নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তা হচ্ছে কাজের সূক্ষ্ম শরীর

"আকাশে নক্ষত্র দেখে নক্ষত্রের মতন না হয়ে পারিনি আমি / নদী তীরে বসে তার ঢেউয়ের কাঁপন, / বেজেছে আমার বুকে বেদনার মত / ঘাসের হরিৎ রসে ছেয়েছে হৃদয়"। _আহমদ ছফা

আবু নাঈম

'আগুনের ছবি দেখতে আগুনের মতো দেখালেও পোড়াবার ক্ষমতা থাকে না' _ আহমদ ছফা

আবু নাঈম › বিস্তারিত পোস্টঃ

ফাগুনের কবিতা ২০১৪

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৮

ফাগুনের কবিতা ২০১৪





গতবার খুব বেশি শীত পড়েছিল



তাই ভালো লেগেছে ফাগুন



এই বার ততটা পড়েনি,



আগুন পোহাতে গিয়ে এইবার



খুব বেশি মানুষ পুড়েছে,



গতবার ততটা পোড়েনি।





গণতন্ত্রের পথ বন্ধুর



বন্ধুরা বলে, তাই শুনি



ভবনের নিচে চাপা পড়ে



গণতন্ত্রের গান শুনি।





গণতন্ত্রের বোলচালে



চাল-চুলো হারিয়েছে কারা



গেরস্থ থাকে উণা-ভাতে



পোয়াবারো যে দেয় পাহারা!





প্রতিদিন রাত্রি গভীরে



হরেক টিভির পর্দায়



গণতন্ত্রের নাচ জমে



কারা কারা বাদ্যি বাজায়।







এই বার খুলে বলো দেখি



ফাগুনে কি সাজ তুমি নেবে -



বিশ কুড়ি ছোট বলে খেলা



ভালোবাসা দিবসটা ভেবে,



একুশের প্রভাতফেরিতে



সাদা শাড়ি কালো পাড় দিয়ে



লাল টিপ দারুণ মানাবে



জিন্স প্যান্ট ফতুয়ার বিয়ে।





গণতন্ত্রের মালা জপে



কাদের ফুরিয়ে গেলো পান্তা ও নুন



গণতন্ত্রের লাশ কফিনে শায়িত



তাকে দাও প্রতিদিন সিঙ্গেল খুন!





মৃতেরাই বেশ ভালো আছে



কিবা যায় ফাগুনে ও শীতে



বেঁচে থাকলেই যত গেরো



মুখ দেখা ঘষা আরশিতে।





[১১ জানুয়ারি '১৪ দৈনিক প্রথম আলো পাঠে : "প্রতিদিন গড়ে একটি ‘হত্যা’", "ফাগুন হাওয়ায় হাওয়ায়", "বসন্তে ছোট্টমণি", "ফাগুনের সাজ", "বাসন্তী বেসে", "ভালোবাসা দিবসের খাবারের আয়োজ" ইত্যাদি ইত্যাদি]



Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.