নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি "দল" বা "লীগের" নই । আমি দেশের ।

"আবার যুদ্ধে যাব, রাজাকার নিধনে যাব"

নিয়েল ( হিমু )

আমি হিমু ছিলাম, আছি এবং থাকব।

নিয়েল ( হিমু ) › বিস্তারিত পোস্টঃ

এইটা কোন পোষ্ট না ।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৩





.











.









আগেই বলছিলাম /:) /:) /:) /:)

মন্তব্য ২১৩ টি রেটিং +১৫/-০

মন্তব্য (২১৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৯

অনীনদিতা বলেছেন: :P :P

১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৪

নিয়েল ( হিমু ) বলেছেন: ;) ;)

২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: :-P :-P

১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৭

নিয়েল ( হিমু ) বলেছেন:

৩| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:০১

আমিনুর রহমান বলেছেন: অনেকদিন পর একটা অসম্ভব রকমের ভালো পোষ্ট দেখলাম :P :P :P

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:০০

নিয়েল ( হিমু ) বলেছেন: আপনাদের দোয়া থাকলে এ রকম অসম্ভব রকমের ভালো পোষ্ট ভবিষ্যতে আরো দিতে পারব ইনশাআল্লাহ :!> :!> :#>

৪| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৫

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আজকের আরো একটি ভালো পোস্ট এখানে

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:০১

নিয়েল ( হিমু ) বলেছেন: দেখছি ভাই । এবং ভাল পোষ্টায় কমেন্ট করার লোভ সাম্লাতে পারি নাই । 8-| 8-|

৫| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: ;) ;)

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:০২

নিয়েল ( হিমু ) বলেছেন: :P :P

৬| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৮

মাহবু১৫৪ বলেছেন: X( X(

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৩

নিয়েল ( হিমু ) বলেছেন: আগেই বলছিলাম ভাই :( :( এখন রাগ দেখায়া কাম নাই :(( :(( :((

৭| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৪

এম হুসাইন বলেছেন: ও নিয়েল ভাই, ইতা কিতা অইল? :-/ ;)

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৫

নিয়েল ( হিমু ) বলেছেন: কুন্তা নায় । এখটু খবর নিলাম আরি আফনারার ;) ;) বালা নি তে ?

৮| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:

পোষ্ট ষ্টিকি করার জোড় আবেদন করছি। B-))

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৭

নিয়েল ( হিমু ) বলেছেন: ষ্টিকি করার ক্ষমতা তো আমার কাছে নাই জানেন না B:-) B:-) B:-) B:-) ? পুরা ব্লগের সবাই জানে :-B :-B :-B :-B :-B

৯| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৭

সাগর হাসি বলেছেন: =p~ =p~

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৮

নিয়েল ( হিমু ) বলেছেন:

১০| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৯

আশিক মাসুম বলেছেন: আমিনুর রহমান বলেছেন: অনেকদিন পর একটা অসম্ভব রকমের ভালো পোষ্ট দেখলাম :P :P :P

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:১০

নিয়েল ( হিমু ) বলেছেন: আমিনুর রহমানকে লেখক বলেছেন: আপনাদের দোয়া থাকলে এ রকম অসম্ভব রকমের ভালো পোষ্ট ভবিষ্যতে আরো দিতে পারব ইনশাআল্লাহ :!> :!> :#>

১১| ১০ ই মার্চ, ২০১৩ রাত ২:৩২

স্বপনবাজ বলেছেন: বেসম্ভব ভালো পোষ্ট দেখলাম এক খান !

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:১১

নিয়েল ( হিমু ) বলেছেন: সেইরাম পরিষ্কার ;) ;)

১২| ১০ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৪

স্বপনবাজ বলেছেন: প্রিয়তে নেবার চিন্তা করতেছি !

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:১২

নিয়েল ( হিমু ) বলেছেন: আমার জিনিশ আপনে নিবেন কেন ? B:-/ B:-/ B:-/

১৩| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: khuv valo laglo.....osadharon post..ar bakhya ditey hajar khanik pristha lagbey tai dilam na....... :)

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৪

নিয়েল ( হিমু ) বলেছেন: যত পৃষ্ঠাই লাগুক জাতী ব্যাখ্যা চায় B-)) B-))

১৪| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৮

shfikul বলেছেন: :D :D :D

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৫

নিয়েল ( হিমু ) বলেছেন: B-) B-) B-) B-)

১৫| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৬

জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার, অসাধারন।

বিশ্বাস করবেন না আপনার পোস্টটা পড়ে আমার চোখে পানি চলে এসেছে। একজন মানুষ এত ভাল লিখে কিভাবে??!! ভাবি আর চমৎকৃত হই।

একটা পোস্ট দিয়ে বাকরুদ্ধ করে দিলেন ভাই, আরেকজন রবিন্দ্রনাথের ছাঁয়া দেখতে পাচ্ছি আপনার মধ‍্যে।

;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩১

নিয়েল ( হিমু ) বলেছেন: দাদা জানেন তো রবি দা আমার ধ্যান , আমার জ্ঞান । আমি মনে প্রাণে আপাদো মস্তকে তাকে কপি মারার চেষ্টা নেই । আর এর সিকৃতি আজ আপনি দিলেন । দাদা আজ আপনি আমায় যে চির ঋণি বানিয়ে দিলেন । আচ্ছা যান আপনার নেক্সট কবিতা খানি আমি আপনাকেই উৎসর্গ কর্ব দাদা ।

১৬| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:২২

টুং টাং বলেছেন:
আপনার মতো এত স্বচ্ছ, সরল, তরল বাস্প লেখনী এর আগে কোথাও পাইনি, আপনাকে অনেক অনেক বাষ্পীয় ধন্যবাদ।

=p~ =p~ :P

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৫

নিয়েল ( হিমু ) বলেছেন: আপনাকে ফুশ বাষ্পীয় ধন্যবাদ =p~ =p~ :P :P

১৭| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪২

দায়িত্ববান নাগরিক বলেছেন: Ha ha .. Tai to ! :D

১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৯

নিয়েল ( হিমু ) বলেছেন: আগেই বলছিলাম /:) /:) /:) /:)

১৮| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৫

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: লেখক বলেছেন: আপনাকে ফুশ বাষ্পীয় ধন্যবাদ


ইটা আবার কিরাম??? :-B :-B

১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩১

নিয়েল ( হিমু ) বলেছেন: পাব্লিক প্লেস ভাই সব কিছু বলা যাবে না এইখানে /:) /:) /:) উপ্রে দিয়া গেলেগা করার কিছু নাই ছরি /:) /:) /:)

১৯| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:২০

মামুন রশিদ বলেছেন: পোস্ট এখনও স্টিকি হইলোনা কেন ? জানা আপু কই ?
:P :P

১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৫

নিয়েল ( হিমু ) বলেছেন: কে কৈ আমি কিভাবে বলব ? /:) /:) :P :P :P =p~ =p~

২০| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৪

গ্রাম্যবালিকা বলেছেন: হাই নিয়েল ;)

২১| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৫

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: X( X( X( X( X( X(( X(( X((

১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৭

নিয়েল ( হিমু ) বলেছেন: আগেই বলছিলাম রে ভাই /:) /:) /:) B:-/ B:-/

২২| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৭

গ্রাম্যবালিকা বলেছেন: হাই সবাই? ;)


























আড্ডাইতে মুঞ্চায় /:) /:) /:) /:)

২৩| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৭

নিয়েল ( হিমু ) বলেছেন: হাই বালিকা অনেক দিন পরে । কি খবর ;)

২৪| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কত ফেমাস ব্লগার। পোষ্ট না দিয়েও এত মন্তব্য। আবার একজন প্রিয়তেও নিয়েছেন :-B

১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪১

নিয়েল ( হিমু ) বলেছেন: প্রিয়তে কে নিল এইটা এখনো বিস্ময় বটে ।

২৫| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৫

গ্রাম্যবালিকা বলেছেন: নিয়েল, ভালো আছি! আপনি কেমন? :D

হাই স্বর্ণা মনি ;) নিয়েল হিট ব্লগার। একটা ডট দিয়ে পোষ্ট দিলেও হিট! বুঝলেন ;) :P

২৬| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০

*কুনোব্যাঙ* বলেছেন:

১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৮

নিয়েল ( হিমু ) বলেছেন:

২৭| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫১

*কুনোব্যাঙ* বলেছেন:

১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৯

নিয়েল ( হিমু ) বলেছেন:

২৮| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: আমি চাই আশরাফুলের ডাবল সেঞ্চুরী ত্রিপল সেঞ্চুরী করতে পারলে আর ও ভালো্ ওই ফাকা যায়গার একটা ব্যখ্যা হলো আশরাফুল এখন পর্যন্ত কোন ২০০ মারে নাই...আগামী কালকে ইন্ শাল্লা শূন্য স্থান প্ূর্ণ হবে

১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

নিয়েল ( হিমু ) বলেছেন: সেঞ্চুরী কর্ল কৈ ? X( X( X( । আজকে বরং আগের পুরানা এবং যেই খেলায় আমরা অভ্যস্ত সেইটাই দেখলাম মনে হয় X(( X(( X(( :( :( :( :( :(( :(( :(( :(( :((

তবুও খুশি আছি আজকের টোটালে :) :)

২৯| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:০০

*কুনোব্যাঙ* বলেছেন: ঘটনা কি! ক্যাচাল পোষ্ট দিয়া পোষ্টদাতা কৈ উধাও হইল!!!!

৩০| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৭

নিয়েল ( হিমু ) বলেছেন: বালিকা @ জী ভাল আছি :) ইমো দেয়া কমিয়ে ফেলছেন নাকি আজ কাল ? B:-)

স্বর্ণাপা @ mail বক্সটা....

কুনো দা @ ডরায়া ভাগছে মনে হয় :D

৩১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:১১

অদ্বিতীয়া আমি বলেছেন: B:-) B:-) :-B

জটিল পোস্ট :P

১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৫

নিয়েল ( হিমু ) বলেছেন: জী জটিল পোস্ট :#) :#) :#)

৩২| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪৪

অ্যানোনিমাস বলেছেন: B-))

১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৬

নিয়েল ( হিমু ) বলেছেন: :#) :#) :#) :#)

৩৩| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৭

রাফা বলেছেন: এইটা কি হইলো!!!!!!!!!!!!!!

১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৮

নিয়েল ( হিমু ) বলেছেন: কুনটা ভাই ? বিন্পির অফিসে ? আমি তো কৈতে পারি না

৩৪| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:

এখন পর্যন্ত ১৪০ বার পঠিত
২ টি লাইক
১ জন প্রিয়তে নিয়েছেন
৩৪ টি মন্তব্য


উফ এই পোস্ট এখনো কেন কর্তৃপক্ষ ষ্টিকি করছেনা !!! সবাইকে অনুরোধ করছি পোস্ট টিতে লাইক দিন এবং শেয়ার করুন। সময় উপযোগী পোস্ট এই মুহূর্তে।

১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:০১

নিয়েল ( হিমু ) বলেছেন: এই জরিপটা কি ঢাবি থেকে করা হৈছে ? ঢাবি ছারা আর কারো জরিপ আমি বিশ্বাস করি না /:) /:)

৩৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারীর দাবীর অযৌক্তিক নয়। :)

১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৭

নিয়েল ( হিমু ) বলেছেন: আমারো তাই মনে হয়

৩৬| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:১৩

এম হুসাইন বলেছেন: অয় অয় ভাইসাব, বালা আসি, আপনার কিতা খবর? আগর লাখান খাইতা পারইন নি... ? :-/ :P =p~

১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:০১

নিয়েল ( হিমু ) বলেছেন: অয় বাই আমার খানি ,ফাখানি হগ্গলতা এখ লগে চলের ;) ;) ;) ;)

৩৭| ১২ ই মার্চ, ২০১৩ ভোর ৬:১৬

সিলেটি জামান বলেছেন: দীর্ঘদিন পর সামুতে ঢুকিয়া এইরাম আত্মাধিক পুস্ট দেখিয়া নিজেকে ভাগ্যবান মনে করিতেছি B-) B-) তা ভাইজান আছেন কেমন ?

১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৬

নিয়েল ( হিমু ) বলেছেন: আরে বড় ভাইজান দেখি B:-) B:-) B:-)

৩৮| ১২ ই মার্চ, ২০১৩ ভোর ৬:২৫

মাক্স বলেছেন: এমন বলিষ্ঠ লেখনীর পোস্ট এখন খুব কমই আসে।
এই পোস্ট গুলোর জন্যই এখনও সামু ছাইরা যাইনাই।
প্লাসসহ মাইনাস :P :P :P

১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৭

নিয়েল ( হিমু ) বলেছেন: জী ষাঢ় সব আপনার দিক্ষিত শিক্ষা ষাঢ় B-)) B-)) B-))

৩৯| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কিন্তুক কিলিয়ারলি বলেন নাই। B-)) আমাদের দুখা দেয়ায় আপনারে মাইনাছ!

১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৯

নিয়েল ( হিমু ) বলেছেন: কিলিয়ারলি বলি নাই ? B:-) B:-) B:-)

৪০| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: প্রমাণসহ স্ক্রিনশট দিলাম এবং পোস্টের বিষয়বস্তু সম্পূর্ণ লেখকের। সহব্লগারদের কাছে হৃদয়ের আর্তি, এর পরও কি পোস্টটি স্টিকি করা হবে না?

১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৩

নিয়েল ( হিমু ) বলেছেন: আপনাদের চেষ্টা সফল হোক । B-)) B-)) B-))

৪১| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২১

এম হুসাইন বলেছেন: দেখ্রায় নি রে বা, কি পাকানি দেরা, দেশও মজা কররায় রেবা ভাই, আর আমরা ওখানও শিতে মররাম... অত শীত ইখানও---- হায় রে হায় - :) :-/ :P ;)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৯

নিয়েল ( হিমু ) বলেছেন: অতো শিত নি বা বাই B:-) B:-) B:-) B:-)

৪২| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০

মোমের মানুষ বলেছেন: মামুন৬৫৩ বলেছেন: পোস্ট এখনও স্টিকি হইলোনা কেন ? জানা আপু কই ?

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৪

নিয়েল ( হিমু ) বলেছেন: মামুন৬৫৩কে লেখক বলেছেন: কে কৈ আমি কিভাবে বলব ? /:) /:) :P :P =p~ =p~

৪৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:০২

গ্রাম্যবালিকা বলেছেন: হাই নিয়েল ;)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৩

নিয়েল ( হিমু ) বলেছেন: হেলো

৪৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৮

গ্রাম্যবালিকা বলেছেন: কিতা মাততায় না নি আমার লগে? :(( :((

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৩

নিয়েল ( হিমু ) বলেছেন: হা হা হা ।
একটু বিজি হয়ে পরছিলাম । ছরি

৪৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমার পোস্টানুভুতিতে আঘাত দেয়ায় পোস্ট রিপোরটেড ... X(

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৯

নিয়েল ( হিমু ) বলেছেন: এইটা কোন কম্পানির অনুভুতি বছ ? :-B :-B :-B :-B

৪৬| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪২

এম হুসাইন বলেছেন: অয় অয় বা, এখন তো -৪/ -৩ অলা থাকে--- :P :) :)

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৯

নিয়েল ( হিমু ) বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-))

৪৭| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:



একটা কথা আমার বুঝে আসছে না , শিরনামে আপনিতো লিখেই দিয়েছেন , তার পরও সবাই আপনাকে মিথ্যাবাদী ভাবার কারন কি ? :-P :-P :-P :-P :-P

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৩

নিয়েল ( হিমু ) বলেছেন: বুঝছি না তো আমিও :(

৪৮| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৮

বটবৃক্ষ~ বলেছেন: স্বপনবাজ বলেছেন: প্রিয়তে নেবার চিন্তা করতেছি !!!

মাক্স বলেছেন: এমন বলিষ্ঠ লেখনীর পোস্ট এখন খুব কমই আসে।
এই পোস্ট গুলোর জন্যই এখনও সামু ছাইরা যাইনাই।

হাহাহহাহা!!!! =p~ =p~ =p~ =p~ হাসতে হাসতে গড়াগড়ি.....

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৩

নিয়েল ( হিমু ) বলেছেন: হাসেন /:) /:) /:)

৪৯| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:০১

বটবৃক্ষ~ বলেছেন: আচ্ছা ,একটা প্রশ্ন ...গুললি কোম্পানির এই ইমোগুলা কেমনে দেয়?????
শেখালে আপনারে গুলাব দিব.....;);)

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

নিয়েল ( হিমু ) বলেছেন: :D :D :D

৫০| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৫

বটবৃক্ষ~ বলেছেন:

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

নিয়েল ( হিমু ) বলেছেন: দিস গুলাব অলসো ফর য়ু :D :D :D

৫১| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২০

গুরুমিয়াঁ বলেছেন: পুষ্ট বাল হইছে,
ষ্টিকি করা হউক।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৪

নিয়েল ( হিমু ) বলেছেন: স্টিকির গুষ্টি কিলাই B-)) B-)) B-)) B-)) B-))

৫২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৭

লিন্‌কিন পার্ক বলেছেন:
এই পোস্ট স্টিকি না হইলে খেলুম না X( X( B-)) B-))

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৬

নিয়েল ( হিমু ) বলেছেন: তাইলে অগ্রীম শুভ বিদায় ভাই :(

৫৩| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪০

আমি সাইফুল্লাহ বলেছেন: এইডা তাইলে কি?

২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪২

নিয়েল ( হিমু ) বলেছেন: চিড়া আর মুড়ি :D :D :D

৫৪| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৯

পরিবেশ বন্ধু বলেছেন: এইডা কোন কি ? :-P :D =p~ /// !:#P !:#P !:#P :P

২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৪

নিয়েল ( হিমু ) বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P =p~ =p~ =p~ ;)

৫৫| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:
এখন পর্যন্ত

২৯০ বার পঠিত

৮ টি লাইক

৫৫ নং কমেন্ট

খাইছে পোস্ট দেখি ইতিহাস হইতে চলছে।

২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

নিয়েল ( হিমু ) বলেছেন: আপনার পরিসংখ্যান গুলো আগামী দিনে ইতিহাস পাঠের এবং গোপন কিছু আবিষ্কারের সহায়ক হবে বলেই আমার বিশ্বাস :D :D :D

৫৬| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪১

আমিনুর রহমান বলেছেন: আমি চিন্তা করতে আচি সামুর ক্ষুদ্রতম শব্দে দিয়া তৈরি পোষ্টগুলোর একটা সংকলন করমু। এর মধ্যে আমারো কয়েকটা আছে যা আপাতত ড্রাফটে আছে :P :P :P

২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৯

নিয়েল ( হিমু ) বলেছেন: যাক কোন একটা সংকলনে স্থান পাওয়ার সুযোগ মনে হয় আছে আমার ;) ;) ;)

৫৭| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:

@ আমিনুর ভাই আমিও তাইলে একটা পোস্ট দেই সেই পোস্ট অবশ্যই সংকলন করবেন কিন্তুক। ;)

২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫১

নিয়েল ( হিমু ) বলেছেন: আরো একটায় স্থান পাওয়ার স্বপ্ন দেখতেছি ভাই ;) ;)

৫৮| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: বেলতলার ন্যাড়া
পোস্টে নাই ঘোড়া !:#P !:#P !:#P =p~

২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

নিয়েল ( হিমু ) বলেছেন: এইডা কোন কি ? B:-) B:-) B:-) B:-)

৫৯| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অসামান্য অধ্যাবসায় এর ফলে যে পোস্টের প্রসব, তা আমার চর্ম চক্ষে দেখতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

সামুর আকাশে যখন দুর্যোগের ঘনঘটা তখন মহান সুলেখকের এইটা কোন পোষ্ট না । শিরোনামের লেখাটি একটি বিস্ময়ের সৃষ্টি করলো।

এই শিরোনাম এর মাধ্যমে লেখক শুধুই তার লেখনীর অসামান্য প্রতিভাকে বিনয়ের আড়ালে আশ্রয় দেবার চেষ্টা করেছেন।

আমরা ব্লগ সমাজ, গুণীর গুনের কদর করতে জানি, তাই বিনয়ের পরিমান যাই হোক, আমরা অসাধারণ পোস্টের প্রশংসা করবই।


আজ যে আরেকটি নতুন ধারার "পাঠক সমাজ" আপনি তৈরি করে ফেললেন, এই কারনে বাংলা ব্লগের ইতিহাসে আপনার নামটি স্বর্ণাক্ষরে না হোক, পিতলের অক্ষরে অবশ্যই লেখা হবে।

লেখক, আপনি এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে। এরকম আরও বিস্ফোরক লেখার মাধ্যমে নিন্দুকদের টাঁসকি আপনি খাওয়াতে পারবেনই , এই বিষয়ে আমার পাঠক মনের কনরুপ সন্দেহ নেই!

২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৪

নিয়েল ( হিমু ) বলেছেন: আপনার কেউ না খাওয়া বিশ্লেষণে আমি আজ ধন্য !:#P !:#P !:#P !:#P

৬০| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩১

লেখোয়াড় বলেছেন:
এমন সুন্দর পোস্ট আমি সামুতে আর দেখি নাই!!
জয় সামু, জয় নিয়েল হিমু।

২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৮

নিয়েল ( হিমু ) বলেছেন: /:) /:) /:) /:) /:) /:)

৬১| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৯

নিয়েল ( হিমু ) বলেছেন: :-B :-B :-B :-B :-B :-B /:) /:)

৬২| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬

মুশাসি বলেছেন: দাগিয়ে রাখলাম। রাতে সময় নিয়ে পড়বো।

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০১

নিয়েল ( হিমু ) বলেছেন: জী সময় করে পড়বেন কিন্তু ? :#> :#> দেইখেন ভুলে যাইয়েন না যেন ?

৬৩| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬

ভুল উচ্ছাস বলেছেন: হিমু সাহেব আপনি বেশ রসিক আছেন বৈকি। বিনুদিত করার জন্যে ধন্যবাদ। ;) ;)

২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৯

নিয়েল ( হিমু ) বলেছেন: প্রথমত রসিকতার জন্য পোষ্ট দেই নাই । অন্য একটা পোষ্ট হাইড করতে মুলতেএই পোষ্টের জন্ম ।
২য় আমি কি ? সেইটা সবাই না জানলেও আমার চলে যাবে ।
৩য় যেহেতু বিনোদন আমার টার্গেট ছিল না তাই আপনার ধন্যবাদ টা নিতে পারতেছি না ।

৬৪| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭

াগলা শান্তু বলেছেন: এমন সুন্দর পোস্ট আমি সামুতে আর দেখি নাই!!
জয় সামু, জয় নিয়েল হিমু। =p~ :P B-)

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৩

নিয়েল ( হিমু ) বলেছেন: /:) /:) /:) /:)

৬৫| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭

আমিনুর রহমান বলেছেন: মুশাসি বলেছেন: দাগিয়ে রাখলাম। রাতে সময় নিয়ে পড়বো।


হাস্তে হাস্তে চোখের জল নাক দিয়ে বের হচ্ছে।

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৪

নিয়েল ( হিমু ) বলেছেন: আমারো একি অবস্তা ভাই =p~ =p~ =p~

৬৬| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮

নোমান নমি বলেছেন: এই পোষ্ট এখনও স্টিকি হয়নি? হায়রে মডু! বিপ্লবের দীর্ঘ ইতিহাস বলে দিচ্ছে এই পোষ্ট একটি বিপ্লব। বালুময় পৃথিবীতে এক ফোটা জলের মত এই লেখা। তবুও মডুরা বুঝেনি। আপনি থামবেন না,চালিয়ে যান। দৌড়ান,দৌড়াইতে না পারলে বাসে উইঠা যান।তাও চালিয়ে যান।

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৭

নিয়েল ( হিমু ) বলেছেন: জী আপাতত বাসে উঠা যাওয়ার সিদ্ধান্ত নিছি :D :D :D

৬৭| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: আমি নির্বাক
আমি বিচলিত :-/ :-/ :-/

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১০

নিয়েল ( হিমু ) বলেছেন: আপনি তো নির্লিপ্ত স্বপ্নবাজ B:-) B:-) আমি তো শুনছি লাম নির্বাক আরেকজন চালায় । কেম্নে কি ? B:-) B:-) B:-)

৬৮| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩

মেহেরুন বলেছেন: কিছু পোড়া দেহ ... কিছু জীবনের অর্থহীন সমাপ্তি

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১১

নিয়েল ( হিমু ) বলেছেন: আপু অনেক ধন্যবাদ অসাধারন একটা লিংক শেয়ার করার জন্য :)

৬৯| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৪

আমি মুখতার বলেছেন: সামুর হাম্বালিগীয় মডুরা বাকশালি কায়দায় এই জনগুরুত্বপুর্ন পুষ্টটিকে স্টিকি না করে বুঝিয়ে দিল তারা কোন দলের পক্ষে। এই পুস্টটিকে স্টিকি না করানোর ফলে আগামিকাল দিন-রাইত ২৪ ঘন্টা হরতাল।


এই হরতালে যদি কারো প্রানহানি হয়, তবে এর দায়ভার সামুর বাকশাল প্রিয় মডুরা নিবে।



X(( X(( X(( X((

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১২

নিয়েল ( হিমু ) বলেছেন: আমি কৈ থাকপ ঐ সময় ? আমার তো অফিস নাই

৭০| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৪

নোমান নমি বলেছেন: কিছু সমালোচনা করতে এলাম। কেউ সমালোচনা উর্ধ্বে নয়। আপনার এই অসাধরন পোষ্টে দ্বিতীয় যে ফোটাটে দিয়েছেন। তার অন্তনিহিত তাৎপর্যে যা দেখা যায় ব্যাপারটা ঘোলাটে।
আলফ্রেড হস্তিমাত এর থিউরীতে গেলে আপনার কথাটি ভুল, আবার ফোটার ভিতরের ফোটাতে আপনি যা বুঝিয়েছেন তা আপনার আগের ফোটার সাথে সাংঘর্ষিক। এসব ভেবে ভবিষতে পোষ্ট দিবেন। ভালো থাকুন!

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৫

নিয়েল ( হিমু ) বলেছেন: আমি ভাই ঠিক এই ভয়টাতেই ছিলাম । কে যে ফোটা দুটির অবস্থান নিয়ে প্রশ্ন তোলে । আর অসাধারন সমালোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ :D :D :D
আগামীতে এসব ভেবেই পোষ্ট দিব

৭১| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন:
স্টিকি না হওয়াতে আমরণ অনশনে যাবার সিদ্ধান্ত নিয়েছি।

নীতিগত সমর্থন দিয়েছে জামাতে বিএনপির আমীর মেডাম


স্টিকি করা হোক

স্টিকি করা হোক!!

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৮

নিয়েল ( হিমু ) বলেছেন: চিলে নিয়া গেছে
কি নিছে ?
ঐযে নেতা কৈল কি জানি একটা নিছে , তাই এখন চিল ধরতে বাইরাইছি :D :D

৭২| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২

আমিনুর রহমান বলেছেন: সকলকে অনুরোধ করছি এখানে শুধু ফান করবো আমরা। প্লিজ মজার মধ্যে যেন সব কিছু থাকে :)

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৯

নিয়েল ( হিমু ) বলেছেন: ভাইয়া যেতে দেন । পোষ্ট যেদিকে যেতে চায় যেতে দেন

৭৩| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০০

লাবনী আক্তার বলেছেন: হায় হায় এখনো স্টিকি হয় নাই?? B:-) B:-) B:-)

'এইটা কোন পোষ্ট না ' এই যুগেও মানুষ এমন সত্য কথা বলেনা আর আপনেতো মিয়া পুরাই সত্যবাদী দেখতাছি ।;) ;) :P :P

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৯

নিয়েল ( হিমু ) বলেছেন: জী

৭৪| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০২

মেঘরোদ্দুর বলেছেন: কে কইলো যে, এইড্যা কুনু পোষ্ট না!!!! পোষ্টতো বটেই, গুরুতর পোষ্ট। এতবড় ভাবনার পোষ্ট আমি এই পরথম দেকলাম। ওহনও ভাবনার জলেই সাঁতরাইতাছি। ভাগ্যিস, ছুডুকালে বাপজান হাতে ধইরা সাঁতারের কামডা শিকাইছিলো, তা না অইলেতো ব্যাপক সমস্যা হইতো....

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২১

নিয়েল ( হিমু ) বলেছেন: আইসক্রিম খায়া গলা বসছে তো বসছেই কাশির টেবলেট খাইতেছি ।

৭৫| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: পোস্ট ম্যালা কঠিন!!! মাঝখানের কথাগুলো বেশ খটমট লেগেছিল। তবে অনেক দরকারি। এখান থেকে খালেদা হাসিনার অনেক কিছু শেখার আছে। B-)) B-))

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৫

নিয়েল ( হিমু ) বলেছেন: আপনার কথা ভেবেই নোমান নমি ভাই ৭০ নাম্বার কমেন্ট এ সব ক্লিয়ার করেছেন । দেইখা নেন । সব কিলিয়ার /:) /:)

৭৬| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৪

শীলা শিপা বলেছেন: আরে এটা তো স্টিকি করার মত পোষ্ট :)

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৫

নিয়েল ( হিমু ) বলেছেন: জী সবাই জানে :)

৭৭| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫

সিয়ন খান বলেছেন: পোস্টটি স্টিকি করা হক :P :P :P /:) /:) /:) !:#P !:#P !:#P

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৬

নিয়েল ( হিমু ) বলেছেন: কৈরা দেন /:) /:) /:)

৭৮| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ছেলিব্রেটি হবাই আলেদা! পোস্ট না কইরাও শত শত কমেন্ট, আমরা পোস্ট কইরাও কমেন্ট পাইনা। কানবার চাই, অনেক্ষন ধইরা কানবার চাই। :(( :(( :((

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৫

নিয়েল ( হিমু ) বলেছেন: :) :) :)
পোষ্ট দেখেছি তো অনেক আগেই :)

৭৯| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬

ভুল উচ্ছাস বলেছেন: দিকভ্রান্ত*পথিক বলেছেন:
স্টিকি না হওয়াতে আমরণ অনশনে যাবার সিদ্ধান্ত নিয়েছি।

নীতিগত সমর্থন দিয়েছে জামাতে বিএনপির আমীর।



দিকভ্রান্ত*পথিক= আপনি না নিজেরে খুব নিরপেক্ষ দাবী করলেন? মিয়া ভন্ডামি করার জায়গা পান না? জাবির পুয়াপাইন যে এরাম ভন্ডামী কইরে বেড়ায় তাতো জানতাম না। আপনাদের জন্যেই চুষিল শব্দ আজকে একটা গালি।

৮০| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬

যুবায়ের বলেছেন: ;) ;)

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৬

নিয়েল ( হিমু ) বলেছেন: ;) ;)

৮১| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৮

নিয়েল ( হিমু ) বলেছেন: ভুল উচ্ছাস @ আপনার কাজ টা কি ধরে ধরে লীগের ভোট বাড়ানো ? আপনার পোষ্টে আমাকে বানাইলেন লীগার , এখানে আরেকজনের নিরপেক্ষতার প্রশ্নে তাকেও লীগার বানাচ্ছেন ?
যাকে নিরপেক্ষতার প্রশ্নে লীগার বল্লেন তার একটা রেফারেন্স দেই আপনাকে কিছুটা ধারনা পেতেও পারেন ধারনা না পেলে আমার কিছু বলার বা করার নাই ।

বেগম জীয়া গন মানুষের গন আন্দলনটাকে যেভাবে ধর্মের বিরুদ্ধে আন্দলন বলে চালনা করে দিলেন গন হারে নাস্তিক ট্যাগ দিয়ে (আপনার এই বিষয়ক পোষ্টটা আমি দেখেছি ;) ) তাতে যে কেউ ক্ষোভ দেখাবেই । আর কিছু বলার নাই আপাতত /:)

৮২| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮

আমিনুর রহমান বলেছেন: দিকভ্রান্ত*পথিক বলেছেন: ছেলিব্রেটি হবাই আলেদা! পোস্ট না কইরাও শত শত কমেন্ট, আমরা পোস্ট কইরাও কমেন্ট পাইনা। কানবার চাই, অনেক্ষন ধইরা কানবার চাই। :(( :(( :((


:(( :(( :(( :(( :(( :(( :(( :((

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৬

নিয়েল ( হিমু ) বলেছেন: আম্রেও লগে নিয়েন

৮৩| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

শাকিল ১৭০৫ বলেছেন: :-& :-& :-&

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৭

নিয়েল ( হিমু ) বলেছেন: #:-S #:-S #:-S

৮৪| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

আমি ইহতিব বলেছেন: এই ঐতিহাসিক পোস্টের স্বাক্ষী হতে পেরে আমি ব্যাপক আনন্দ বোধ করছি। :)

৮৫| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১

জেনারেশন সুপারস্টার বলেছেন: ইতিহাসের স্বাক্ষী হয়ে গেলাম /:)

৮৬| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০১

ভুল উচ্ছাস বলেছেন: নিয়েল সাহেব নেক্সট পোষ্টে অবশ্যই ব্যাখ্যা করবো। আর সেখানে লিওর জন্যে একটা গিফট থাকবে আশা করি।



উনার নিরপেক্ষতার ব্যপারে সাক্ষী দিয়েন না, উনি ফেবুতে আমার সাথে এড আছেন এবং উনার সাথে বিভিন্ন পোষ্টে আলোচনা হয়েছে আমার। নৌকার পাল তুলে দিলে নৌকা নির্দিষ্ট একদিকে দৌড়ায় সব দিকে না।

৮৭| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

নিয়েল ( হিমু ) বলেছেন: ভুল উচ্ছাস @ সেটাই পাল তুলে দিলে এক দিকেই যাবে । যুদ্ধাপরাধের বিচার , জাশি নিষিদ্ধ করন এই ইস্যু নিয়ে কেউ পাল তুলে দিলে সূত্র মতে নৌকা কোন দিকে দৌড়াবে ;)

PC থেকে বসে একটা গানের link আপনাকে দেব । শুনবেন মাস্ট ।

৮৮| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন:

ভুল উচ্ছাস ভাই, বিএনপির অনেকের মাঝে ভালা পাই আপনারে, আপনিও জানেন। ভুল বুইঝেন না, যদিও সবাই আমি, হিমু ভাই, এদের লিগার ভাবে, আমরা কিন্তু দেশ প্রেম থেকে এন্টি জামাত অবস্থানে থাকি, আর কিছু না। সেই হিসেবে জামাতের বেস্ট ফ্রেন্ড বিম্পিও হয়ত চলে আসে। তাতে এই হয় না, আমি ভাই লীগ করিনা, আর এইটা চলতি রস, হিউমার সেন্স থেকে দেখেন, খারাপ লাগবে না ;) ;) ;)

৮৯| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

ভুল উচ্ছাস বলেছেন: পুংটা পুলাপান খালি রস খুজে। ;)

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৯

নিয়েল ( হিমু ) বলেছেন: আপাতত আপনার সাথে গান শেয়ারিং এর আগ্রহ হাড়িয়ে ফেলছি । কারন যে ভুল শ্বিকার করে না তার সাথে রস না কষ কি ব্যাবহার করতে হয় আমার জানা আছে ।

৯০| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:২২

ধানি মরিচ বলেছেন: যেটা কোন পোষ্ট না তার কোন মন্তব্য করাও দন্ডনীয় অপরাধ! তাই মন্তব্য করা থেকে বিরত থাকলাম.. :)

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪১

নিয়েল ( হিমু ) বলেছেন: আপনার একটা কমেন্ট আমি খুব মিছ করতেছি :( :(

৯১| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪০

মামুন রশিদ বলেছেন: এতো জটিল পোস্ট পড়তে ভালো লাগেনা /:) :-0 |-)

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪১

নিয়েল ( হিমু ) বলেছেন: ২ বার পড়ে ফেলছেন :D :D :D :D

৯২| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

রুদ্র মানব বলেছেন: অসাধারণ পোস্ট , +দিলাম :) :D :P

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪২

নিয়েল ( হিমু ) বলেছেন: :-B :-B :-B

৯৩| ২১ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৫

একজন নিশাচর বলেছেন: মাল্টি নিক, ক্যাচাল, ফ্যাসাদ এর ভীড়ে এমন সৃজনশীল পোস্ট খুজে আজ পাওয়া দুস্কর হয়ে পরেছে। লেখককে অসংখ্য ধন্যবাদ এমন নির্ভেজাল, নির্দলীয়, তথ্যবহুল , সময় উপযোগী এবং বিশ্লেষণধর্মী একটি পোস্ট দেয়ার জন্য।

২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৫

নিয়েল ( হিমু ) বলেছেন: আপনাদের মত আমার অগনিতততত পাঠকদের কথা মাথায় রেখেই এরূপ পোষ্টের চিন্তা করেছিলাম :D :D :D :D :D

৯৪| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

মামুন রশিদ বলেছেন: 'এপিক' পোস্টের মর্যাদা পাইতে এই পোস্টে আর কয়টা কমেন্ট লাগবে ???


এপিক পোস্টের অংশ হইতে মুনচায় :P


তবে পোস্টদাতা নিয়েল সবগুলো কমেন্টের উত্তর দিয়া 'এপিক' ব্লগারের দলে অলরেডি নাম লিখিয়েছেন :P :P

২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:১২

নিয়েল ( হিমু ) বলেছেন: আসলে ভাই তা না :)
কমেন্টের জবাব না দেয়াটা আমি মনে করি চড়ম বেয়াদবি অথবা নিজেকে খুব বড় প্রমান করার একটা বাতিক । ব্যাপারটা যেন এইরকম যে ধুর কোথাকার কে আসছে কমেন্ট করতে
এই কারনে জবাব দিয়েছি সবাইকে কারন সবাই আমার প্রিয় :)

৯৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৮

কাজী মামুনহোসেন বলেছেন: এক কথায় কয়া দিলাম স্টিকি করা হইক,


যদি স্টিকি করা না হয় তাইলে বুঝবে হবে


এটা ভারত, পাকিস্তান অথবা অন্য কোন স্বাধীনতা বিরোধী গ্রুপের চক্রান্ত .... =p~ =p~

২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৪

নিয়েল ( হিমু ) বলেছেন: জী ঠিক /:) /:)

৯৬| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কাজী মামুনহোসেন বলেছেন: এক কথায় কয়া দিলাম স্টিকি করা হইক,


যদি স্টিকি করা না হয় তাইলে বুঝবে হবে


এটা ভারত, পাকিস্তান অথবা অন্য কোন স্বাধীনতা বিরোধী গ্রুপের চক্রান্ত ....

২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫১

নিয়েল ( হিমু ) বলেছেন: কাজী মামুনহোসেনকে লেখক বলেছেন: জী ঠিক /:) /:)

৯৭| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: এইটা কোন পোস্ট না বুঝলাম..তয় নতুন পোস্ট দেন....যেইডা পোস্ট হবে সেইটা কই?

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৭

নিয়েল ( হিমু ) বলেছেন: :) :) :)

৯৮| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

মেহেদী হাসান মানিক বলেছেন: এইটা একটা কমেন্ট

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৫

নিয়েল ( হিমু ) বলেছেন: এইটা কমেন্টের উপজুক্ত জবাব

৯৯| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:০১

হিমু71 বলেছেন:
































এটি কোনো কমেন্ট নয়

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪০

নিয়েল ( হিমু ) বলেছেন: আমিও তো কোন জবাব দেই নাই :D :D

১০০| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:২০

মামুন রশিদ বলেছেন: এইটা কোন পোস্ট না ।



আরে বাবা, তাইলে কি এইটা জোলাপ দিয়া রান্ধা রোস্ট :P :P


হক্কলে যে ভাবে লাইন ধইরা আইতেছে, আমার ভাগের রোস্ট কই ? আমিতো পাইলাম টোস্ট :-0 ;)

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪২

নিয়েল ( হিমু ) বলেছেন: আপনে চিটাং এ টাংকি মারতাছেন তো আমি কেম্নেকি কর্মু ? /:) /:)

১০১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৮

মেহেরুন বলেছেন: Click This Link

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৮

নিয়েল ( হিমু ) বলেছেন: :)

১০২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: নানা, বলেন হিমুভাই, খুব খুব খুবই ভাল আছি। বলতে থাকেন। আমার অবস্থা দেখেন, ডেস্কটপ ক্রাশ করেছে। তারপর থেকে কোন ফেবুতে ঢুকতে পারছি না। Because the passwords are simply gone with the Hard Drive... but Fiqr not

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৯

নিয়েল ( হিমু ) বলেছেন: :( :(

১০৩| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৩

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: প্রিয় লেখক, আমাদের বর্তমানের এই ঘুণেধরা সমাজের প্রকৃত চিত্র ফুটে উঠেছে আপনার লেখণীতে.......। রবীন্দ্র পরবর্তী সময়ে আপনার লেখণীতে আমাদের এই পঙ্কিল সমাজের বাস্তব করুণ দৃশ্যাবলী যেভাবে প্রস্ফুটিত হয়েছে তার জন্য আপনাকে জানাই অনেক অনেক সাধুবাদ.... আপনি এভাবেই দেশ ও দশের জন্য লিখে যাবেন এবং আমাদের যুব সমাজকে ত্যাগ ও দেশপ্রেমের জন্য অণুপ্রাণিত করবেন এই আশা রাখি......। আপনার লেখনীতেই চিরকাল ভাস্বর হয়ে থাকবে বাংলার আবহমান সংস্কৃতি...এই কামনা..... /:)

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৩

নিয়েল ( হিমু ) বলেছেন: আপনিও তো সেই কবে থেকেই একটা ব্যানার নিয়াই খাড়ায়া রৈছেন । জাতী তো আপনার কাছ থেকেও কিছু চায় নাকি ? :-B :-B

১০৪| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৬

জাহিদ হাসান বলেছেন: স্টিকি করা হোক ।

স্টিকি করা হোক ।

স্টিকি করা হোক ।


এমন পোষ্ট কয়জন দিতে পারে ?
=p~ =p~ =p~

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৯

নিয়েল ( হিমু ) বলেছেন: এমন পোষ্ট কয়জন দিতে পারে ? /:) /:) /:)

১০৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

নিশাত শাহরিয়ার বলেছেন: প্রিয় ব্লগার,

আপনার এই পোস্ট আমার বগানুভুতিতে আঘাত এনেছে।

এই পোস্ট টি সরিয়ে ফেলুন , না হলে আমি কর্তৃপক্ষের কাছে আপনার ব্যান দাবি করব .....!!!!!!!!!! :P :P :P :P :P :P :P =p~ =p~

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:১৬

নিয়েল ( হিমু ) বলেছেন: তোইলে লুংগি আন্দলনে যোগ দিতে পারেন :D :D

অঃটঃ বগানুভুতি ?? :-B :-B আমি কুতায় থাকি ভুলে গেছেন ;) ;) ;)

১০৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই সেই ইতিহাস তৈরি করা কিংবদন্তি পোস্ট জাত ফিসফাস কানাকানি আজও ব্লগের মোড়ে মোড়ে ঘুরে বেড়াচ্ছে।

এক যে ছিল সামু,
ছিল আর এক হিমু,
দিল কি যে পোস্ট,
সবাই নিলো টোষ্ট,
কমেন্টে কমেন্টে গবেষণা,
অসামান্য পোস্ট পরিবেশনা।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২২

নিয়েল ( হিমু ) বলেছেন: আমি আর আমাতে নাইরে /:) /:) /:) আমাকে খুজে পেলেও পেতে পারো এইখানে

১০৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৮

কালোপরী বলেছেন: আছেন কেমন ??

১০৮| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫

ইখতামিন বলেছেন:
আপনি কি ব্যান হয়েছেন?

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩

নিয়েল ( হিমু ) বলেছেন: এমনটা মনে হল কেন আপনার ? :)

১০৯| ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৯

ইখতামিন বলেছেন:
হঠাৎ করে চুপ হয়ে গেলেন তো. তাই... :(

১১০| ০২ রা জুন, ২০১৩ সকাল ৭:২৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কি খবর?

১১১| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৪৮

বেঈমান আমি. বলেছেন: :( :(( X( X((

১১২| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯

নিয়েল হিমু বলেছেন: :(

১১৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৩

মোঃ আনারুল ইসলাম বলেছেন: Just fun না কি অন্য কিসু একটু খুল্যা বুলেন ত।

১১৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২১

নিয়েল হিমু বলেছেন: ২৫ নভেম্বর ২০১৩ রাইত ১১:২৩ এ এই পোষ্ট আপনের নজরে কেমনে আসে মোঃ আনারুল ইসলাম আগে এইটা আমারে খুইলা কন তো ।

১১৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:২০

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ভাই জান আমার অভ্যাস আর কি সকলের ব্লগে ঘুরে বেড়ানো তাতেই নজরে আসল আপনার এই অমূল্য ইতিহাসের ।

১১৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৫৬

নিয়েল হিমু বলেছেন: অন্য কিছু । ফান করার ইচ্ছা আপাতত নাই । :)

১১৭| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৯

এহসান সাবির বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা নিয়েল দা!

১১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:২৭

পথহারা নাবিক বলেছেন: নিয়েল হিমু বলেছেন: আবালের বাচ্চা ছাগল জানি কোথাকার বাইন[]ৎ



তুইও মাল্টি চুদাচ্ছ!!

১১৯| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৮

নিয়েল হিমু বলেছেন: মাল্টি নারে এডিরে কপিপেষ্ট কয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.