![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am very simple, complaisant
১। তাঁরা মাছের কোন মস্তিস্ক নেই।
২। চিংড়ি মাছের হৃদপিণ্ড থাকে মস্তিস্কে।
৩। জিহবা মানুষের শরীরে সবচেয়ে শক্তিশালী পেশি।
৪। ফড়িং তাদের পায়ের সাহায্যে স্বাদ গ্রহন করে থাকে।
৫। কাঁচি আবিষ্কার করেছিলান লিওনার্দোর ডা ভিঞ্ঝি।
৬। লিওনার্দোর ডা ভিঞ্ঝি যুগপৎভাবে একই সময়ে লিখতে পারতেন এবং আরেক হাতে অঙ্কন করতে পারতেন।
৭। ৯০% শিকারী কার্য সম্পাদন করে থাকে একটি সিংহী।
৮। কুকুরের ঘ্রাণশক্তি মানুষের থেকে ১০০০ গুন বেশি।
৯। চোখ বন্ধ করা ব্যাতীত আমরা হাঁচি দিতে পারিনা।
১০। এক পাউন্ড মধু আহরণের জন্য একটি মৌমাছি ২ মিলিয়ন ফুলের কাছে গমন করতে হয়।
১১। হাতি একমাত্র স্তন্যপায়ী প্রাণী যা লাফ দিতে অক্ষম।
১২। ফিঙ্গারপ্রিন্টের মতই সব মানুষের জিহ্বার প্রিন্ট ভিন্নরকম।
১৩। পিঁপড়া তার দেহের ওজনের ৪০ গুন বেশি ওজন বহন করতে পারে।
১৪। বাদুড় চোখে দেখতে পায়না। প্রতিধ্বনির মাধ্যমে তাঁরা চলাচল করে।
১৫। অক্টোপাসের তিনটি হৃদপিণ্ড রয়েছে।
১৬। মানুষের পরে ডলপিন একমাত্র প্রাণি যা পরস্পরকে আলাদা নামে ডাক দেয়।
১৭। হাঙ্গর প্রতিবছর গড়ে ১০ জন মানুষ হত্যা করে। মানুষ প্রতি বছর ১০০ মিলিয়ন হাঙ্গর হত্যা করে।
১৮। মৌমাছি প্রতি সেকেন্ডে ২০০ বার তাদের পাখা নাড়াতে পারে।
১৯। একটি কাঠবিড়ালি তার সংগৃহীত ফলদানা কোথায় রেখেছে ভুলে গিয়ে প্রায় হাজার খানেক উদ্ভিদ গজাতে সাহায্য করে।
২০। যখন পুরুষ কুকুর ছানা এবং স্ত্রী কুকুর ছানা একসাথে খেলা করে তখন পুরুষ কুকুর ছানাটি স্ত্রী কুকুর ছানাকে তার শারীরিক শক্তি বিবেচনায় মাঝে মাঝে জিততে দেয়।
২১। গণচীনে পান্ডা হত্যার শাস্তি মৃত্যুদন্ড।
২২। মুরগির বাচ্চা জন্মানোর আগে ডিমের খোসার ভিতর থেকে শব্দের মাধ্যমে তাঁরা একে অপর এবং মায়ের সাথে যোগাযোগ করতে পারে।
২৩। কাঠবিড়ালির বাচ্ছা জন্মের পর যদি কোন কারনে পরিত্যাক্ত অথবা পরিত্যাজ্য হয় তাহলে অন্য কাঠবিড়ালি তাকে লালন-পালনের ভার গ্রহণ করে।
___ (ইন্টারনেট থেকে সংগৃহীত এবং অনুবাদকৃত)
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
কবীর হুমায়ূন বলেছেন: অনেক অজানাকে জানতে পারলাম।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৮
প্রামানিক বলেছেন: দারুণ তথ্য। ধন্যবাদ
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৩
ঢাকাবাসী বলেছেন: অনেক কিছু জানলুম।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৪
বিসকুট পাগলা বলেছেন: অসাধারণ
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:০৯
শাহরিয়ার কবীর বলেছেন: অনেক কিছু জানলাম।ধন্যবাদ
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩
হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ, ভাল লাগলো.............
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭
মিথুন আহমেদ বলেছেন: ধন্যবাদ.।।খুব ভালো লাগল।
৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৮
সুমন কর বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। মজার।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৩
মিথ্যা প্রেমের গল্প বলেছেন: ধন্যবাদদদদদদ