নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নায়করাজ

নায়করাজ › বিস্তারিত পোস্টঃ

পাবলিককে ভুদাই চন্দ বানানোর জামাতী ফর্মুলা : মিথ্যাচারের সকল রেকর্ড ভঙ্গ

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১১:০৪



ফেসবুকে ছড়িয়ে দেয়া সেই ভুয়া ছবি।



বগুড়ায় গতকাল ব্যাপক হাঙ্গামা হওয়ার পেছনে একটি গুজব দায়ী। গতকাল ভোরে বগুড়ার মসজিদ থেকে মাইকে করে ঘোষণা দেয়া হয় সাঈদীকে নাকি চাদে দেখা গেছে। সুতরাং এই রকম আল্লাহর অলীকে আটকে রাখার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে, নইলে ঈমান থাকবে না।

এই গুজবের প্রেক্ষিতে মানুষ ক্ষেপে উঠে। তারা সংঘবদ্ধ হয়ে পুলিশ ফাড়িতে হামলা চালায়। হামলা চালায় থানায়।



জামাত শিবিরের মিথ্যাচারের আরেকটি নমুনা হয়ে থাকল এই ঘোষণাটি। মওদুদীবাদ এভাবেই মিথ্যাচারের উপর প্রতিষ্ঠিত। এরা খুব পরিকল্পিতভাবে মিথ্যাচার ও গুজব তৈরি করে মানুষকে বোকা বানায়।



আর এই ঘটনার মাধ্যমে বাংলাদেশের মানুষ যে কী পরিমাণ ভুদাই চন্দ সেটাও জানা গেল।



দৈনিক প্রথম আলো :

বর্বরতা শুরু যেভাবে: ভোর চারটার দিকে বগুড়া শহরতলির বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মানুষকে রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়। মসজিদ থেকে বলা হয়, চাঁদে দেলাওয়ার হোসাইন সাঈদীর মুখ দেখা যাচ্ছে। তাঁকে রক্ষা করা ইমানি ও জিহাদি দায়িত্ব। এ ঘোষণার পর থেকে জামায়াত-শিবিরের নেতৃত্বে হাজার হাজার মানুষ বিভিন্ন স্থান থেকে মিছিল বের করে।

Click This Link



দৈনিক কালের কণ্ঠ :

চাঁদে দেলাওয়ার হোসাইন সাঈদীর মুখাবয়ব দেখার গুজব ছড়িয়ে হাজার হাজার মানুষকে পথে নামায় তারা। এরপর একযোগে সব জায়গায় হামলা চালানো হয়।

Click This Link



বাংলানিউজ :


স্থানীয়রা ও গফরগাঁও থানা পুলিশ সূত্র জানায়, গফরগাঁও উপজেলার পৌর এলাকার আলতাফ হোসেন ডিগ্রি কলেজের সামনে রোববার দুপুরে লোক জড়ো করে স্থানীয় সালটিয়া ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি মারুফ আহমেদ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শীর্ষ জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখা গেছে বলে প্রচার করতে থাকেন।



পরে উপস্থিত লোকজন তাকে মারধর শুরু করলে দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান তিনি।

Click This Link





তবে মজার ব্যাপার হল, জামাত শিবিরের মুখপাত্র দৈনিক আমার দেশ এই মহান গুজবটিকে ছাপায় নি বা গুজবটি সম্পর্কে কোন নিউজও করেনি।





যারা তাণ্ডব চালিয়েছে, তারা কি কেউ চাদে ছবি দেখেছে ? একজনও পাওয়া যায় নি। তাহলে এই গুজবের পিছনে দৌড়ানোর কারণ কী ? চিলে কান নিয়েছে বললে যে আমরা চিলের পেছনে দৌড়াই, তার প্রমাণ আবারও আমরা দিলাম। গুজবে কান দিয়ে প্রাণ হারানোর আগে, দয়া করে একবার কানে হাত দিয়ে দেখেন।



জামাতীদের মূল শক্তি যে মিথ্যাচার, তারা আবারও প্রমাণ করল। ইসলাম তো দূরের কথা, পৃথিবীর কোন ধর্মই মিথ্যাচারকে সমর্থন করে না। মিথ্যা বলা মহাপাপ।



ইসলামের সেবক বলে দাবীদার জামায়াত শিবির রাজাকার যুদ্ধাপরাধী চক্রের মিথ্যার বেসাতি পাবেন নিচের লিংকে। তাদের মিথ্যার বেসাতি দেখে অবাক হয়ে যাবেন।



Click This Link





ইসলামের সেবক বলে দাবীদার জামায়াত শিবিরের নেতা মওদুদীর ভ্রান্ত আকিদা সম্পর্কে বলেছেন বিভিন্ন আলেম উলামাগণ। সরাসরি নিচের লিংকে চলে যান : Click This Link



জামাতে ইসলাম প্রকৃত ইসলাম নয়। বিস্তারিত পাবেন এখানে : Click This Link





মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১১:১২

মিজানুর রহমান (মিজান) বলেছেন: পু পি

২| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১১:২৪

পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন:

৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১১:৫০

আরিফ নাওগাঁ বলেছেন: ভাল হইচে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.