নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথাই মানুষের প্রাণ। যতদিন মানুষ হৃদয় উজাড় করে কথা বলতে পারবে ততদিন মানুষ বেঁচে থাকবে।

দূর দ্বীপবাসী

আমি হিমুর মত উদ্ভট টাইপের কেউ।আমার ভালোলাগে ভাবতে,হাঁটতে,কথা বলতে,নীরবে অপলক চেয়ে দেখতে। আমি আমার মত করে গড়ে উঠা এক আদম। নিরিবিলি প্রশান্ত মন নিয়ে প্রগাঢ় চিন্তায় ডুবে থাকতে ভালোবাসি। আমার পথ আমি বেঁচে নিয়ে,যে পথে হেঁটে চলবো অনন্ত সময়।

দূর দ্বীপবাসী › বিস্তারিত পোস্টঃ

Justice for Risha

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ২:৩৩

মেয়ে হয়ে জন্মানোই কি আজন্ম পাপ?
সতী হলে মা,বোন,অর্ধাঙ্গী.....ধর্ষিত হলে পতিতা,
শালীনতাহীন!
এটা কেমন বিবেচনা পুরুষতন্ত্রের?
নারী ধর্ষিত হলে, নিপীড়িত হলেই প্রশ্ন তার দেহে জড়ানো উর্দি কেমন ছিল, কয়টা সম্পর্ক ছিলো,রাত কয়টা পর্যন্ত বাইরে থাকতো,আধুনিক না হিজাবী?
সেকুলাস....!
কিন্তু আদৌ প্রশ্ন জাগে না পুরুষ নামের কাপুরুষ বন্য জানোয়ারটা কেমন ছিল?
সব দোষ কি নারীর?
সব দোষ যদি নারীসমাজের হয়, তবে কি আপনার মা বোনও দোষী?
কি শাস্তি দিবেন?
নিপীড়ন, হত্যা,নাকি ধর্ষন?
তনু নাটক থিয়েটার করতো,তাই শিকার হয়েছে।
এমনকি পতিতাবৃত্তির সাথেও তাকে যুক্ত করেছে পুরুষরা।
আফসানা ছাত্র ইউনিয়ন করতো,কট্টর বাম...।
ঠিক হয়েছে তাকে ধর্ষন করা..!
কিন্তু রিশা?
কি করেছে?
নাইট গাউন পরিধান করে স্কুলে গিয়েছে,
জিন্স আর টপস পড়ে হেলেদুলে হেঁটেছে?
কি দোষ ছিল মেয়েটির?
কি উপহার দিয়েছে তাকে পুরুষবাদী সমাজ।
আমাদের দেশে প্রধানমন্ত্রী,বিরোধী দলীয় নেত্রী, স্পিকার,মন্ত্রীবর্গ,সাংসদরা নারী হয়েছে,তাই বলে কি নারী তার প্রাপ্য অধিকার পেয়েছে?
আপনার ধর্ম নারীর যতটুকু অধিকার দিয়েছে কতটুকু দিয়েছেন তাকে?
নারীর উপর দোষ চাপিয়ে আপনি পার পেয়ে যাবেন না?
পৃথিবী থেকে পরজগত,সবখানে প্রশ্নবিদ্ধ হবেন?
কি দিবেন জবাব?
বছর কয়েক আগে পূর্ণিমা,কিছুদিন আগের তনু,মাত্র কয়েকদিন আগের আফসানা,আজকের রিশা....এটাই কি নারীর অধিকার? এটাই কি সমাজ ও ন্যায়বিচার?
জেগে উঠুন,বিবেককে জাগ্রত করুন,প্রতিবাদ করুন।
আজ যদি অন্যায়কারী পার পেয়ে যায় তবে আগামীকাল আপনার বোন ও তো শিকার হতে পারে।
সহধর্মিনী পাবেন একজন,তাহলে শত শত নারীর দিকে কেন আপনার নেতিবাচক দৃষ্টিভঙ্গি?
লক্ষ লক্ষ নারী কেন দোষের যাঁতাকলে পিষ্ট?
নারী ভোগ্যপণ্য নয়,
নারী হচ্ছে মানুষ,
নারী হচ্ছে আমার উৎপত্তির মূল উৎস,
নারী হচ্ছে আমার মা,
আমার বোন,
আমার সুখ দুঃখের অংশীদার,
শপথ করলাম
আমি দিবো আমার মা বোনের ন্যায্য অধিকার।
#Justice_for_Risha
#Justice_for_Tonu_Afsana
#Save_humanity
তনু,আফসানা,রিশা হত্যাকারী ঘাতকদের বিচার চাই।।

কোন আইনি মারপেঁচ, টালবাহানা চলবে না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৫৮

মাহফুজ বলেছেন: মাঝে মাঝে নিজে পুরুষ বলে খুব লজ্জা হয়, পুরুষ হয়ে পুরুষ জাতিটাকেই ঘৃণার অনলে ভষ্ম করে দিতে মন চায় এইসব পাসবিকতার খবর দেখলে।

২| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:০১

নীল আশরাফ বলেছেন: ভারতীয় সিরিয়াল এবং সিনেমাতে নারীদের সম্পর্কে যেরকম ধারণা দেওয়া হচ্ছে, তাতে এইসব পুরুষদের দোষ দেয়া যায়না। তারা রিপুর তাড়নায় যেটা ভাল মনে করেছে, সেটাই করেছে। আইনের শাসন না থাকা ব্যাপারটাকে আরও অনেকটা নির্বিঘ্ন করেছে।

৩| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:০০

দূর দ্বীপবাসী বলেছেন: মাহফুজ ভাই আমারও একই অবস্থা।

৪| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:০১

দূর দ্বীপবাসী বলেছেন: নীল আশরাফ ভাই যথার্থ বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.