নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি জানতে চাও আমায়,চেয়ে দেখো অবাক রৌদ্রবেলা,কিংবা দারুণ অরুণ মধ্যদুপুর!গর্বিত পৌরুষের দৃপ্ত আলোড়নে আমি করি তোলপাড়!আনি যৌবনের সুর,সুমধুর!!

তাহমিদ নিশাত

আমি পাগলাটে! কিংবা দারুণ! সূর্যোদয়ে অবাক অরুণ! আমি স্বপ্ন, আমিই আবেগে মাখা চিরতরুণ! কিংবা আবেগের ঝড়, যে ঝড়ে ডুবেছে মায়া, করেছি আপন পর! আমি গল্প তীব্রতার,বন্যতার কিংবা অবহেলার, হেলায় ভরা আমার যত হেয়ালী। আমি সেই আলোক,সুর্যের মত সোনালী!! আমি মুগ্ধতা, আমি তুমুল কোমল রৌদ্র! আমি স্নিগ্ধ, আমি রুদ্র কিংবা আঁধারের মাঝে ক্ষণিক জোনাকির আলো! দারুণ ভীষণ মায়াময় আলো!

তাহমিদ নিশাত › বিস্তারিত পোস্টঃ

চন্দ্রকাব্য

২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৯

একটু জায়গা হবে তোমার শহরে?
তোমার অলিগলি সব চষে বেড়াবো আমার মত করে!

-আমার শহর এলোমেলো ভীষণ
তাই দিয়েছি দেয়াল এই শহরজুড়ে!
যেন না দেখো তুমি,কি ভীষণ একাকী আমি,
যেন না দেখো আমার ছিন্ন আঁধার শহরতলী।
এই অগোছালো রাস্তায় কিভাবে তোমায় আসতে বলি?
শহরজুড়ে শুধু তীব্র আবেগের ঝড়
আর একলা যে আমি ভীষণ থরথর!!

তবে ঝড় হয়ে যদি আসি আমি?
আমার ঝড়ে আলুথালু করব শহর,
নেব তোমায় দখল করে!
তোমার আবেগ উড়িয়ে নেব
আমার দারুণ অচিনপুরে,
দেব তোমায় জায়গা করে!

-তবে আমায় দখল কর!
আমার শহর দখল কর!
এই আঁধার ছিন্ন করে জ্যোৎস্না আমার হাতে ধরো!!

আমার শহর যখন তোমার,
বৃষ্টি,সন্ধ্যা সবই নিও
শুধু অবাক জ্যোৎস্নাতলে তোমার হাতটি ধরতে দিও!

-এই চির আঁধার ভেঙে আসব আমি যখন
তোমার কাছে
তোমার দারুণ শহরমাঝে,
এই মধুর ব্যস্তবেলায় হাত ছাড়বো কখন?
রাজী আছি ভিজতে আমি কোমল তরুন জ্যোৎস্নাতলে
দারুণ প্রেমের কৌতূহলে
করতে তোমায় আপন!

জ্যোৎস্নাতলে হারাবে দুই জন
হাতে রেখে হাত,কাঁধে রেখে মাথা
পুরনো পুরাণ আজ হবে বিলীন
আমাদের নতুনের গল্পের আয়োজনে।
সেদিন চন্দ্রকথা হবে রুপকথা!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.