![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের মানবজমিন পত্রিকায় দেখলাম গতকাল রাত ৯টায় নাকি শিবির আসছে আতঙ্কে শাহবাগে অবস্থিত তরুনরা আতঙ্কে হুড়োহুড়ি করতে গিয়ে ৩জন আহত হয়েছে। আমি রাত ১২টা পর্যন্ত ঐখানে অবস্থান করছিলাম, এমন কোন ঘটনা ঘটেনি। শাহবাগের আন্দোলনকারীরা নিবেদিত প্রাণ। এরা ১৬ কোটি বাঙালির প্রতিনিধি। ১০ হাজার জামাত-শিবির যদি একসাথে ধেয়ে আসে আর এরা সংখ্যায় যদি ৫জনও থাকে তারা তাদের অবস্থান থেকে এক চুলও নড়বে না। মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীর আসল চেহারাটা এবার প্রকাশ পেলো। এবার নয়াদিগন্ত এবং আমারদেশের মতো তিনিও মিথ্যাচারে নেমে গেছেন। এভাবেই প্রতিক্রিয়াশীলরা একদিন না একদিন ধরা পড়ে।
এদিকে স্বঘোষিত রাজাকারপুত্র নাঈমুল ইসলাম খান তার অনলাইন পত্রিকা আমাদের সময় ডটকম-এ আমারদেশ ও নয়াদিগন্ত পত্রিকায় প্রকাশিত প্রজন্ম চত্বরের আন্দোলনের যত নেতিবাচক সংবাদ আছে তা পুণঃপ্রকাশ করে তার মনের খায়েশ মিটিয়ে যাচ্ছে আর রাতে টেলিভিশন চ্যানেলে দেশবাসীকে মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত হওয়ার আহবান জানাচ্ছে। উল্লেখ্য, নাঈমুল ইসলাম খানের পিতা নুরুল ইসলাম খান ১৯৭১ সালে কুমিল্লা জেলা শান্তি কমিটির চেয়ারম্যান ছিল। একজন কুখ্যাত রাজাকার হিসেবে তার নাম ৭১ এর ঘাতক কে কোথায় বইতে উল্লেখ রয়েছে।
২| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮
নিরব বাংলাদেশী বলেছেন: Click This Link
৩| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯
মো ঃ আবু সাঈদ বলেছেন: গনহত্যা গনহত্যা বন্ধ কর...
আর কত মানুষ মরলে অমানুষরা গনহত্যা বলবে....
এই হত্যা বন্ধ করা হোক..পুলিশ পরস্থিতি শামলতে না পারলে আর্মি আনুক তুবুও হত্যা বন্ধ হোক...
৪| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:০১
সালটু বলেছেন: ভাই, আমি তখন ছবির হাটে ছিলাম, ঘটনা ঘটেছিল মাঠে, মূল চত্বরে না। সবাই ( পুলিশ সহ) ভো-দইর দিয়াছিল। ফেনসিডিল তো মেডিসিন অনেকে পান করেন। রনটু ভাইয়ের বইটা " আমার ফাঁসী চাই" পারলে একটু পড়ে দেখেন।
৫| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৫
জাতি জানতে চায় বলেছেন: আর কত কাল মুক্তিযুদ্ধকে ঢাল বানিয়ে ফ্যাসিস্ট সাংবাদিকরা মিডিয়াবাজি করে যাবে!! পক্ষে থাকলে রাজাকারও মুক্তিযোদ্ধা হয়ে যায়, আর বিপক্ষে থাকলে মুক্তিযোদ্ধাও রাজাকার হয়ে যায়। আমাদের দেশের সর্বাধিক দূর্নীতিগ্রস্থ ক্ষেত্র হচ্ছে মিডিয়া (সকল ধরনের) যাদের সহায়তায় দূর্নীতিবাজরা মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে পার পেয়ে যায়।
রশিক রশীদ@ স্বয়ং হাসিনার ব্যক্তিগত সচিব মন্টুর স্মৃতিচারণ মূলক গ্রন্থ "আমার ফাঁসী চাই" কি পড়ছেন, না পড়লে পড়ে দেখেন। হাসিনার অপরাধ লুকানোর জন্য খালেদা জিয়ার উপর অপবাদ দেয়ার অপচেষ্টা থেকে দূরে থাকুন।
৬| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৬
এ জাফর বলেছেন: রাতেই তো সামু ব্লগে এ সংক্রান্ত একটি রিপোর্ট দেখলাম। শুধু মানবজমিনকে দোষ দিয়ে কি লাভ? বেশ কয়েকটি পত্রিকায় এ সংক্রান্ত রিপোর্ট ছেপেছে। আহতদের নামধাম সহ।
৭| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯
পক্ষপাতদুষ্ট বলেছেন: ইত্তেফাকেও খবরডা ছাপা অইছে ভাই।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৬
রশিক রশীদ বলেছেন: এই ওডিটি শুনুন । প্রথম পেজে দিলে মডুরা সরিয়ে দিচ্ছে ।
খালেদা জিয়ার ফেনসিডিল খাওয়ার তথ্য।
http://www.youtube.com/watch?v=2Dd24MYF6x4