![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব হেফাজতি কন্ট্রোলে এসে যাবে যদি নিম্নোক্ত ফর্মুলাটি অ্যাপ্লাই করা যায়।
হেফাজতী নেতাদের নিয়মিত টেলিভিশনের লাইভ টক শো-তে এনে বিভিন্ন ধরনের প্রশ্নের মুখোমুখি করতে হবে।
ফলাফল:
১) যত বেশি প্রশ্ন করা যাবে ততই তাদের জ্ঞানের অসাড়তা প্রমাণ হবে
২) জ্ঞান আহোরনের জন্য তাদের মধে্য লেখাপড়ার চর্চা বেড়ে যাবে
৩) লেখাপড়ার চর্চা বেড়ে গেলে তাদের মধে্য পরিপূর্ণতা এসে যাবে।
৪) পরিপূর্ণতা এসে গেলে তারা কেবল মুসলমান নয়, প্রকৃত মানুষ হিসেবে নিজেদের ভাবতে শুরু করবে।
সাইড অ্যাফেক্ট:
১) ঘরে ফেরার আগেই দলের অন্য নেতাদের কাছ থেকে ফোন আসবে
২) অনুষ্ঠানে কি কি ভুল বলেছেন সেগুলো নিয়ে বাক-বিতন্ডা হবে
৩) দুই/তিনবার টক শো-তে আসার পর অন্যান্যরা তাকে হিংসা করা শুরু করবে।
৪) দলের পক্ষ থেকে তার উপর টক শো-তে যাওয়ার নিষেধাজ্ঞা জারি হবে।
৫) দলের মধে্য দুটি ধারার সৃষ্টি হবে।
৬) প্রকাশে্য এক দল অন্যদলের ভুল ধরবে
৭) এক দল অন্যদলকে নাস্তিক বলবে
সর্বশেষ:
১) ব্লগাররা ব্লগার থাকবে।
২) শাহবাগ জেগে থাকবে।
আমার সাথে কে কে আছেন আওয়াজ দেন।
২| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৬
মুহাম্মদ ফয়সল বলেছেন: আমি আছি....
৩| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪১
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ভাই সাংবাদিকরা এতোওওও দলা দলি করে কেন ?
তাদের তো নিরেপেক্ষ সংবাদ ছাপার কথা !! প্রফেশনালিজম কবে হবে এই দেশে - ?
আবশ্য জাতি অশিক্ষিত - আপনাগো দোষ দিয়া লাভ কি ?
৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৮
েশখসাদী বলেছেন: আপনার জ্ঞানের বহর কতটুকু সেটাও জানা হয়ে গেল । হায়রে মানুষ ।
ইসলামী ঘরে জন্ম গ্রহণ করেও আপনাদের এই হলো ইসলামী জ্ঞান ।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫১
বিশ্বাস০০৭ বলেছেন: ভালো কিছু আইডিয়া দিসেন ভাই । টকশো তে উনাগো যেমন পচানো হয় । উনাদের জ্ঞান যে কোন পর্যায়ে আছে আল্লাহ মালুম