![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হিমুর মত উদ্ভট টাইপের কেউ।আমার ভালোলাগে ভাবতে,হাঁটতে,কথা বলতে,নীরবে অপলক চেয়ে দেখতে। আমি আমার মত করে গড়ে উঠা এক আদম। নিরিবিলি প্রশান্ত মন নিয়ে প্রগাঢ় চিন্তায় ডুবে থাকতে ভালোবাসি। আমার পথ আমি বেঁচে নিয়ে,যে পথে হেঁটে চলবো অনন্ত সময়।
"যা পেয়েছি আমি তা চাইনা,
যা চেয়েছি কেন তা পাইনা?
ছেড়া ছেড়া ফুলে গাঁথা মালা
কেন খুলে পুরনোকে ভুলে যাই না?
পথের বাঁকে এসে মনে হলো
অতীতটা হয়ে যাক দূর,
চলবো এগিয়ে তব
বুকের বাঁশিটাতে বাঁধবো নতুন এক সুর।
ভালবাসা যায়,
আলো আশা পায়
সেই গান কেন গাই না?
আজকে যা ভালো লাগে
হয়তো আবার
বদলে যেতেও পারি কাল,
ছড়িয়ে পরা পাতা ফোঁটাবে নতুন কুঁড়ি
শুকনো গাছের কোন ডাল।
সুখ স্বপনের
সুর ও ছন্দের
কেন ময়ূরপঙ্খি বাই না?
যা পেয়েছি আমি তা চাইনা,
যা চেয়েছি কেন তা পাইনা?
('অনুরাগের ছোঁয়া' ১৯৮৬ সিনেমার গান, অমিত কুমারের গাওয়া)। গান থেকে)
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৭
দূর দ্বীপবাসী বলেছেন: অস্বাভাবিক কিছু নয়।
হাসান ভাই
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৩
হাসান ইমরান বলেছেন: প্রথম দুটি লাইন কবি আইন উদ্দিন আল আজাদের এর একটা কবিতার সাথে মিলে যায়।