নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নায়করাজ

নায়করাজ › বিস্তারিত পোস্টঃ

মাকে বিক্রি করে খাচ্ছেন, শরম লাগে না ?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০১

জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা



আমার দেশ, নয়াদিগন্ত, সংগ্রাম, ইসলামিক টেলিভিশন ও দিগন্ত টেলিভিশন কামড়ে পড়ে আছেন, আপনাদের শরম লাগে না ? আপনারা জানেন, এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের। তারপরও আপনারা দেশের সাথে বেইমানী করে নিজের বিবেককে বিসর্জন করে ওখানে চাকুরি নিয়ে কার লেজুড়বৃত্তি করছেন ?



দেশ তো মা। তাকে বিক্রি করে খাচ্ছেন ? শরম লাগে না আপনাদের ? এতই যদি টাকার অভাব হয়, নিজের মাকে বিক্রি করে খান। নিজের বোনকে বিক্রি করে খান। কিন্তু দেশবিরোধী এই প্রতিষ্ঠানের সপক্ষে আর প্রপাগান্ডা চালাবেন না। এই প্রপাগান্ডা মেশিনগুলো বন্ধ করে দিন।



এই প্রতিষ্ঠানগুলো জামাত শিবির তৈরি করেছিল মানুষকে বিভ্রান্ত করার জন্য। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত এবং দিশেহারা করাই এই প্রপাগান্ডা মেশিনগুলোর উদ্দেশ্য। তারা সেই কাজ এখন্ও চালিয়ে যাচ্ছে। আপনাদের প্রপাগান্ডা মেশিন ‌'আমার দেশ' শাহবাগের লাখো মানুষের বিস্ফোরণকে তারা বলছে ‌ফ্যাসিবাদ'। এই রিপোর্ট মিথ্যা। এই রিপোর্টের প্রতিটি শব্দ মিথ্যা। তারা মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে মানুষকে বোকা বানিয়ে রাখতে চায়। এই পত্রিকাটি গতকাল্ও মিথ্যা রিপোর্ট প্রকাশ করেছিল। ইমরান রাজাকার খান এ সবুরের কবর সম্পর্কে মন্তব্য করেছিল। অথচ পত্রিকাটি জেনে শুনে এই নিউজ বিকৃত করে জিয়ার কবর সম্পর্কে ইমরান এই কথা বলেছে লিখে দেয়।কত বড় মিথ্যাচার ! এই মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না। আমার দেশ-এর মালিকানায় সেকেন্ড লারজেস্ট ইনভেস্টমেন্ট জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনীম আলমের। এদের টাকায় চলা প্রতিষ্ঠান মিথ্যার বেসাতি খুলে বসবেই।



অনেক হয়েছে। এবার জনতার কণ্ঠস্বর শুনুন। দেশের স্বার্থে, আপনার মায়ের স্বার্থে লেজুড়বৃত্তি বন্ধ করুন। না হয়, ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।



আসুন, আমরা এই সব জনবিরোধী স্বাধীনতাবিরোধী রাজাকারের গড়া প্রতিষ্ঠান বয়কট করি। এদের কোন পত্রিকা আমরা পড়ব না, কোন টেলিভিশন আমরা দেখব না।



সরকারের কাছে দাবি করব, কোন স্বাধীনতা বিরোধী প্রতিষ্ঠান বাংলার মাটিতে থাকবে না। যারা আমাদের দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন, যারা আমাদের দেশের অস্তিত্বের সমর্থক না, তাদের কোন অধিকার নাই, এই দেশে কোন পত্রিকা বা টিভি চালানো। এদের সকল প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে দান করে দেয়া হোক।



এদের সম্পর্কে আরও জানতে এখানে যান :

Click This Link

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

কলাবাগান১ বলেছেন: কাকে কি বলছেন .. আপনি রাজাকারি ধ্যান ধারনার না হলে কি উখানে চাকরী পাবেন???

অবশ্য শিরোনামহীন ব্যান্ড দল হল দুমুখী সাপ... দিনে দিগন্ত টিভিতে গান গাবে আর রাতে আসছে শাহবাগে

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮

স্পাইসিস্পাই001 বলেছেন: রাজাকারের ফাঁসি চাই.....

ছাগু মুক্ত সামু চাই......

জয় বাংলা!!!!!! জয় বাংলা!!!!!!!

("যখন কেউ বলবে, আমিও রাজাকারের ফাসি চাই তবে...... তখন বুঝবেন সে /:) ছাগু ;) ; আর সাথে সাথে রিপোর্ট করুন")

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১

গ্যাম্বলার বলেছেন: "যখন কেউ বলবে, আমিও রাজাকারের ফাসি চাই তবে......" তখন বুঝবেন সে / ছাগু :):):):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.