![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্প্রতি বিবিসির সাথে একটি সাক্ষাৎকারে ঢাকা দক্ষিনের মেয়র সাইদ খোকন কিছু নতুন ধারণা সামনে এনেছেন। যেটা তিনি ঢাকা শহরকে পরিচ্ছন্ন করার জন্য ব্যবহার করতে চান। তার চিন্তার মধ্যে রয়েছে, ১। পরিচ্ছন্ন বসন, ২। পরিচ্ছন্ন ভাবনা বা মেডিটেশন, ৩। নগরবাসীর নিজেদের সুস্থতার জন্য যোগ ব্যায়াম। ভালোই তো যদি বাস্তবায়ন করা যায়, কি বলেন?
তার এ সংক্রান্ত বিবিসির সাথে সাক্ষাৎকারটি ডাউনলোড করে দেখতে পারেন।
ইউটিউব : https://www.youtube.com/watch?v=ZEslX6qIdyE
গুগল ড্রাইভ : Click This Link
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৬
মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।