![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এই জন্মভূমিকে খুব ভালোবাসি আর এমন দেশের স্বপ্ন দেখি যে দেশে দারিদ্র্যতা, ক্ষুধা আর পথশিশু থাকবেনা। আর এই প্রকল্প বাস্তবায়নে আমৃত্যু কাজ করে যাবো ইনশাআল্লাহ।
মাঝে মাঝে ইচ্ছে করে পাখি হয়ে যাই; নয়তো বা কোন নাটাই ছাড়া ঘুড়ি, যে উড়বে শুধু তোমার মনের আকাশে। আর ছড়িয়ে দিবে তার ভালবাসার রং তোমার মনের প্রতিটি কোনে প্রতিটি আঙ্গিনায়। কখনো ইচ্ছে করে বৃষ্টি হয়ে যাই, যেই বৃষ্টির প্রতিটি ফোটায় তোমায় সিক্ত করতে চাই। আবার কখনো ইচ্ছে করে, হয়ে যাই কোন দমকা হাওয়া; মিষ্টি শিহরনে তোমায় পুলকিত করবে বলে যার বয়ে যাওয়া। এমনি নাম না জানা হাজারো ইচ্ছায় যখন আমি আবেগে আচ্ছন্ন; ঘুমটা ঠিক তখনি ভেঙ্গে যায়! সম্মুখীন হতে হয় সেই রূঢ় বাস্তবতার, যেখানে শুধু আছে কষ্ট আর না পাওয়ার এক করুন আর্তনাদ, যেখানে নেই কোন ভালবাসা; নেই কোন ভালবাসার মানুষের পদচিহ্ন । যেখানে আছে শুধু একরাশ ঘৃণা... আর ছলনা... তারপরও কেন জানি আজও শুধু ভালবাসতে ইচ্ছা হয়। কিন্তু আজও সেই কাঙ্খিত ভালবাসা এই জীবনের জন্য অধরাই রয়ে গেল।
©somewhere in net ltd.