নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নায়করাজ

নায়করাজ › বিস্তারিত পোস্টঃ

হেফাজত ইসলামের শান্তির নমুনায় হামলা চলছে

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৪

০১) গত ০৫ এপ্রিল বিকালে চট্টগ্রামে একাত্তর টিভির সংবাদকর্মীদের উপর হামলা চালায় হেফাজত ইসলাম কর্মীরা। এতে আহত হন ৬ সংবাদকর্মী।



০২) ০৬ এপ্রিল সকালে মহাখালিতে ঘাতক দালাল নির্মূল কমিটির মঞ্চে হামলা চালায় হেফাজত ইসলাম। এতে পুলিশসহ ৩ জন আহত হয়।

Click This Link



০৩) ০৬ এপ্রিল সকালে ফরিদপুরে স্থানীয় আওয়ামী লীগ সভাপতিকে কুপিয়ে হত্যা করে হেফাজত ইসলামের কর্মীরা।

Click This Link





০৪) ০৬ এপ্রিল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশ কমিশনার বেনজির আহমেদের উপর বোতল ছুড়ে মারে এবং বায়তুল মোকারমে সংবাদকর্মীদের ধা্ওয়া দেয় হেফাজতে ইসলাম।

Click This Link



০৫) পল্টন মোড়ে এসএ টিভির রিপোর্টার মহসিন কবীর ও ক্যামেরাম্যান খোরশেদ আলমের উপর হামলা করেছে হেফাজতে ইসলাম।



০৬) একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাদিয়া শারমিন বেধড়ক পিটিয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তার অবস্থা গুরুতর।শনিবার বিকেলে হেফাজতের সমাবেশ চলাকালে ‘পুরুষদের মধ্যে নারী রিপোর্টার কেন’ প্রশ্ন তুলে তাকে মারতে মারতে সমাবেশস্থল থেকে সরিয়ে দেয় তারা।

Click This Link



এবার দেখেন শান্তির দূর হেফাজতে ইসলাম আসলে কারা : Click This Link

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০

শোয়াইব আহেমদ বলেছেন: হেফাজতের মন্চ দখলের ঘোষনা Click This Link

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২

নায়করাজ বলেছেন: আগেই দেখেছি ভাই। এই ঘোষণার সঙ্গে একমত নই।

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২

মুহসিন বলেছেন: ইসলামের নামে যেকোন বিশৃংখলা সৃষ্টি কোনমতেই কাম্য নয়, যতই বাধা আসুক। বরং উচিৎ শান্তিপূর্ণভাবে আলোচনা করে তা সমাধান করা।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

নায়করাজ বলেছেন: তারা সেটা করবে না।কারণ তাদের উদ্দেশ্য ভিন্ন। তাদের উদ্দেশ্য যুদ্ধাপরাধের বিচার বানচাল করা। আজ যুদ্ধাপরাধীদের ছেড়ে দেয়া হোক। তাদের ঈমানী জোশ চলে যাবে।

এখানে দেখেন : Click This Link

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৮

শিব্বির আহমেদ বলেছেন: মহাখালিতে ঘাতক দালাল নির্মূল কমিটির মঞ্চে হামলা চালালে একটাকেও আস্ত রাখতো না । কমন সেন্সের ব্যাপার ।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৭

নায়করাজ বলেছেন: জ্বি, ভাই, আমি তো মিথ্যুক। টিভিতে প্রচারিত ভিডিও ফুটেজগুলো মিথ্যা। এখানে প্রকাশিত নিউজটাও মিথ্যা।

আপনার কমন সেন্সকে শ্রদ্ধা করি, ভাই।

এখানে একটু দেখবেন কি দয়া করে ? Click This Link

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮

প্যারাসিটামল বলেছেন: ভুয়া খবর, আর সব চেনেলে আওয়ামীলীগ এর। তারা মনমতো নিউজ. করে

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৭

নায়করাজ বলেছেন: ঠিকই কইছন ভাই, আপনি কোন চ্যানেল দেখেন ?

৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৫

মোঃ ইয়াহিয়া বারী বলেছেন: কেউ গু জেনে ইচ্ছা করে খায়,কেউ না জেনে গু খায়।আবার কেউ গু জেনে ও চোখ বন্ধ করে খেয়ে ফেলে।

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

নায়করাজ বলেছেন: আপনে কোন কাম করেন ? কেমনে গু খান ?

৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫২

হাঁড় = ঘাঁড় বলেছেন: পোষ্টে +++++++++++++++

গত ২৪ ঘন্টায় সামুতে ফ্লাডিং হচেছ। হেফাজতে ইসলামের নাম করে পথে নামা তান্ডবকারীদের বিষয়ে অনেক ধর্মীয়, নৈতিক ও আইনগত বিষয় নিয়ে পোস্ট এসেছে। এই পোস্টগুলোতে অসংখ্য বিষয় স্পষ্ট করা হয়েছে।

...তালেবান জঙ্গিবাদের ভয়

মুসলমানিত্ব যাচাই পরীক্ষায় ব্লগারের ত্রাহি দশা : এই ধর্মব্যবসায়ীদের হারাতেই হবে

'হেফাজত' এর অণু-পরমাণু: শিউরে ওঠার উপাখ্যান

হয় তালেবানী না হয় শত্রু

মধ্যযুগের দিকে যাচ্ছে দেশ (বাংলাস্তান অথবা পূর্ব পাকিস্তান) : হেফাজতিদের ১৩ দফা দাবি এবং আমার চিন্তা

হেফাজত ইসলামের শান্তির নমুনায় হামলা চলছে

হেফাজতের নেতা আর টিভি র টক শোতে (আওয়ার ডেমোক্রেসি) বললেন বেপর্দার জন্য মালালা কে গুলি করা হয়েছ।।

ফিউশন ফাইভ এর পোস্টের ছবি নিয়ে যারা কনফিউসনে আছেন তারা এইদিকে আসেন

হিফজতের প্রধান আস্তানা ভারতের দেওবন্দ: দেখুন সেই দেওবন্দীদের কি অবস্থা

‘নাস্তিকদের শায়েস্তা করি, এরপর মিডিয়া’


...হেফাজতের কাছে প্রশ্ন

শাপলা চত্বরের এক নাম না জানা তরুণের কাছে শাহবাগ চত্বর থেকে খোলা চিঠি : আরিফ জেবতিক

হেফাজতিরা পারলে প্রশ্নগুলোর জবাব দিন নতুবা মেনে নিন আপনার ভন্ড!

হেফাজতের মঞ্চ দখলের ঘোষণা। গায়ে পড়ে ঝগড়া করার শামিল নয় কি?

জানুন অন্যকে মুশরিকক/কাফির/মুনাফেক/নাস্তিক বলা গোনাহ

আল্লাম শফি ধ্যযুগীয় ব্রাহ্মণদের মতো নাস্তিকতার সংজ্ঞা দিচ্ছেন

ইসলাম হেফাজতের মালিক কোনো মানুষ নয়, বরং স্বয়ং মহান আল্লাহ পাক

ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা সত্যিকারের মুসলমানের কাজ না

বুকে যদি বিন্দু মাত্র ঈমানী শক্তি ও জোর থাকে হেফাজতে ইসলাম, আমার ছবিগুলোর বিপক্ষে যুক্তি দেখান।

হেফাজতে ইসলামের আসল চরিত্র

প্রিয় নবীজির নামে জঘণ্য মিথ্যাচার করল হিফাজত!!!

হেফাজতে ইসলামের কাছে কি ইসলাম হেফাজত ?

...লংমার্চ

লংমার্চ জায়িয প্রমাণ করতে পারলে আনজুমানে আল বাইয়্যিনাত-এর পক্ষ থেকে একশ’ কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা।

লংমার্চ নাস্তিক্যবাদবিরোধী কর্মসূচি নয়; বরং কট্টর নাস্তিক মাওসেতুংয়ের নাস্তিক্যবাদ তথা কমিউনিস্টবাদ প্রতিষ্ঠার কর্মসূচি

পবিত্র ‘হিজরত’ এর সাথে মাওসেতুং এর লংমার্চ মিলানো কুফরী হবে

প্রাণপ্রিয় নবীজি লংমার্চ করেছেন!!! (নাউযুবিল্লাহ) উক্ত অপবাদ লেপনকারী নিশ্চিত জাহান্নামী

...শাহবাগ নিয়ে পুনর্মূল্যায়ন ও গণজাগরণ মঞ্চে হামলা

কাণ্ডারি হুশিয়ার!!

শাহবাগের গণজাগরণ মঞ্চে হামলা চালিয়েছে হেফাজতে ইসলামীর কর্মীরা।

লড়াই হবে রাজপথে। শাহবাগ আবার জেগেছে। আবার জেগেছে প্রজম্ম..........জয় বাংলা।

গণজাগরণ মঞ্চ।

এবার সশস্ত্র প্রতিরোধের পালা, সমবেত হোন শাহবাগে

হেফাজতে ইসলামের শান্তির নমুনা : নির্মূল কমিটির সমাবেশে হেফাজতের হামলা

...জামাত বিষয়ে হেফাজত অন্ধ

হেফাজতী ইসলামের লংমার্চঃ নেপথ্যের এক ভয়াবহ কাহিনী

জামাতের বিরুদ্ধে, দেওয়ান বাগির বিরুদ্ধে কোনদিন লং মার্চ করলেন না কেন মাওলানা শফি সাহেব (দঃবাঃ)?

একটি হেফাজতে জামায়েত ও বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি!!

যুদ্ধাপরাধীদের টাকায় এই আন্দোলন.....

ওরা হেফাজতে ইসলাম নয়- হেফাজতে জামাত ॥

হেফাজতে ইসলাম এত টাকা পেল কোথায় ?

হেফাজতে জামাতের এইগুলো নাকি অরাজনৈতিক বক্তব্য

হেফাজত-জামায়াত গোপন ফোনালাপ ফাঁস সরকার উৎখাত ও লংমার্চের ষড়যন্ত্র নিয়ে কথোপকথন

...তেরো দফা

হেপাজতে জামাতে ইসলামীর ১৩ দাবীর বাস্তবতা এবং কল্প বাস্তবতা।

লংমার্চ কর্মসূচি ইসলাম ও কুরআন শরীফ বিরোধী : একাত্তরে ঘাতক বাহিনীর সংগঠক ছিলো মাওলানা শফী

...নারীর উপর তালেবানী হামলা

এবার নারী সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা, অবস্থা গুরুতর।

বাংলা হবে আফগান : নারীদের পেটানো শুরু করে দিয়েছে হেফাজতে ইসলাম

ব্রেকিং!!বাংলাস্তানে স্বাগতম!!নারী সাংবাদিককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে হেফাজতের লোকজন!

আমি ও চাই !

উপরের পোস্টগুলোতে এত বেশি সংখ্যাক তথ্য আছে যে এগুলোই যথেষ্ট। আর এই সময়ে হেফাজতিরা দিচ্ছে রাষ্ট্রদ্রোহী পোস্ট।

...রাষ্ট্রদ্রোহীদের নর্তনকুর্দন

'ঢাকা বিচ্ছিন্ন এইটাই চান্স' -এই ধরনের রাষ্ট্রদ্রোহী পোস্টদাতা ও তাদের সমর্থকদের চিনে নিন। মুখোশ উন্মোচন করুন।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৬

নায়করাজ বলেছেন: লিংকগুলোর জন্য ধন্যবাদ।

এইখানে দেখেন :
Click This Link

Click This Link

Click This Link

৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৭

আমরা তোমাদের ভুলব না বলেছেন: আহারে হনু, ল্যান্জায় ঘা ধরছে?????????
ভাল ডাক্তার দেখা

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩

নায়করাজ বলেছেন: তুমি কি সার্টিফিকেট বিলায়া বেড়াচ্ছ নাকি ? আমার ঈমান আছে কি নাই , সেই সার্টিফিকেট তোমার থিকা নিতে হবে ? আমি দোযখ না বেহেশতে যাব, সেই বিচার তুমি করবা নাকি মহান আল্লাহতালায়া ?

নিজেকে মহান আল্লাহতায়ালার জায়গায় প্রতিস্থাপন করার চেষ্টা করে শিরক করো না। ধ্বংস হয়ে যাইবা।

যাকে তাকে নাস্তিক বলা ইসলামে নিষেধ।

৮| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৩:০৪

মইনুল হাসান মুক্ত বলেছেন: এই ছবিটাও কি ভুয়া !!

৯| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৩:৪৯

সমাজের থেকে আলাদা বলেছেন: মইনুল হাসান মুক্ত বলেছেন:

এই ছবিটাও কি ভুয়া !!

brother, it maybe fake or maybe from other countries, which one how are you sure? for now it only proves that you sympathize these "Hefazat" devils. try to wake up dude, this isn't a good sign to side with terrorism

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.