক্তির দোসর তা চিহ্নিত করার, দুর্ণীতিবাজের দোসরদের মুখোশ উম্মোচনের সময় এসেছে।

খুনী, অপরাধী, অর্থ লোপাটকারীর বিচার যারা চান না, তাদের পরিচয় জানার অধিকার মানুষের নিশ্চয়ই থাকা উচিত। তাই নয় কি?

৩| ৩০ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:২১

প্রহররাজা বলেছেন: ইউনুস নিজের মামলা নিজে উঠিয়ে দিসে ১ দিনে। আগে উনার মামলা শেষ করা উচিত।

৩০ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৩১

নতুন নকিব বলেছেন:



আপনি এখনও পড়ে আছেন ড. ইউনুস নিয়ে। ১৬ বছর ধরে লুটপাট চালিয়ে দেশটাকে যে ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে হাসিনা আর তার দোসররা - একবারও তা দেখছেন না। খুবই আশ্চর্য্যের কথা।

হাসিনা এমনভাবেই দেশের বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে রেখেছিল যে, সে এস আলমের লক্ষ কোটি টাকার ব্যাংক লুটতরাজের বিচার প্রক্রিয়া, এমনকি সামান্য তদন্ত কাজটি পর্যন্ত আদালতের মাধ্যমে বন্ধ করিয়ে দিয়েছিল।

এখানে আদালত চলতো হাসিনার ইশারায়। হাসিনার অবৈধ ক্ষমতা অব্যাহত থাকলে এস আলম দস্যুদের কেশাগ্র স্পর্শ করার সাহস কেউ পেত না।

৪| ৩০ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৬

প্রহররাজা বলেছেন: হাসিনার বিরুদ্ধে বেশীর ভাগ অভিযোগই সুশীল মিডিয়ার সৃষ্টি। কোন প্রমান নাই, খালি মুখে মুখে আর ফেসবুকে।

৩০ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৪২

নতুন নকিব বলেছেন:



বলি, হাসিনা যদি দুধে ধোয়া তুলসি পাতাই হয়ে থাকবেন, তাহলে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন কেন? এস আলম গংদের দিয়ে হাসিনা যে ৭ টা ব্যাংক দখল করিয়েছে এটাও কি মিডিয়ার সৃষ্টি? ব্যাংক থেকে টাকা লুটের ঘটনাও কি মিডিয়ার সৃষ্টি?

এই ঘটনার বাস্তব প্রমান তো সেই ব্যাংকগুলোর বর্তমান নাজুক অবস্থাই। নামে বেনামে ঋণ দেখিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে, ইচ্ছে করলেই তো খুঁজে দেখতে পারেন। অবশ্য, ইচ্ছে করলে চোখ বন্ধ করে হাসিনা ধোয়া তুলসি পাতা কথাটা অনবরত আওড়ে যেতেও পারেন। আপনার ইচ্ছে।

৫| ৩০ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:০৭

বিষন্ন পথিক বলেছেন: সাঈদী, নিজামীর শৌর্য , "বীর্যের" গল্প একদিন শোনাবেন

৩০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:১২

নতুন নকিব বলেছেন:



আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ কোটি মানুষের হৃদয়ে আছেন। তাঁর বিখ্যাত একটি উক্তি আজও মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়, বিড়ালের মত ১০০ বছর বাঁচতে চাই না, সিংহের মত ১ ঘন্ট বাঁচতে চাই

এই উক্তির বাস্তবতা তাঁর জীবনেও লক্ষ্য করা যায়। যত দিন বেঁচে ছিলেন, মিথ্যাবাদীদের আতংক হিসেবে বাঘ-সিংহের গর্জন আর হুংকার হয়েই ছিলেন। আল্লামা সাঈদীর নাম শুনলে আজও মিথ্যাবাদী তাবেদারদের কলিজায় পানি থাকে না।

তাকে সাজানো মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল- যার বহু প্রমান আজও বিদ্যমান। সময় হলে মিথ্যা মামলার সাথে জড়িত কুশীলবদের মুখোশ জাতির সামনে উম্মোচিত করা হবে ইনশাআল্লাহ। জাতি তখন গোপন চুক্তি থেকে শুরু করে উচ্ছিষ্টভোগী তাবেদার অপশক্তির অনেক কূটকৌশলই সচক্ষে দেখতে পাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।

৬| ৩০ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: ভাই মানুষদের নিয়ে পোস্ট দিন।ওনার মগজ শুধু আস্তাকুঁড়ের মধ্যে সীমাবদ্ধ। অবশ্য বেড়ে ওঠা যদি আঁস্তাকুড়ে হয় তাহলে তো যেন তেন প্রকারে প্রিয় স্থানকে টেনে আনবেনই। কাজেই আমার উপলব্ধি অর্বাচীন, কূপমন্ডুক, চাপাবাজির মাস্টারের জন্য এতো এতো শব্দচয়নে উনি আহ্লাদিত হবেন।এসব
লেখালেখি ওনার মগজে ঢুকবে না।

৩০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৬

নতুন নকিব বলেছেন:



প্রিয় পদাতিক ভাই,

অনেক দিন পরে আপনাকে পেয়ে আনন্দিত। শুভকামনা জানবেন।

৭| ৩০ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৩

ঢাবিয়ান বলেছেন: ১৫ বছরের সকল গনহত্যা , গুম, খুনের হুকুমের আসামীর বিচার সোনাগাজী চান না। সেটাতো খুবই স্বাভাবিক। আপনি কি ভিন্ন কিছু আশা করেছিলেন আওয়ামিলীগের একনিষ্ঠ এই সমর্থকের কাছ থেকে ? =p~

৩০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৫

নতুন নকিব বলেছেন:



সরাসরি তার কাছ থেকে উত্তরটা জানার একটা গুরুত্ব অন্যরকম! বাস্তব দর্শনে অন্তরের প্রশান্তি বা পরিতৃপ্তির একটা বিষয় থাকে না! সেটা কি শুধু অনুভব করে পাওয়া সম্ভব?

ধন্যবাদ।

৮| ৩০ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: গণতন্ত্র আর বাক-স্বাধীনতার গল্প শুনিয়ে আসছেন গত ১৫ বছর। আর এখন অন্যরা কী করবে না করবে সেটাও ঠিক করে দিচ্ছেন। ভালো। আপনি নিজে কি কখনও বিএনপি আমলের দুর্নীতি বা রাজাকারদের নিয়ে পোস্ট দিয়েছেন? কেউ যদি বলে কেন দেননি জবাবে কী বলবেন? আপনারা কি গণতন্ত্র বা বাক-স্বাধীনতা বলতে নিজের সুবিধামতো বোঝেন?

৩০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৪

নতুন নকিব বলেছেন:



চোরের মায়ের গলাটা সবসময় যে একটু বড়ই থাকে, আওয়ামী লীগের কিছু অন্ধ অনুসারীদের কথাবার্তায় ইদানিং তা সুন্দরভাবে ফুটে উঠছে।

আপনি নিজে কি কখনও বিএনপি আমলের দুর্নীতি বা রাজাকারদের নিয়ে পোস্ট দিয়েছেন?

-নব্য রাজাকার আর তাদের গডমাদার খুনী হাসিনাকে নিয়ে পোস্ট দেওয়ায় ব্যস্ত সময় পার করছি। এই ফাঁকে, বিএনপি আমলের দুর্ণীতি নিয়ে, পুরনো রাজাকারদের নিয়ে পোস্ট আপনি দিতে পারেন।

ধন্যবাদ।

৯| ৩০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫০

করুণাধারা বলেছেন: হাসিনার বিরুদ্ধে বেশীর ভাগ অভিযোগই সুশীল মিডিয়ার সৃষ্টি। কোন প্রমান নাই, খালি মুখে মুখে আর ফেসবুকে। =p~ =p~ =p~ =p~

আহারে প্রহর রাজা! এইসব বলে কি আর এখন হালুয়া রুটি জুটবে!!=p~

৩০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৭

নতুন নকিব বলেছেন:



কিছু কিছু লোকের সম্ভবতঃ ইতোমধ্যেই হালুয়া বিরিয়ানিতে টান পড়েছে। ১৫ বছরের অভ্যাসে হঠাৎ ছন্দপতন বলে কথা! মেনে নিতে এবং মানিয়ে নিতে একটু কষ্ট তো হবেই!

ধন্যবাদ।

১০| ৩০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:১৮

রানার ব্লগ বলেছেন: আপনি আপনার মতামত দিয়েছেন তিনি তার মতামত দিয়েছেন এতে সমস্যা টা কি ? দেশ স্বাধীন হোল তাতে কি অন্যের বাক স্বাধীনতায় কি কোন হস্তক্ষেপ জরুরী ।

উনি যা খুশি বলতে ও লিখতে পারেন একই অর্থে আপনিও পারেন । এটাই কি সৌন্দর্য নয় ? নাকি কেউ আপনার মতের বিরুদ্ধে লিখলে তাকে নিয়ে হা হা হি হি করে ট্রল করাটা সৌন্দর্য ?

৩০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৭

নতুন নকিব বলেছেন:



এটা শুধুই মতামত বলে কথা নয়। এটা তারচেয়েও অনেক বেশি কিছু। এটা নীতি এবং আদর্শের বিষয়। নীতি আদর্শ বলতে যাদের কিছুই থাকে না, কেবল তারাই নিজের দলীয় অপরাধীর শাস্তি দাবি করতে অপারগতা প্রকাশ করতে পারে।

উদাহরণতঃ বলছি, অপরাধী যদি আপনার নিকটজন, এমনকি ভাই কিংবা বাবাও হয়ে থাকেন, আপনি যদি একজন নীতিবান মানুষ হন, ভাই কিংবা বাবা বলে তাদেরকে কস্মিনকালেও ছাড় দিবেন না- এটাই আপনার কাছ থেকে প্রত্যাশা। সত্যিকারের আদর্শবান যে কোনো মানুষের কাছ থেকেও এই প্রত্যাশাই করে থাকেন সকলে।

আশা করি, বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।

১১| ৩০ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:১৬

কৌতুহলী বয় বলেছেন: এই লোক বরাবরে মতোই পাচাটা পোষ্ট, কমেন্টস করে আর আমিও আপনার মতো খেয়াল করে দেখেছি ব্লগে প্রচুর লীগের দালাল ও ভাদারা নিয়মিত বিভ্রন্তিমূলক পোষ্ট করছেন

৩০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৭

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ।

১২| ৩০ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৭

আপেক্ষিক বলেছেন: ভক্ত হওয়া ভাল, অন্ধ ভক্ত হওয়া উচিৎ না

৩০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৮

নতুন নকিব বলেছেন:



ঠিক বলেছেন। ধন্যবাদ।

১৩| ৩০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:১০

জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই,
মাতালেরও কিন্তু বাকস্বাধীনতা আছে। মাতাল কি বলে সেটা দোষের না। বরং মাতালের কথা নিয়ে ঘাটাঘাটি করাই দূষণীয়। আর কেউ যদি সারাক্ষণ নেশায় ডুবে থাকে তখন তার কথা কতোটা যুক্তিযুক্ত?

৩০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩০

নতুন নকিব বলেছেন:



প্রিয় ভাই, মূল্যবান মন্তব্যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

আসলে তার প্রতিটি কথা ধরে ধরে বিশ্লেষন করার ইচ্ছে বা সক্ষমতা কোনোটাই আমার নেই। এই পোস্টে আলোচিত তার বক্তব্যটা আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ মনে হয়েছিল বলেই পোস্ট দিতে বাধ্য হয়েছি। কারণ, তিনি হাসিনার বিচার চান না, স্পষ্টভাবে প্রকাশ করা তার এই বক্তব্যকে শুধুই তার মতামত বলে ধরে নেওয়ার যুক্তি নেই। এটা বরং তারচেয়েও অনেক বেশি কিছু।

এটা রীতিমত নীতি এবং আদর্শের বিষয়। নীতি আদর্শ বলতে যাদের কিছুই থাকে না, কেবল তারাই নিজের দলীয় অপরাধীর শাস্তি দাবি করার ক্ষেত্রে এই ধরণের অপারগতা প্রকাশ করতে পারে।

আর যেটা বলেছেন, মাতালের বাক স্বাধীনতা অন্যদের চেয়ে কিছুটা বেশি থাকে বলেই আমার বিশ্বাস। বাস্তবে পথে ঘাটেও আমরা তার প্রতিফলন কালেভদ্রে দেখে থাকি।

আবারও ধন্যবাদ।

১৪| ৩০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: চোর, ডাকাত বা খুনির শাস্তি কেউ যদি না চায় তাহলে বোঝা যায় যে, সে এই খারাপ কাজগুলিকে সমর্থন করছে। শেখ হাসিনা ও তার দোসরদের দুঃশাসন দেখার পরেও অনেকে অন্ধের মত এদেরকে সমর্থন করে যাচ্ছে। হাসিনা এদের ব্রেন ওয়াশ করে ফেলেছে।

৩০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৪

নতুন নকিব বলেছেন:



ঠিক বলেছেন। ধন্যবাদ।

হাসিনার দলে ভীড়ে কেউ কেউ সরাসরি দেশের সম্পদ লুটে নিয়ে উপকৃত হয়েছেন। অনেকে দেশ থেকে পাচার করা অবৈধ সম্পদের ভাগ বাটোয়ারারও অংশ পেয়েছেন।

এরা সবাই অবৈধভাবে বিনা ভোটে/ নৈশ ভোটে/ অনির্বাচিত স্বৈরাচারের সুবিধাভোগী এবং দোসর। হঠাৎ বিরিয়ানি বন্ধ হওয়ায় অনেকেরই দিশেহারা অবস্থা এখন।

অপরাধী এবং অপরাধীদের সহযোগী ও দোসর উপকারভোগীগণ বিচার না চাইলেও, বিচারের কথা শুনে শরমে আচলে/ রুমালে মুখ ঢাকলেও বিচারের কাঠগড়ায় তাদের দাঁড় করাতেই হবে।

১৫| ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: এরকম পোষ্ট আপনার কাছে আশা করি না।

৩১ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:১৮

নতুন নকিব বলেছেন:



আচ্ছা, পরবর্তীতে পোস্ট দেওয়ার ক্ষেত্রে আপনার এই কথা স্মরণে রাখার চেষ্টা থাকবে। ধন্যবাদ।

১৬| ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ১১:০১

জুল ভার্ন বলেছেন: কারোর চাওয়ার বা না চাওয়ার গুরুত্ব দেওয়ার কি আছে!

৩১ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:২০

নতুন নকিব বলেছেন:



সেটা ঠিক, তবে নীতি আদর্শ কাদের কেমন, তা পরিষ্কার করার জন্যই...। ধন্যবাদ।

১৭| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ১২:১৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনার লেজ ইদানীং বেরিয়ে পড়েছে। আমার মন্তব্যে কোথাও লেখা আছে কারও পক্ষে বলছি? কিছু আপনি ছাগলের মতো ম্যা ম্যা করে নিজের আক্রোশ ঝাড়ছেন। মানুষ হয়ে থাকলে অন্যকে অন্যর মতো থাকতে দেন।

৩১ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৩৮

নতুন নকিব বলেছেন:



আপনিও তো রেগে যাচ্ছেন! অবশ্য, আপনার আগের মন্তব্যের উত্তরটা আমারও একটু কঠিনভাবেই দেওয়া হয়েছে। দুঃখিত!

বলতে পারেন, এটা ১৫/ ১৬ বছরের পুঞ্জিভূত ক্ষোভেরই বহিপ্রকাশ। গত দেড় দশকে আওয়ামী লীগের পাহাড় প্রমান অপরাধ আর বিপুল বিশাল দুর্ণীতি নিয়ে কেউ কথা বলতে গেলেই একশ্রেণির সুবিধাভোগী চামচাকে দেখা যেত, তারা বিএনপি আমলের দুর্ণীতির কথা বলে প্রতিবাদকারীদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করতো। আপনিও এই পোস্টে আপনার প্রথম মন্তব্যে সেই একই কাজ করেছেন বলে মনে হয়েছে। আশা করি, বুঝতে পেরেছেন।

বিএনপির আমলে দুর্ণীতি হয়েছে- সেই কথা আমি বলিনি বলে আওয়ামী লীগ আমলের দুর্ণীতি নিয়ে প্রতিবাদ করতে পারবো না, এটা কেমন কথা? আমি কি কোথাও বিএনপির সময় দুর্ণীতি হয়নি, এমন কথা বলেছি? বলিনি, বরং প্রকৃত সত্য হচ্ছে, বিএনপির দুর্ণীতি নিয়েও আমি অতীতে কথা বলেছি। দুর্ণীতি যারাই করবে আমাদের প্রতিবাদ তাদের বিপক্ষেই থাকবে।

যা হোক, কথা হচ্ছে, বিএনপি দুর্ণীতি করেছে- এই কথা বলে আওয়ামী লীগের দুর্ণীতিকে জায়েজ করার চেষ্টা কোনোক্রমেই সুস্থতার পরিচায়ক নয়।

ভালো থাকুন। ধন্যবাদ।

১৮| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ১:১৪

আঁধারের যুবরাজ বলেছেন: এই জাতীয় পোস্ট আপনার কাছে আশা করিনি।

৩১ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৩৯

নতুন নকিব বলেছেন:



আচ্ছা, আপনি যেহেতু আশা করছেন না, আপনার প্রতি সম্মান প্রদর্শন করে এই জাতীয় পোস্ট আর দিচ্ছি না। আপনাকে অনেক ধন্যবাদ।

১৯| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ১:৫২

রানার ব্লগ বলেছেন: আপনার কাছে যেটা অপরাধ ও নিতী আদর্শ চুত্য মনে হচ্ছে ওনার কাছে তা মনে না হতেই পারে। সবার চিন্তা ভাবনা এক হবে না এটাই নিয়ম।

আপনি বলতে পারেন বড় একটা সংখ্যার মানুষ যা বলে ওটা সঠিক বলে মানাটাই বুদ্ধিমানের কাজ। এই ক্ষেত্রে ওনার লজিক কি আমার জানা নাই।

কিন্তু তাই বলে আমার বুলি অন্যের মুখে প্রকাশ করার মরো চাপ আমি দিতে পারি না।

৩১ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৪০

নতুন নকিব বলেছেন:



গঠনমূলক সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

২০| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ১:৫৯

রানার ব্লগ বলেছেন: আপনি আপনার মতামত প্রকাশ করুন। ওনাকে ওনার মতামত প্রকাশ করতে দিন। আমরা দুই জনকেই ভালোবাসি। দুই জনার পোস্টেই আমরা আলোচনা করবো কিন্তু এমন বিদ্বেষ মূলক পোস্ট আপনার কাছে আশা ছিলো না।

ব্যাপার টা দেখে মনে হচ্ছে ধরে বেধে একজন কে স্বিকার করানো যে সে যা বলছে তা ভুল। যদি সে ভুল করেও থাকে তাকে তার পোস্টে গিয়ে বললেই হয়। আলাদা করে এই পোস্ট দেবার কি আছে।

দুঃখের বিষয় আপনারা দুই জনই একি কাজ করছেন, সোনাগাজী আপনার নাম উল্লেখ করে তার পোস্টে বলছে আপনি আস্ত একটা পোস্ট ছেপে দিয়েছেন। এতে কেবল ঘৃনাই বাড়ে অন্যকিছুই না।

ব্লগে আমরা কেউ কেউকে আলাদা ভাবে বা ব্যক্তিগতভাবে তেমন চিনি না। তাই কি লাভ ঘৃনা ছড়িয়ে?

৩১ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৪১

নতুন নকিব বলেছেন:



আপনার আন্তরিক মন্তব্যের জন্য আবারও ধন্যবাদ। মূল্যবান কথা বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.