![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am very simple, complaisant
আমি একজন প্রকৃতি প্রেমিক মানুষ। গ্রামের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। শহরে থাকি কিন্তু মন পড়ে থাকে গ্রামের মেঠো পথে প্রান্তরে। গ্রামের সবুজ নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্যে চোখ না ভেজালে আমি যেন অস্থির হয়ে পড়ি।
গ্রামের মায়ামাখা দৃশ্য গুলি আমার চিত্তে অনেক শান্তি দেয়। সময় পেলেই ছুটে যাই আমার গ্রামে। সবকিছু যেন অপেক্ষা করে আমার জন্য।
শহরে কনক্রিটের বালুময় আস্তরে থাকতে থাকতে আমার মনে জঞ্জাল সৃষ্টি হয়। হৃদ্যয়পটে প্রশান্তির ছোঁয়া পেতে ছুটে যায় এই মন আমার শিকড়ে।
গ্রামের মেঠো পথ দিয়ে হারিয়ে যেতে চাই সুদূর অজানায়।
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৪ দুপুর ২:০৩
বেনিইয়ামিন সিয়াম বলেছেন: গ্রাম আমারো অনেক প্রিয়