নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথাই মানুষের প্রাণ। যতদিন মানুষ হৃদয় উজাড় করে কথা বলতে পারবে ততদিন মানুষ বেঁচে থাকবে।

দূর দ্বীপবাসী

আমি হিমুর মত উদ্ভট টাইপের কেউ।আমার ভালোলাগে ভাবতে,হাঁটতে,কথা বলতে,নীরবে অপলক চেয়ে দেখতে। আমি আমার মত করে গড়ে উঠা এক আদম। নিরিবিলি প্রশান্ত মন নিয়ে প্রগাঢ় চিন্তায় ডুবে থাকতে ভালোবাসি। আমার পথ আমি বেঁচে নিয়ে,যে পথে হেঁটে চলবো অনন্ত সময়।

দূর দ্বীপবাসী › বিস্তারিত পোস্টঃ

তেলবাজি

২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০০

"জ্বি হুজুর,জ্বি জনাব,আজ্ঞে কর্তা !
আপনি যাহা বলিবেন তাহাই সত্য,সত্য বৈকি মিথ্যা হতেই পারে না।
ডান বলিলে ডান,বাম বলিলে বাম।
আপনার মত এ সাম্রাজ্যে দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়াই যাবে না।
আপনি কত বড় মহান!"
আমাদের সমাজ জুড়ে এরকম তেল মারা আমজনতার সংখ্যা অত্যধিক।
যে যত তেল মারবে,তার তত দাম।
গোটা পৃথিবীটা আজ তেলবাজির উপর চলছে,আর তেলবাজির কারণেই আজ পৃথিবীতে প্রতিনিয়ত ধ্বংসযজ্ঞের আয়োজন হচ্ছে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪১

আশাবাদী অধম বলেছেন: সুতরাং ভবিষ্যতে বেচে থাকতে চাইলে এখনই পর্যাপ্ত তেল জমিয়ে রাখুন!

২| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৭

Sotej Rahman বলেছেন: তেলবাজি ছাড়া যে উপায় নেই, কারো সুদৃষ্টি পাওয়ার একটাই উপায় তেলবাজি

৩| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ২:৩৬

দূর দ্বীপবাসী বলেছেন: ধন্যবাদ সুচিন্তিত মতামতের জন্য।
Sotej আশাবাদী ভাই

৪| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১৮

fa siam বলেছেন: সুন্দর

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:১৪

দূর দ্বীপবাসী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.