নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথাই মানুষের প্রাণ। যতদিন মানুষ হৃদয় উজাড় করে কথা বলতে পারবে ততদিন মানুষ বেঁচে থাকবে।

দূর দ্বীপবাসী

আমি হিমুর মত উদ্ভট টাইপের কেউ।আমার ভালোলাগে ভাবতে,হাঁটতে,কথা বলতে,নীরবে অপলক চেয়ে দেখতে। আমি আমার মত করে গড়ে উঠা এক আদম। নিরিবিলি প্রশান্ত মন নিয়ে প্রগাঢ় চিন্তায় ডুবে থাকতে ভালোবাসি। আমার পথ আমি বেঁচে নিয়ে,যে পথে হেঁটে চলবো অনন্ত সময়।

দূর দ্বীপবাসী › বিস্তারিত পোস্টঃ

Revolution

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৬

মাঘের উত্তরের শীতল হাওয়ার প্রভাবে যদি গাছের পুরনো পাতাগুলো নাই বা ঝড়ে,
তবে ফাল্গুনের দক্ষিণ হাওয়ার পরশে নতুন পাতা গজাবে কি করে?
ঠিক তেমনি যে কোন বীরত্ব সূচক সংগ্রামে যদি পুরনো বীরেরা সর্বোচ্চ ত্যাগ দিয়ে আলোর পথে নিজেদের উৎসর্গ না করে,
তাহলে সেই ত্যাগের মহিমা নিয়ে বিপ্লবের তরে নতুন নতুন বীরেরা জন্ম নিবে কি করে?
পুরনো পাতা ঝরে পরার মত যত বেশি বীর আত্মত্যাগ দান করবে,তত বেশি নতুন পাতা জন্মানোর মত নতুন নতুন বীর সংগ্রামের পথে আসবে
সক্রেটিস,
চে গুয়েবারা থেকে
বিপ্লবী ক্ষুদিরাম,তিতুমীর, প্রীতিলতা, সূর্যসেন, সালাম রফিক বরকত জব্বার শফিউর থেকে ত্রিশ লাখ বীর ও সেদিনের নূর হোসেনরা আজো অনুপ্রেরণা যোগায় লাখো বীরের জন্ম নিতে।
তাঁদের আত্মত্যাগের পথে আজ শপথ করছে সত্য ও আদর্শের পথে লড়াই করার জন্য।
বীরদের মৃত্যু অপমৃত্যু নয়,এ মৃত্যু গৌরবের,এ মৃত্যু হাজার হাজার বছর ধরে ইতিহাসের পাতায় ঠাঁই পাওয়ার,
এ মৃত্যু আদৌ মৃত্যু নয়,
মৃত্যুঞ্জয়ীতে রূপান্তর হওয়ার ধাপ অতিক্রম করা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.