![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হিমুর মত উদ্ভট টাইপের কেউ।আমার ভালোলাগে ভাবতে,হাঁটতে,কথা বলতে,নীরবে অপলক চেয়ে দেখতে। আমি আমার মত করে গড়ে উঠা এক আদম। নিরিবিলি প্রশান্ত মন নিয়ে প্রগাঢ় চিন্তায় ডুবে থাকতে ভালোবাসি। আমার পথ আমি বেঁচে নিয়ে,যে পথে হেঁটে চলবো অনন্ত সময়।
কতটুকু পেয়েছি সুখের দেখা ওহে বঙ্গজননী
আজো কাঁদে অজস্র চিৎকার করে ক্ষুধিতের দল,
আজো দীর্ঘশ্বাস ফেলে বেড়ায় মজুরের দল,
আজো নীরবে চোখের পানি মুছে বেড়ায়
হাজারো হাজারো মায়েরা।
আজো ছেড়া কাপড় মুখে গুজে কাঁদে
ধর্ষিতা থেকে নাম নেওয়া পতিতা।
আজো কেন ধূলি ঝড়ে ভেঙে যায়
কোটি বাঙালির বুক?
মাগো বলো এরি নামই কি সূচকের আগাগোড়া মোড়ানো পার্থিব সুখ?
©somewhere in net ltd.