![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহান আল্লাহতায়লা আদমকে সৃষ্টি করিবার পর ফেরশেতাদের বলিলেন- হে ফিরিশতাগণ, তোমরা আদমকে সিজদা করো। সকল ফিরিশতাগণ সৃষ্টিকর্তার নির্দেশ মোতাবেক আদমকে সিজদা করিলো কিন্তু ইবলিশ সিজদা করিলো না। কারণ হিসাবে সে এই বলিয়া ব্যাখ্যা দিলো যে- আমি হইলাম অগ্নি দ্বারা তৈরিকৃত, আর আদম হইলো মৃত্তিকার দ্বারা তৈরি, অতএব আমি কোনভাবেই আদমকে সিজদা করিতে পারি না। আল্লাহ বলিলেন, ওহে অহংকারি ইবলিশ, আমি যাহা জানি তুমি তাহা জানো না। তুমি আমার নির্দেশ অমান্য করিয়াছো অতএব এই মুহুর্তে তুমি বেহেশত হইতে বহিষ্কার হও। যেই কথা সেই কাজ। ইবলিশ শয়তান বেহেশত হইতে বিতাড়িত হইলো। তারপর সে পৃথিবীতে আসিয়া মহানন্দে অদ্যাবধি একের পর এক মানব সমাজের অকল্যান করিতে লাগিলো। এই কাজ করিতে তাহার কোন ক্লান্তি নাই। অতি আনন্দ আর উৎসাহে সে জগতের নিকৃষ্ট কাজগুলো করিতে থাকে। অতঃপর ২০১৩ সালে বাংলাদেশে তাহার রুটিন ওয়ার্কে আসিয়া সে কিংকর্তব্যবিমূঢ় হইয়া পড়িল। তাহার স্মরণ হইল সর্বশক্তিমান স্রষ্টার একটি কথা। তিনি বলিয়াছিলেন- 'আমি যাহা জানি তুমি তাহা জানো না'। ইবলিশ দুই হাত উপরের দিকে তুলিয়া বলিতে লাগিলো, 'ইয়া আল্লাহ তুমি সেইদিন ঠিকই বলিয়াছিলে- তুমি যাহা জানো আমি তাহা জানি না। অদ্য আমি এই বাংলাদেশে আসিয়া ঠিকই সেই চিত্র দেখিতে পাইতেছি। এই দেশে আমার চাহিতে বড় বড় ইবলিশ শয়তান বাস করিতেছে। আমি যাহা পারি না ইহারা অনায়াসে তাহা করিতে পারে।'
ইবলিশ আল্লাহতায়লাকে ধন্যবাদ জানাইয়া বলিল, 'আপনার ফেরেশতারা আপনার কাছে সর্বশেষ তথ্যটি পৌঁছাইয়াছে কি না জানি না, আমি আপনাকে এই বলিয়া আশ্বস্ত করিতেছি যে, বাংলাদেশে ইসলাম নিয়ে আপনার ফেরেশতারা যেন কোন টেনশন না করে। হেফাজতে ইসলাম নামে একটি সংগঠন এর দায়িত্ব ভার গ্রহণ করিয়া হেলিকপ্টার নিয়া জেলায় জেলায় আপনার পবিত্র গুণগান করিতেছে। গুরুত্বপূর্ণ বিষয় হইলো এই খবর পাইয়া মুসলিম জগতে বিরাট রকমের চাঞ্চল্যের সৃষ্টি হইয়াছে। শোনা যাইতেছে মক্কা-মদীনাসহ বিশ্বের তাবৎ বড় বড় আলেম ওলামারা এখন বাঙ্গাল মূল্লুকে আসিবার জন্য উদগ্রীব হইয়া বসিয়া রহিয়াছেন। এমন ফেসিলিটিজ নাকি সারা জাহানের কোথাও নাই। বিশ্ব ধর্মের ইতিহাসে এমন নজির খুঁজে পাওয়া যায়নি বলে ইতিহাস বেত্তারা জানিয়েছেন।
আশঙ্কা করিতেছি যে, ইহারা সবাই চলিয়া আসিলে ঐসব দেশের কি অবস্থা হইবে। চূড়ান্ত পর্যায়ে সকল দোষ তো আমার ঘাড়েই পড়িবে এই জন্য আমি আপনাকে আগাম জানাইয়া রাখিলাম। জগতের কর্তা আপনি, আপনার ইশারাতেই দুনিয়ার সকল কর্মকান্ড চলিতেছে।'
বন্ধুগণ! আপনার কি এই বিষয়ে কোন ধারণা আছে? বলুন তো দেখি এইসব ইবলিশ কারা? ব্যাখাসহ উত্তর দিতে হইবে।
২| ০৩ রা মে, ২০১৩ সকাল ৮:৪০
নজরুল মিন্টো বলেছেন: করতে পারেন।
৩| ০৩ রা মে, ২০১৩ সকাল ৯:১৩
মুঘল সম্রাট বলেছেন: হে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও।
আল্লাহ্ ছাড়া কোন মাবুদ নাই। মোহাম্মদ (সা: ) আল্লাহর রাসুল।
৪| ০৩ রা মে, ২০১৩ সকাল ৯:৪৭
জাহাঙ্গীর জান বলেছেন: লা'ইলাহ ইল্লা আল্লা মুহাম্মদুর রাসুল আল্লা । সাল্লেই আলে নবী । উম্মেতি মুহাম্মদি আমরা আগে হেফাজতে আছি । নতুন যারা আমাদের হেফাজতের জন্য এসেছেন তারাই পরের ঘটনা নয় কি ?
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৩ সকাল ৮:১৪
এ.আর.রায়হান বলেছেন: Copy করার অনুমতি চাচ্ছি...