![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am very simple, complaisant
১ । পানির দামে বিক্রি ( অতি অল্প দামে) ঃ পানি এখন আর সস্তা নেই। পানি এখন অনেক জায়গায় দুধ এবং তেলের চেয়েও দামী । উত্তরবঙ্গের কিছু জায়গায় ১-২ লিটার পানির দাম ৩৫ টাকা আর ১ লিটার দুধের দাম ৩০ টাকা । উন্নত বিশ্বে তো তেলের চেয়ে পানির দামই বেশী ।
২। চেনা বামুনের পৈতা লাগেনা ( যোগ্য লোকের জন্য সুপারিশ লাগেনা ) ঃ অধিকাংশ সরকারী চাকরির ক্ষেত্রে আপনি যতই যোগ্যতা সম্পন্ন হন না কেন উৎকোচ, প্রভাবশালীদের সুপারিশ এবং কোটা ছাড়া আপনি বোটা ছাড়া হয়ে যেতে পারেন।
৩। কাকের মাংশ কাকে খায়না ( স্বজাতির কেউ ক্ষতি করেনা) ঃ এই প্রবচনটি বাংলাদেশীদের ক্ষেত্রে বেশী উলটো হয়ে যায়। কারন তারা স্বজাতির ক্ষতি করে হলেও আপন কোলে ঝোল টানে। স্বয়ং যারা এ রাষ্ট্রটি পরিচালনা করে তারা দেশের ভাল চিন্তা না করে নিজের স্বার্থের দিকেই বেশী নজর। ১০০ জনের ক্ষতি করে হলেও নিজের ষোল আনা ঠিক রাখা চাই।
৪। মাছে ভাতে বাঙ্গালীঃ এই প্রবচনটি ঐতিহাসিকভাবে সঠিক হলেও বর্তমানে এর পক্ষে যুক্তি দাড় করানো অসম্ভব। আগে খাল, বিল, পুকুর, নদীর পুরোটাই থাকত নানান প্রজাতির মাছের দখলে। আধুনিক কৃষি প্রযুক্তি, পকুর-নদী ভরাট, আমাদের অপরিনামদর্শী লোভ এবং সর্বোপরি পরিবেশ বিপর্যয়ের কারনে দেশী মাছ বিলুপ্তির দিকে। কয়েকশ দেশী প্রজাতির মাছের ইতিমধ্যে বিলুপ্তি ঘটেছে। বাণিজ্যিকভাবে মাছের চাষ করা হলেও তা চাহিদা মিটাতে হিমশিম খাচ্ছে। অতিমুল্যের কারনে মাছে অনেকটা নিম্ন বৃত্ত এবং মধ্যবৃত্তের নাগালের বাহিরে।
২| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:১১
প্রেমিক চিরন্তন বলেছেন: ভালো হইসে!!!
৩| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৪
হেডস্যার বলেছেন:
কারেক্ট
৪| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৪
ঢাকাবাসী বলেছেন: ভাল লিখেছেন!
৫| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৭
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ফার্মের মুর্গা-ভাতে বাংলাদেশী।
৬| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪১
নতুন বলেছেন: কিছু কিছু প্রবাদের অথ` আরো পক্ত হইতেছে...
যেমন @ ৭ খুন মাফ@ == এই ৭ খুনের আসামী নূর হোসেনের ফাসি হইলেও রেবের ৩জনের কিছুই হবে বইলা মনে হইতেছেনা...
৭| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১:২০
হাসান বিন নজরুল বলেছেন: ভাই এখন হবে লাশে-বিষে (ফরমালিন-কার্বাইড) বাঙ্গালী
৮| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৯
মুদ্দাকির বলেছেন: ঠিক
৯| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ২:২৬
আমি দিহান বলেছেন: +++++
১০| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ২:৫৬
শ্রাবণধারা বলেছেন: "পানির দামে বিক্রির" পরিবর্তে বলতে হবে "মানুষের দামে বিক্রি"। বাঙালীর জীবনের দাম বর্তমানে তেলাপোকার চাইতেও কম।
১১| ১৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
সত্য কতা বলেছেন।
১২| ১৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫৩
কিয়ামওুলাহ বলেছেন: tobu valo
১৩| ১৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কথা সত্য।
১৪| ১৭ ই জুন, ২০১৪ রাত ১১:৩১
মুহম্মদ ইমাম উদ্দীন বলেছেন:
১৫| ১৮ ই জুন, ২০১৪ রাত ১২:১৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ফার্মের মুর্গা-ভাতে বাংলাদেশী।
হা হা ।
পোষ্টে লেখা প্রবাদ প্রবচন গুলো আসলেই এখন বাসী হয়ে গেছে। এখন নতুন কিছু তৈরী হওয়া দরকার। ব্যাকডেটেট জিনিস দিয়ে আর কত?
১৬| ১৮ ই জুন, ২০১৪ রাত ১২:৫৬
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: চিন্তার বিষয়!
১৭| ১৮ ই জুন, ২০১৪ রাত ১:৫৯
আহসানের ব্লগ বলেছেন: ভাল একটা ব্যাপার তুলে ধরেছেন
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৬
সোহানী বলেছেন: হুম ঠিক বলেছেন........