নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নজরুল মিন্টো

নজরুল মিন্টো

সাংবাদিকতা, লেখালেখি

নজরুল মিন্টো › বিস্তারিত পোস্টঃ

রাজাকার পুত্রকে চিনে নিন!

১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৫২

রাজাকার পুত্র নাঈমুল ইসলাম খান তার সহোদর আমার দেশ, নয়াদিগন্ত এবং ইনকিলাবকেও ছাড়িয়ে গিয়েছে। আজ সে তার অনলাইন পত্রিকা আমাদের সময় ডটকম-এ হেডলাইন নিউজ করেছে "ইসলামের ইতিহাস বিকৃতি: এবার পঞ্চম শ্রেণীর বইয়ে মহানবী (সা.) সম্পর্কে বিভ্রান্তিমূলক তথ্য'' । অথচ এ তথ্য কোন বিভ্রান্তিমূলক তথ্য নয়। বহু ইসলামিক গ্রন্থে এর উল্লেখ আছে এবং প্রকৃত আলেম ওলামারা এটা জানেন। (ভিডিও দ্রষ্টব্য) এছাড়া অনলাইনে সার্চ দিলেও এ সম্পর্কিত তথ্য পাওয়া যায়।

http://www.youtube.com/watch?v=EFwWL-gUO0k

সাপের ঘরে সাপ জন্ম নেয় এবং রাজাকারের ঘরে রাজাকার এর চেয়ে যথার্থ উদাহরণ আর নেই। কত বড় ভণ্ড এবং টাউট এই নাঈমুল। আমাদের সময় পত্রিকা সে বিক্রি করে দিয়েছে কিন্তু অনলাইন এডিশনটা দেয়নি (http://www.amadershomoy.com)। এটা সে নিজ নামে চালায়। প্রতিদিন আমার দেশ ও নয়াদিগন্তের হেডলাইন নিউজ যেগুলো গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে ছাপা হয় সেগুলো সে পুনঃমুদ্রণ করে। অথচ টেলিভিশন চ্যানেলগুলোতে প্রতিদিন গণজাগরণ মঞ্চের গুণগান গায়, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বেড়ায়। ভাবখানা এমন যে সে মুক্তিযুদ্ধের চেতনাধারী! সম্প্রতি বোমা হামলার এক বানোয়াট গল্প বানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করে। আসল কথা হলো সে নিরপত্তার দাবী করে গানম্যান নিয়ে ঘুরে বেড়াবে। তাকে কে বোমা মারবে? তাকে তো জামাত-শিবির স্পর্শ করবে না কারণ তারা জানে সে তাদের লোক, তাদের হয়ে সে কাজ করে যাচ্ছে। আর মুক্তিযুদ্ধের সপক্ষের বেকুবরা মনে করে মুক্তিযুদ্ধের অন্যতম চেতনাধারী হলো সে।

উল্লেখ্য, নাঈমুলের পিতা ছিল একজন কুখ্যাত রাজাকার। নাম- নুরুল ইসলাম খান। ১৯৭১ সালে সে কুমিল্লা জেলা শান্তি কমিটির চেয়ারম্যান ছিল।

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১১

কলাবাগান১ বলেছেন: এরা ধর্মকে এবার মেরেই ছাড়বে.। যেভাবে বই-পত্রের লিখা গুলিকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াসে নেমেছে, ধর্মের এখন ত্রাহি ত্রাহি অবস্হা....।

২| ১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১৭

কলাবাগান১ বলেছেন: এরা সবাই নাস্তিক???

৩| ১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৩৪

নয়ামুখ বলেছেন: সহী হাদিসের লিন্কটা দয়া করে দিবেন কি? তাহলে জানতে অনেক সুবিধা হতো। আর ভিডিও ফিডিও দিয়ে লাভ নাই। অনেকেই অনেক কথা বলে।

১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৫৮

নজরুল মিন্টো বলেছেন: Click This Link

৪| ১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪৭

শফিকুর রহমান শাহজাহান বলেছেন: ভাই, এব্যাপারে সহী হাদিস কোনটি, একটু যদি জানাতেন। লিন্ক দিলে ভালো হয়।

১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৫২

নজরুল মিন্টো বলেছেন: Click This Link

১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৫৮

নজরুল মিন্টো বলেছেন: Click This Link
আরও অনেক লিংক আছে। প্লিজ গুগুলে গিয়ে সার্চ করুন।

৫| ১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৫২

উৎস১৯৮৯ বলেছেন: ভাই তাহলে সহী হাদিস কোনটি? মসজিদে অন্য ধর্মের লোকেরাও গিয়ে তাদের ইবাদত পালন করতে পারবে? আসল হাদিসটি লিন্ক সহকারে দিলে ভাল হয়।

১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৫৭

নজরুল মিন্টো বলেছেন: Click This Link

ভাই, মসজিদে গিয়ে অন্য ধমর্ের লোকেরা ইবাদত পালন করতে পারবেন, কি পারবেন না বা কোন সিচুয়েশনে পারবেন সে ব্যাপারে ইসলামী বিশেষজ্ঞরা বলতে পারবেন। এখানে ৫ম শ্রেণীর বইতে আমাদের মহানবী (সা.) এর উদারতা দিতে গিয়ে একটি উদাহরণ টানা হয়েছে। সেটাকে বিভ্রান্তির মাধ্যমে দেশে একটা হট্টগোল লাগানোর জন্য এ সংবাদটি প্রকাশ করা হয়েছে।

৬| ১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৬:০১

কলাবাগান১ বলেছেন: আমেরিকার অনেক জায়গায় যেখানে মসজিদ নাই, সেখানে শুক্রবারের নামাজ স্হানীয় চার্চে হওয়ার অনেক নজির রয়েছে

৭| ১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৬:০৬

শফিকুর রহমান শাহজাহান বলেছেন: ভাই, দোষ আমারই, আপনাকে বুঝাতে পারিনি। আমি চেয়েছি সহীহ হাদিসের লিন্ক। কোনো ঘঠনার বর্ণনা নয়। আপনি প্রথমে বলেছিলেন এটি সহীহ হাদিস। পরে এডিট করে দিলেন। আপনার প্রথম লেখার আলোকে আমি সহীহ হাদিসের লিন্কটিই চেয়েছিলাম।

যাই হোক আপনার লেখাটা এডিট করে নেয়ার জন্য ধন্যবাদ।

৮| ১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৫৫

আমার প্রকাশিত প্রতিবেদন সমূহ বলেছেন: আপনি তো মিয়া রাজাকারের চেয়ে কম না, এত বড় একটা বিষয় নিয়ে কথা বলছেন অথচ এ সম্পর্কে আপনার নিজেরেই কোন ধারনা নেই। পারলে একটা সহিহ হাদিসের লিংক দেন।

৯| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২৮

বিডি আইডল বলেছেন: কলাবাগান১ বলেছেন: আমেরিকার অনেক জায়গায় যেখানে মসজিদ নাই, সেখানে শুক্রবারের নামাজ স্হানীয় চার্চে হওয়ার অনেক নজির রয়েছে

জাইনা-শুইনা এইরকম একটা মিথ্যা তথ্য দিলেন...যে চার্চগুলোতে নামাজের কথা বলছেন...এইরকম ২/১টার নাম দেন তো দেখি?

মাল্টি ফেইথ রুম আর ইউনিভার্সিটির চার্চগুলারের বাইরে রাখবেন

১০| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৬

কলাবাগান১ বলেছেন: বিডি আইডল,

ধন্যবাদ উগ্রভাবে কমেন্ট না করার জন্য। না জেনে মিথ্যা কথা কেন বলব। আমি নিজেই পড়েছি এলাকার চার্চে...যখন কাছে কোন মসজিদ ছিল না...

আর যদি দেখতে চান .। প্রমান এখানে..।
http://www.youtube.com/watch?v=3QOKG_JZ6fA

১১| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪১

কলাবাগান১ বলেছেন: আরো দেখুন
http://www.frihost.com/forums/vt-119590.html

ওয়াশিংটন ডিসির কাছের শহরের খবর দেখুন

Click This Link

১২| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪৪

কলাবাগান১ বলেছেন: আর কত প্রমান দিলে বিডি আইডল বিশ্বাস করবে... এখানে ভিডিও সহ দেওয়া আছে

Click This Link

১৩| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৩

জেনারেল তাকা বলেছেন: আরে বিচি আইডল দুস্ত ক্যামুন আছ?

১৪| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১০

বিডি আইডল বলেছেন: কলাবাগান...আমি কমেন্টে বলছি মাল্টি ফেইথ রুম আর ইউনিভার্সিটির চার্চরে বাইরে রাখতে...এর বাইরে কোন চার্চ থাকলে দেখান

১৫| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১১

জেনারেল তাকা বলেছেন: আরে বিচি আইডল দুস্ত ক্যামুন আছ?

১৬| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৬

কলাবাগান১ বলেছেন: বিডি আইডল,

আমার দেওয়া প্রমানের মধ্যে একটাও মাল্টি ফেইথ রুম বা ইউনির্ভাসিটির চার্চ না...। আপনি বুঝেও না বুঝার ভান করছেন। ওয়াশিংটন ডিসির পাষহে আলেকজান্ডিয়া শহরের যে উধাহরন দেওয়া হয়েছে, সেটা এই শহরে অন্যতম প্রধান চার্চ....

তার পরেও যদি বিশ্বাস না হয়, তাহলে এই নিন গুগুলের উত্তর..।

Click This Link

১৭| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৮

জেনারেল তাকা বলেছেন: লাভ নাই @ কলাবাগান১

১৮| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৫

কলাবাগান১ বলেছেন: @বিডি আইডল,

Good Shepherd Catholic Church in Alexandria, Virginia
যার ওয়েবসাইট হল

http://www.gs-cc.org/

এত বড় চার্চকে ও কি আপনার মনে জাস্ট একটা মাল্টি ফেইথ রুম? এরা ঠিকই মুসলিমদেরকে নামাজ পড়তে দিয়েছিল...।

চার্চের মধ্যেকার আজানের ইউটিউব ভিডিও টা কি আপনার কাছে একটা জাস্ট রুম মনে হয়?

১৯| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৬

কলাবাগান১ বলেছেন: লাভ আছে... মুখের জোরে আমাকে মিথ্যুক বলা টা মেনে নিতে পারছি না

২০| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৮

সাইবার অভিযত্রী বলেছেন: আগে কুকুর পালা হত, এখন নইমুর পালা হয়, যায়।

২১| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২১

তোমোদাচি বলেছেন: পোষ্ট পড়ি নাই তাই পোষ্টের ব্যাপারে কিছু বলার নেই;

তবে পরিচিত সাংবাদিকদের মধ্যে সবচেয়ে বড় ভণ্ড হলো নাঈমুল ইসলাম খান !

প্রমান দেওয়ার প্রয়োজন মনে করছি না, কারণ প্রমান ২/১ টা নয় হাজারে হাজারে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.