নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিয়াজ মোহাম্মদ খান

নিয়াজ মোহাম্মদ খান › বিস্তারিত পোস্টঃ

প্রতিবাদ করছি না- শুধু ঘটনাটি শেয়ার করছি

০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১২

আমার ভা্য়ের ছেলেটা সিদ্ধেশ্বরী কলেজে গিয়েছে পরীক্ষা দিতে। সেখান থেকে আর বের হতে পারছে না। গেটে তালা দেয়া। বলা হয়েছে দু’টোর আগে বের হওয়া যাবে না । বের হয়ে মিছিলের সাথে যেতে হবে মিটিংয়ে। আজ নাকি শো-ডাউন রয়েছে সোহরোওয়ার্দী উদ্যানে। বিভাগের প্রধানকে ধরলো। তিনি গিয়ে রিকোয়েস্ট করলেন। নেতা বললো- স্যার,আজ কিছু বলবেন না। যেতে দিলে তো মিছিলের জন্য কোনো ছেলেপেল পাবো না। সকল ছাত্রদের এভাবে আটকে রাখা হয়েছে। বেচারার খুব জরুরী কাজ ছিলো। অসুস্থতা রয়েছে, রয়েছে চাকুরী। সব হারিয়ে অসহায়ের মতো বসে আছে। আল্লা মালুম অন্যান্য কলেজগুলোর কি অবস্থা ।আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিলো।

এখন আর রাজনীতি নিয়ে লিখি না । কারণ রাজনীতিবিদদেরে কাছে কোনটা ঠিক বেঠিক তা তো জানি না । আমরা যেটাকে ঠিক জানি, সেটা যদি ওনাদের চোখে বেঠিক হয়- তাহলে খবর আছে। ব্যাপারটি খুব খারাপ লাগলো তা্ লিখলাম। দয়া করে কেউ আওয়ামী লীগ- বিএনপি হিসেব কষবেন না। সামগ্রিক পরিস্থিতিতে মাঝে মধ্যে প্রতিবাদ করতে মন করে । আমরা পারি না, আমরা জিম্মি। ব্লগের বন্ধুদের সাথে বিষয়টি শেয়ার করলাম।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৪

মদন বলেছেন: :(

২| ০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১৮

ফিলিংস বলেছেন: B:-)

৩| ০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২০

সুমন কর বলেছেন: হুম !

৪| ০১ লা মে, ২০১৬ বিকাল ৪:৪১

রাঙা মীয়া বলেছেন: দুঃখজনক /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.