![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am very simple, complaisant
সবচেয়ে দ্রুত/গতিশীল জিনিস কোনটি? কেউ বলবে আলো, কেউ বলবে তড়িৎ , কেউ বা বলবে বায়ু। তবে আমি বলব –সবচেয়ে গতিশীল জিনিস হচ্ছে ‘মন’। ধরুন, আপনি আমেরিকা যেতে চাইছেন; ভিসা পাওয়া, প্রসেসিং এবং অন্যান্য সব পক্রিয়া শেষ করতে আপনার ২-৫ মাস লেগে যেতে পারে। আর দেখুন মন তার ১ সেকেন্ড ও লাগে না। কারন মনের কোনো সীমা বা সীমান্ত অথবা প্রতিকুলতা নেই। আকাশ থেকে বিজলির আলো আসতে ও কয়েক সেকেন্ড লেগে যায়। আর মন এখান থেকে ওখান যেতে তার ১ সেকেন্ড ও প্রয়োজন হয় না। যখন ইচ্ছা তখন সে চলে যায়্,---- । মানুষের মন বিচিত্র- কখনো সে খুশী এবং আনন্দিত, নিমিষেই আবার বেজার এবং নাখোশ। এই তার সুভাবনা,আবার কুভাবনা। এই ভাল, এই খারাপ। মন যে তুমি বড়ই বিচিত্র!
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
নাজিমুদ্দিন পাটোয়ারী বলেছেন: আমি তো শত বছর আগে ছিলাম না।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫
সরদার হারুন বলেছেন: পাটোয়ারী সাহেব একথা তো শত বছর আগেই সবে জানে। আপনার হয়তো জানাছিলনা ।