![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরল মনের মানুষ, লেখালেখি করতে ভাল লাগে, শখের বসে লেখি। সময় কাটাই। মানুষের সাথে বন্ধুতা করতে চাই।
আমরা বিপদে পরলে আল্লাহকে ডাকি, নামাজ পড়ি, মুরুব্বিদের কাছে দোয়া চাই, ইসলাম ছাড়া তখন কিছু বুঝি না। বিপদ কেঁটে গেলে আবার সব ভুলে যাই। আল্লাহ তখন হেফাজতের একা হয়ে যায়। হুজুরদের হয়ে যায়, এতিমদের হয়ে যায়। আল্লাহ তখন মৌলবাদীদের হয়ে যায়। দাড়ি-টুপি ওয়ালাদের হয়ে যায়। আবার বিপদে পরলে আল্লাহকে ডাকি এই হলো আমাদের আল্লাহ প্রীতি। যে হুজুরদের গালমন্দ করি, লাঠিপেটা করি সেই হুজুরদেরই আবার জানাজা পড়াতে ডাকি, দোয়া করতে ডাকি, বাবা-মার মৃত্যু বার্ষিকীতে ডাকি। এমনকি নেতা-নেত্রীদের মৃত্যু বার্ষিকীও হুজুরদের ছাড়া হয় না। অথচ এই হুজুরদের প্রতি আমাদের কি অবহেলা, কি উপেক্ষা, কি লাঞ্ছনা, কি অপবাদ, কি অত্যাচার না করি। আমাদের এই দ্বৈত নীতি কবে যে সমাপ্ত হবে আল্লাহই জানে। আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করো। আমিন, সুম্মা আমীন।
©somewhere in net ltd.