![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am very simple, complaisant
১। যে সাবান দিয়ে গোসল একই সাবান দিয়ে কাপড় কাছড়ানো।
২। লুঙ্গী খুলে প্যান্ট পরার পর লুঙ্গী বৃত্তাকারে ফেলে রাখা। গোছানোর নাম নাই।
৩। অলসতায় জিন্সের প্যান্ট এক মাস না ধুয়ে তাতে সেন্ট মাখিয়ে পরে যাওয়া।
৪। বাসায় থেকে বের হয়নি এখনো, বলে কিনা আমি রাস্তায় দোস্ত প্রায় পোঁছে গেছি।
৫। সারারাত জেগে থেকে মোবাইলে কর্মব্যাস্ত থাকা আর ক্লাসে ঘুমানো। দিনকে রাত আর রাত কে দিন বানিয়ে ফেলা।
৬। ফজরের নামাজে ডাকলে বলে কিনা দোস্ত আমার সমস্যা আছে।
৭। বিছানা এমন অগোছালো রাখে মনেহয় যেন তাহাতে হালচাষ হয়েছে।
৮। ২-১ ঘন্টা ফেসবুকে ঢুকতে না পারলে মনে করে কি যেন হারিয়ে ফেলেছে।
৯। পত্রিকা পড়লে গেলে আগে হেডলাইন নয়, সুরাসরি খেলার পাতায় দৌড়। পুরো কলাম পড়ার মন জাগেনা তাই টি২০ স্টাইলে পড়ে যাওয়া।
১০। পরীক্ষার ঠিক আগের দিন রাত অথবা সকালে টেবিলে বসা। এর আগে পরীক্ষা কবে বা কখন তাই মনে না রাখা।
১১। গার্ল ফ্রেন্ডের সাথে রীতিমতো মিথ্যা কথা বলে যাওয়া এবং ফ্লার্ট করা না হলে যে প্রেম টিকবে না।
১২। ল্যাপটপ খুলে পড়াশুনা অথবা এস্যাইন্মেন্ট করবে বলে। কিন্তু বারেবার আঙ্গুল চলে যায় ফেসবুকের দিকে।
২| ০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৫:৫০
নাইমুল ইসলাম বলেছেন: সত্যের সমাহার লিখে ফেলেছেন দেখি!
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৫:১৮
চাদের আলোয় বলেছেন: ভাল লাগল