![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am very simple, complaisant
তেল দিয়ে ভাজি কৈ
তেল দিয়ে ভাজি শাক
তেল ভাজি অনেক কিছু
তেলা মাথায় তেল দিয়ে অনেক নিয়েছি পিছু।
সরিষায় তেল, সয়াবিনে তেল
তেল আছে বাদামে
কথায় যে তেল আছে জানি মোরা ক জনে?
তেলেই চলে সমাজ
তেলেই চলে রাজনীতি
তেলেই গড়ে উঠে সম্পর্কের স্ফীতি।
কথার কথাতেই কত তেল হয় নিঃসরণ,
তাতেই ভিজে নিরাকার হয় কতজন।
তেলেই যাদু, তেলেই মধু
তেলেতেই সুরাসুর।
তেলেই পটে প্রেম-প্রেমিকা
তেলেই পটে নেতা।
২| ২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৭
সোজোন বাদিয়া বলেছেন: বেশ মজার ছড়া, ভাল লাগল।
৩| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৯
বিজন রয় বলেছেন: তেলময় কবিতা।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৬
সোজোন বাদিয়া বলেছেন: সুন্দর ছন্দ, ভাল লাগল।