| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন নকিব
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
পুরষ্কার নিতে ঢাকায় আসুন!
ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।
@জেনারেশন একাত্তর,
আহা রে, আপনার সাঙ্গপাঙ্গরা কই! কই গেলেন আপনারা! কোথায় লুকোলেন! আপনাদের আম্মাজানই বা কোথায়! আপনাদের সেই আম্মাজান, যাকে এক নামে সবাই চেনে ফ্যাসিবাদী খুনিদের পলাতক মাফিয়া রানী ওরফে ভিনদেশী তাবেদার হিসেবে, তার জন্য আসছে ১৭ নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চমৎকার উপহার! আহারে, নোবেল পাওয়ার কত খাহেশ ছিল তার! কতইনা হা হুতাশ করতেন তিনি নোবেল পাওয়ার জন্য! যাক, নোবেল পাননি বলে আফসোস করে লাভ নেই, এবার নিশ্চিতভাবেই তিনি পেয়ে যাবেন একটা 'স্পেশাল অ্যাওয়ার্ড'! সুতরাং, এই শুভক্ষণে, এই অসাধারণ মাহেন্দ্রক্ষণে চলে আসুন না ঢাকায়! এত বড় পুরস্কার, গ্রহণ না করলে কেমনে হয়! না এলে এটা তো হবে এমনই ঘটনা, যেন কোনো হলিউড স্টারকে অস্কার ছাড়া ফেলে রাখলেন! সুতরাং, আসুন, ঢাকা আসুন, দ্রুত আসুন বিশাল এই পুরষ্কার গ্রহণ করুন!
তাকে এই পুরষ্কার দেওয়া হবে ২০২৪ এর জুলাইয়ের রক্তাক্ত গণ অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে, যেখানে ছাত্র-জনতার রক্তে ভেজা রাস্তাগুলো এখনো চিৎকার করছে, হাহাকার করছে। হাজারও মায়ের বুক খালি করার অপরাধের পুরষ্কার আদালত তাকে বুঝিয়ে দিবে। কিন্তু আশ্চর্যের বিষয়, রায়ের প্রাক্কালে এই সময়ে তাকে দেখা যাচ্ছে না কোথাও! না আদালতে তার ছায়া আছে, না দেশের কোনো কোণে তার সেই অট্টহাসির ধ্বনি শোনা যাচ্ছে! ইহার কারণ কী? তিনি কি তাহলে ভারতের কোনো অলিগলিতে লুকিয়ে আছেন? দেশের মানুষ তো তার চিন্তায় পাগল, অস্থির! তিনি কখন আসবেন? না আসলে তার পুরস্কার কে গ্রহণ করবে? আপনি করবেন? তাহলে এসে পড়ুন! চলে আসুনরে ভাই!
আরে বাপ রে, মানুষের দুই চোখে ঘুম নেই! সবার একটাই দাবি, ভিনদেশী তাবেদার আপনাদের আম্মাজান দেশে আসুন, চলে আসুন তাকে নিয়ে, আগে সময় না পেলে অন্ততঃ রায়ের দিনটাতে ঢাকায় ল্যান্ড করুন, দেখবেন ফুলের তোরণ সাজিয়ে আপনাদের স্বাগত জানাবে এদেশের মানুষ!
![]()
১৪ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৫৬
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ। আপনিও তো সেই জাইঙ্গার তলেরই লোক। চমৎকার ফ্যাসিবাদের পতাকাবাহী। বড় বড় গলা করছেন ঠিক কোথায় বসে? আগরতলায়? নাকি, কলকাতায়?
২|
১৪ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৫৯
কিরকুট বলেছেন: আপনার অবস্থা সেই নতুন পানি পাওয়া হাসের মতো। নতুন পানি পেয়ে পাখাটাখা নেড়েচেড়ে হাক ডাক দিচ্ছেন কিন্তু একটুও ভাবছনে না যে ঝোপের আড়ালে নেকড়ে দাতে ধার দিচ্ছে।
১৪ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:০৮
নতুন নকিব বলেছেন:
আচ্ছা, আপনি যেহেতু বলছেন, দেখা যাক এখন থেকে কিছু কিছু ভাবনা চিন্তা করা যায় কি না। ধন্যবাদ।
১৪ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:১০
নতুন নকিব বলেছেন:
জেনারেশন গংরা যে অযাচিত উপদ্রবে ব্লগ ভাসিয়ে দিচ্ছে, তা খেয়াল করেছেন একবারও?
১৪ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:১১
নতুন নকিব বলেছেন:
এই কারণে পোস্টের প্রেক্ষিত বা প্রেক্ষাপটটাও বুঝার চেষ্টা করতে হয়।
৩|
১৪ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫২
বিষন্ন পথিক বলেছেন: তলায় থাকতে থাকতে চেনেন খালি লুঙ্গির তলা, আগরতলা, অবশ্য আপনার দোষ নাই, দেশ বলতে চেনেন খালি পাপস্থান আর তলা
১৪ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৪৫
নতুন নকিব বলেছেন:
আপনি এমনিতেই বিষন্ন। কিছু শক্ত কথা বলে আপনাকে আরও বিষন্ন করে দিতে মন সায় দেয় না। তাই মনে করি, অহেতুক মেজাজ তিরিক্ষি করে প্রেশার বাড়াতে না যাওয়াই ভালো। তা ছাড়া, বয়সও তো হয়েছে। তাই না? শুধু বলি, শান্তিতে থাকুন। আরেকটি কথা আপনার জ্ঞাতার্থে বলে রাখা ভালো, পাপস্থান বলে মজা পেলে আরও কয়েকবার বলুন কিন্তু ৭১ এর খুনি বদমাশদের বিষয়ে আমার মোটেই আগ্রহ নেই। আশা করি, বুঝতে পেরেছেন।
ধন্যবাদ।
৪|
১৪ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫৩
বিষন্ন পথিক বলেছেন: তলায় থাকতে থাকতে চেনেন খালি লুঙ্গির তলা, আগরতলা, অবশ্য আপনার দোষ নাই, দেশ বলতে চেনেন খালি পাপস্থান আর তলা
৫|
১৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ৮:৫৭
রাজীব নুর বলেছেন: একজন ধার্মিক এবং মানবিক মানুষ এরকম কুৎসিত লেখা লিখতে পারেন না।
চোখ থেকে টিনের চশমা খুলুন। সত্য জানুন। অন্যের মুখের ঝাল খাবেন না।
১৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:১৩
নতুন নকিব বলেছেন:
রাজীব নুর,
এটা চামচামির স্থান নহে। পদলেহন করতে চাইলে সোনাগাজীর কাছে যান।
৬|
১৫ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:০১
রাজীব নুর বলেছেন: আপনার মধ্যে যথেষ্ট জ্ঞানের অভাব রয়েছে।
প্রাইমারী স্কুলের জ্ঞান নিয়ে বেঁচে আছেন কিভাবে।
১৫ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩১
নতুন নকিব বলেছেন:
আমারও প্রশ্ন একটাই, ভুয়া সোনাগাজীর চামচামি করে আপনার লাভটা আসলে কী!!! গার্বেজের পেছনে ছুটে আপনি কেন নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিচ্ছেন!!!
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৪৮
বিষন্ন পথিক বলেছেন: উনি আসলে আবার সামু থিকা লুঙ্গির নিচে ডুব মাইরেন না , আপনারা তো আবার অন্তঃবাস এক্সপার্ট, বিপদ দেখলেই লুঙ্গির নিচের অংশে থেকে রং পাল্টান