![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই নাও দু’টি চোখ
অশ্রু দিলে হবে না শেষ
চোখ দু’টি নাও আমার।
দেখতে তোমায় ইচ্ছে হলে
মনের চোখ খোলা রাখব
সে টুকুতেই শান্ত হব
কাঁপবে না আর বুক!
চোখ দু’টি নাও আমার।
কম হলো তাই?
এই নাও একটি জীবন-
সময় দিলে হবে না শেষ
অসময়ের কোলাহলে
বাঁধতে পারে দ্বেষ !
জীবনটা নাও আমার।
মুক্ত পরাগ যুক্ত করে
যা কিছু আমার ছিল
দিলেম তোমার হাতে
এই চরাচর সাঙ্গ করে
চন্দ্র হব রাতে।
©somewhere in net ltd.