![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হিমুর মত উদ্ভট টাইপের কেউ।আমার ভালোলাগে ভাবতে,হাঁটতে,কথা বলতে,নীরবে অপলক চেয়ে দেখতে। আমি আমার মত করে গড়ে উঠা এক আদম। নিরিবিলি প্রশান্ত মন নিয়ে প্রগাঢ় চিন্তায় ডুবে থাকতে ভালোবাসি। আমার পথ আমি বেঁচে নিয়ে,যে পথে হেঁটে চলবো অনন্ত সময়।
"বুক জুড়ে এই বেদন শহর
হা হা শুন্য আকাশ কাঁপাও
আকাশ ঘিড়ে শঙ্খচিলের
শরীর চেড়া কান্না থামাও..
সমুদ্র কি তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাও..??"
আমি তোমার কান্না কুড়াই
কান্না উড়াই,কান্না কাপাই
কান্না পানি পান করে যাই
এমন মাতাল কান্না লিখি..."
চোখ টা এতো পোড়ায় কেন?
ও পোড়া চোখ সমুদ্রে যাও
সমুদ্র কি তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাই..."
©somewhere in net ltd.