![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অফিসের একজন কর্মচারী। ৩৫ বছর বয়স। লম্বা কালো দাড়ি এবং টুপি। চরমোনা্ই পীরের মুরিদ।জামাত দুচোখে দেখতে পারে না। তাকে গত কয়েকদিনে দু্’বার পুলিশে ধরেছে। একবার তাকে রাস্তায় যেতে নিষেধ করে গালি দিয়ে বলেছে - ঐদিকে যাবেন না, স্যারে দেখলে পিটাবে।আর আজ সে কুষ্টিয়ায় গিয়েছে অফিসের কাজে। সকালে RAB তাকে ধরেছে।অনেক জেরা করার পরে কাজ করতে নিষেধ করে ছেড়ে দিয়েছে। বেচারা ভয়ে অস্থির। ফোন করে বলেছে, আমি আজ কাজ করতে পারবো না।
আমার আরেক ভাতিজা। ছাত্র এবং ভাষা আন্দোলনের সংগঠক প্রতিষ্ঠান তমদ্দুন মজলিসের কাজ করে। ২৪বছর বয়েস, কিন্তু দাঁড়ি রেখেছে। তাদের শহীদ দিবসের একটা অনুষ্ঠানের প্রেস রিলিজ দিতে গিয়ে মতিঝিল শাপলা চত্বরে ১৫/২০ জন RAB সদস্য দ্বারা ঘেরাও হয়।নানা ধরণের প্রশ্নের মুখে বেচারা আমতা করে তমদ্দুন মজলিস নামটি বললে তারা বলে , এটা কি সংগঠন? স্যারকে বলো। স্যার প্রেস রিলিজের কাগজ এবং সব শুনে বললেন- ও, ঠিক আছে, তমদ্দুন মজলিস অনেক পুরান সংগঠন, সাধারণ পাবলিক। ছেড়ে দাও। ততক্ষণে চারিদিকে মানুষের ভীড়। সে চলে যাবার সময় আশেপাশের মানুষের মন্তব্য -ঐ মিয়া, এ্ই বয়সে দাড়ি রাখছো ক্যান? - এখন বোঝো !বেচারা ভয়ে সরাসরি বাসায় চলে গেলো।এখন বেরোতে ভয় পাচ্ছে।
এগুলো কেনো হচ্ছে?
সাধারণের স্বাভাবিক চলাচল কেন ব্যাহত হচ্ছে?
কেন মানষিক টর্চার হচ্ছে?
এ্ দিকে সরকারের জরুরী নজর দেয়া দরকার।নাহলে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮
রশিক রশীদ বলেছেন: Exception is not Example.
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২
নিয়াজ মোহাম্মদ খান বলেছেন: আপনার সাথে একমত। তবু একটু সতর্কতা ভালো।
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪
জ্যাক রুশো বলেছেন: এই গুলা হচ্ছে জামাত শিবিরের অপকর্মের সাইড এফেক্ট
যা আমরা সাধারণ মানুষ ভোগ করছি।
জামাত শিবিরের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ান
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯
কে এম এইস বলেছেন: @রশিক রশীদ, আপনি কি মুসলিম? যারা দাড়ি রাখে ওরা Exception? ছি!!!
আপনাদের মত মুসলমানদের কারনে মুসলিমদের এই অবস্থা। ভাল করে কোরআন হাদীস পড়ুন আখেরাতে কাজে লাগবে।
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২০
সমকালের গান বলেছেন: জ্যাক রুশো বলেছেন: এই গুলা হচ্ছে জামাত শিবিরের অপকর্মের সাইড এফেক্ট
যা আমরা সাধারণ মানুষ ভোগ করছি।
জামাত শিবিরের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ান
সহমত।
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩
সপ্তম ইন্দ্রিয় বলেছেন: সমকালের গান বলেছেন: জ্যাক রুশো বলেছেন: এই গুলা হচ্ছে জামাত শিবিরের অপকর্মের সাইড এফেক্ট
যা আমরা সাধারণ মানুষ ভোগ করছি।
জামাত শিবিরের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ান
সহমত।
সহমত।
৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮
রুমি৯৯ বলেছেন: পুলিসের বোঝা উচিত যে জামাতের দাড়ি মুসললিদের দাড়ি হতে আলাদা
৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
টেকনিসিয়ান বলেছেন: এই গুলা হচ্ছে জামাত শিবিরের অপকর্মের সাইড এফেক্ট ।
------------- সহমত।
১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১০
খাঁচার পাখি বলেছেন: জ্যাক রুশো বলেছেন: এই গুলা হচ্ছে জামাত শিবিরের অপকর্মের সাইড এফেক্ট
যা আমরা সাধারণ মানুষ ভোগ করছি।
জামাত শিবিরের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ান
১০০% সহমত
১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯
স্পাইসিস্পাই001 বলেছেন: খাঁচার পাখি বলেছেন: জ্যাক রুশো বলেছেন: এই গুলা হচ্ছে জামাত শিবিরের অপকর্মের সাইড এফেক্ট
যা আমরা সাধারণ মানুষ ভোগ করছি।
জামাত শিবিরের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ান
১০০% সহমত
১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯
রবিন উত্তর কাট্টলী বলেছেন: সপ্তম ইন্দ্রিয় বলেছেন: সমকালের গান বলেছেন: জ্যাক রুশো বলেছেন: এই গুলা হচ্ছে জামাত শিবিরের অপকর্মের সাইড এফেক্ট
যা আমরা সাধারণ মানুষ ভোগ করছি।
জামাত শিবিরের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ান
সহমত।
সহমত
পারফেক্ট
১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১
এম.ডি জামান বলেছেন: ৯৬-২০০১ সালে ও দাড়ী টুপিওয়ালারা অনেক নির্যাতনের স্বীকার হয়েছেন।
১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
প্যাপিলন বলেছেন: দাড়ি কিন্তু হিন্দু, খ্রীস্টান, বৌদ্ধরাও রাখে, কাজেই খেয়াল কৈরা। কাজেই রুশো ভাই এর কথায়ই বলছি - ই গুলা হচ্ছে জামাত শিবিরের অপকর্মের সাইড এফেক্ট যা আমরা সাধারণ মানুষ ভোগ করছি। আমি কোনদিন দাড়ি রাখিনাই, কিন্তু পুলিশি চেক এর সম্মুখীন হইছি- এখন কি বলবেন?
২০০৪- এ জলিলের সরকার পতনের থিওরির পর ঢাকার বাস, রেল, লঞ্চ স্টেশনে সরকারী কর্মচারী /কর্মকর্তা ছাড়া যে নামছে তারেই গ্রেফতার করছে - সেই ভয়ঙ্কর দিনগুলো কিন্তু ভুলি নাইৃ
কাজেই ত্যানা পেচাবেননা, তেনা প্যাচানোর কি অর্থ দাড়ায় তা নিজেও বুঝেন, পাব্লিকেও বুঝে...
১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
চাঁন ভাই বলেছেন: দাড়ি, টুপিওয়ালা দেখলেই যে ধরতে হবে এটা ঠিক না। সঠিকভাবে অনুসন্ধান করা উচিত।
১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬
চলতে ফিরতে দেখা বলেছেন: আগুন জালান সব ঠিক হয়ে যাবে। আর শাহবাগে গিয়ে একটু রাজাকার ফাঁ...........সি চাই বলেন সব মাপ। আপনার জন্ম ৭১ পরে হলেও হয়ত মুক্তযোদ্ধা হয়ে যেতে পারেন। সবই প্রকৃতির লীলা বলে কথাতো!!!!!
১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
আধারের কবি বলেছেন: মো ঃ আবু সাঈদ বলেছেন: সরকার এখন লেমন চুস খইতেছে.....
সমস্ত আপর্কম নিয় কেউ তাগোরে জ্বালায় না........
১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬
ফারহান ফারদিন বলেছেন: কোন অভিজ্ঞ ব্লগারদের বলছি- জামাত শিবির চেনার উপায় নিয়ে একটা সচিত্র পোস্ট দ্যান। বলে রাখি জামাত শিবিরের দাঁড়ি রাখার স্টাইল কিন্তু একটু আলাদা। সাথে পরবে জিন্স প্যান্ট , পাঞ্জাবি বা ফতুয়া। আমি তো চেহারা দেখেই চিনতে পারি এদের।
১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৯
প্রগতিশীল ইকবাল বলেছেন: Sob gula deki nastiker basa.............
২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১
বরফ গলা পািন বলেছেন: +
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭
মো ঃ আবু সাঈদ বলেছেন: সরকার এখন লেমন চুস খইতেছে.....
সমস্ত আপর্কম নিয় কেউ তাগোরে জ্বালায় না........